| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত বৈরাগী তূর্য্য
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
এক মহিলা রাত বারোটায় হঠাৎ মেসেজ দিয়ে জিগ্যেস করলেন, নাম কী তোর?
আমি তো অবাক। বলা নেই, কওয়া নেই তুইতোকারি শুরু করল! এ কে? কোথা থেকে এল?
তবুও নাম বললাম।
এরপর জিগ্যেস করল, বয়স কত?
এবার রীতিমতো বিরক্ত হলাম।
বয়স বলার পর ওনি বললেন যে ওনার বয়স ৪৪। আমি যেন ওনাকে মা ডাকি।
এবার দুষ্টামি করে বললাম, মেয়ে বিয়ে দেবেন না কি?
ওপাশ থেকে উত্তর নেই।
২
ভদ্রলোক মাদ্রাসায় টাকা দান করেছেন। একজন জিগ্যেস করল, প্রতি বছরই করেন?
হ্যাঁ। উত্তর এল।
স্কুলে করেন না কেন? সওয়াব হবে না বলে?
এমন প্রশ্নে ওপাশের ভদ্রলোক বিব্রত। কী উত্তর দিতে পারেন?
৩
এক মেয়ে আমার নাম জিগ্যেস করল, বললাম।
নাম শুনে একটু অবাক। বলল, আমার দুলাভাই এর নামও এটা
অসুবিধা নেই। আমাকে দুলাভাই ডাকলে রাগ করব না।
মেয়েটা হাসতে হাসতে বলল, আমার দুলাভাই আপনার চেয়ে বয়সে বড়ো।
১০ ই জুন, ২০২২ দুপুর ১:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মশকরা করে কেউ ডাকলে রাগ হওয়ার কিছু নেই।
২|
১০ ই জুন, ২০২২ দুপুর ১:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: মশকরা করে কেউ ডাকলে রাগ হওয়ার কিছু নেই।
কেউ মশকরা করলো কি গালি দিলো তা ক্যামনে বুঝবেন?
শালা!
এইটা কি গালি ছিলো না মশকরা?
১০ ই জুন, ২০২২ দুপুর ১:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার বন্ধু যদি বলে তাহলে নিশ্চিত মশকরা। কিন্তু অপরিচিত একজনের সাথে ঝামেলা হলে তখন গালি।
৩|
১০ ই জুন, ২০২২ দুপুর ২:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: আপনার বন্ধু যদি বলে তাহলে নিশ্চিত মশকরা। কিন্তু অপরিচিত একজনের সাথে ঝামেলা হলে তখন গালি।
আপনার সাথে কি আমার ঝামেলা চলে? ![]()
১০ ই জুন, ২০২২ দুপুর ২:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: না।
৪|
১০ ই জুন, ২০২২ দুপুর ২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হা হা হা। মহিলা মেয়ে বিয়ে দেবে মনে হয়।
১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনার মতিগতি বোঝা গেল না।
৫|
১০ ই জুন, ২০২২ বিকাল ৩:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ২ ভাল লাগল।
১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।
৬|
১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ এখন আমাকে দুলাভাই ডাকলে ভয় পাই।
শালা শালিদের অম্ল মধুর যন্ত্রণা না পারি কইতে,
না পারি সইতে!
রকবার রাত তিন্টায় এক বাবা ফোন দিয়ে বললেন
আমাকে চিনো? আমি বললাম আপনি কি ভুলে গেছেন
আপনি কে?
কইলো মস্করা করো! আমি জিনের বাদশা,
তোর জন্য সুখবর নিয়া আসছি। কোটিপতি
হয়ে যাবি যদি দশ হাজার একটাকা হাদিয়া
পেশ করিস মন্টু বাবার মাজারে। আমি বললাম
বাবা কোটি পতি হতে চাইনা৷ মাফ চাই বাবা।
১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিপদ থেকে বাঁচতে দুলাভাই অপেক্ষা শালা হওয়া ভালো। পকেট বাঁচে।
নেহায়েত চালাক লোক বলে বেঁচে গেছেন। অনেকে তো টাকা-পয়সা বিলিয়ে পরে আফসোস করে।
৭|
১০ ই জুন, ২০২২ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১০ ই জুন, ২০২২ রাত ১১:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই?
৮|
১০ ই জুন, ২০২২ রাত ১১:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: স্কুলে দান করলে সওয়াব হবে না কে বলেছে?
১১ ই জুন, ২০২২ সকাল ১০:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যিনি মাদ্রাসায় দান করেছেন ওনার কাছে জানতে চাওয়া হয়েছে। যদি সওয়াব হয়, তাহলে কেন স্কুলে দান করেন না?
৯|
১১ ই জুন, ২০২২ সকাল ৯:১৭
বিটপি বলেছেন: ১। তুই তো আমার ছেলে, তোর কাছে মেয়ে বিয়ে দেব কেন, তুই চাইলে তোকে বিয়ে করাব।
২। স্কুল কোন দান খয়ারতের জায়গা নয়। স্কুলে সরকার অনুদান দেয়, বেতন থেকেও অনেক টাকা আদায় হয়।
৩। তো কি হয়েছে? ছোট দুলাভাই ডাকবে!
১১ ই জুন, ২০২২ সকাল ১০:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১) মহিলা নিরুত্তর ছিলেন।
২) মাদ্রাসায় দান করা বোঝাতে গরিব ছেলেদের জন্য দান করা বোঝানো। স্কুলে দান করা বোঝাতে স্কুলে তো অনেক গরিব পোলাপান পড়ে, তাদের দান করানো। নির্দিষ্টভাবে বলতে গেলে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলেমেয়েদের সহযোগিতা করা।
৩) এটা ঠিক আছে।
১০|
১১ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬
বিটপি বলেছেন: ১। এই উত্তরটা মহিলার মাথায় আসেনি, তাই নিরুত্তর ছিলেন।
২। স্কুলের গরীব পলাপানেরে পড়ায়ে কোন লাভ নেই, স্কুলে মানুষ দুনিয়াবী উদ্দেশ্যেই পড়ে। অন্য কথায়, যাদের সামর্থ্য আছে, তারাই স্কুলে পড়ে। আর যাদের বাবা মা নাই, বা থাকলেও স্কুলে পড়ানোর সামর্থ নাই, তারা মাদ্রাসায় পড়ে।
১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তা ঠিক।
১১|
১১ ই জুন, ২০২২ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করছেন সেটা জানতে।
১১ ই জুন, ২০২২ দুপুর ১:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জনাব সোনাগাজী কোনো মন্তব্য না করায় বোঝা যাচ্ছে না পোস্টের মান।
১২|
১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৭
রশিদ ফারহান বলেছেন: তিনটা ঘটনাই মজার ![]()
১১ ই জুন, ২০২২ রাত ১০:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জেনে ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনাকে কেউ শালা ডাকলে রাগ হয়?