নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Take every RISK, Drop every FEAR & Make the best of EVERYTHING.

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু )

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু ) › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক পুলিশের সাথে মানুষ রুপে এসব রাক্ষস কারা ?

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

বাসের জন্য অপেক্ষা করছি মিরপুর ১০ এর মোড়ে। সময় দুপুর ২.৪০ মিনিট প্রায়। এক ব্যাক্তি লাঠি দিয়ে রিক্সা গুলোকে পিটাচ্ছে আর আরেক ব্যাক্তি কোন অনুমুতি ছাড়ায় রিক্সার পামচার করছে। এর মাঝে এদের একজন বাস হেলপার এর কাছ থেকে ৫ টাকা নিল যাকে চাঁদা বলে। এর কোন স্লিপ নাই, নাই কোন প্রমাণ।



এক বৃদ্ধ রিক্সা চালক দাঁড়িয়ে ছিল। বয়স টা একটু বেশিই। অভাবে পড়ে রিক্সা চালাচ্ছে এই বয়সেও। এই বৃদ্ধ এর রিক্সার পামচার করলে বৃদ্ধ লোকটাকে ধরে বলে আমার রিক্সার পামচার করলা কেন আমি কি করব এখন আমার কাছে টাকা নাই টাকা দাও পাম দিব। (কতটা গরীব হলে এ কথা বলতে পারে বুঝতেই পারছেন।)



সেই লোকটা বৃদ্ধ কে হাত দিয়ে প্রচন্ড জোড়ে আঘাত করে গলা টিপে ধরে বলল চিনস আমারে ? একটু দূরেই দাঁড়ায় ছিলাম দৌড় মেরে যেয়ে লোকটাকে থামালাম আর বৃদ্ধ এর মুখের দিকে তাকানোর অবস্থা বা সাহস আমার ছিলনা। দূর থেকে যতটা বয়স্ক লাগছিল কাছ থেকে তিনি আরোও বেশী বয়স্ক।



লোকজন জড় হয়ে গেল। সবাই দর্শক। লোকটা রিক্সা আলাকে ছেড়ে বলল দাড়া আসতেসি। একটু পর ফিরে আসল এক রড নিয়ে। এক পঙ্গু ভাই সেটা দেখে রিক্সা আলাকে ঠেলে পাঠিয়ে দিল। রিক্সা আলাকে বাঁচিয়ে দিল। সেই ভাইয়ের প্রতি হাজার সালাম। রাক্ষসটা যখন তেড়ে আসছিল আমি থামালাম এবার কিছু মানুষ এসে ধরে ফেলল।



বাসে উঠে গেলাম। বাসে উঠার পর কিছু মানুষ শুরু করল “এই জানোয়ারটা আসল কোথা থেকে একজন বাবা বয়সী মানুষের গায়ে হাত তুলে কিভাবে ?” আমি নীরবে নাটকের দ্বিতীয় দৃশ্য দেখতে লাগলাম। এই মুখজব্বর ব্যাক্তি গুলোই দাড়ায়ে দাড়ায়ে দেখছিল যখন বৃদ্ধ এর গায়ে হাত তুলা হয়েছিল আর এখন এরাই বড় বড় কথা বলে।



সে যাই হোক একটু পড়ে সেখানে ট্রাফিক দেখেছিলাম ঘুড়ে বেরাচ্ছে। কিন্তু তার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। আমি আমার সরকারের কাছে জানতে চাই এসব মানুষ রুপি জানোয়ার গুলো আসলে কে ? তাদের কি পরিচয় ? আর তাদের কে ই বা রাস্তার মোড় এ ট্রাফিকের দায়িত্ব পালন করতে বলেছে ?



শুধু মিরপুর না আমি রাজশাহী সহ অনেক যায়গায় এরকম পরিচয় বিহীন ব্যাক্তি দেখেছি যারা বাস, অটো, রিক্সা, সি এন জি এদের কাছ থেকে টাকা নেয় অথচ এর কোন স্লিপ, কোন প্রমাণ থাকেনা। যাকে এক কথায় চাঁদা বলে। এরা আসলে কারা ? এদের উচ্ছেদ করে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। এর একটা সুষ্ঠ বিচার হওয়া উচিত।



আমি সত্যি আজকের ঘটনায় অবাক হয়ে গেছি আসলেই একটা মানুষ কতটা নিষ্ঠুর আর নিচ হলে এমন ভাবে ক্ষমতার অপব্যবহার করে এসব গরীব নিজের দাদা বয়সী মানুষের গায়ে হাত তুলতে পারে, গলা টিপে সবার সামনে ধরে রাখতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জনগনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। রাস্তায় যোগাযোগ মন্ত্রি নামলে রাস্তা ঠিক হতে পারে কিন্তু আইন মন্ত্রি না নামলে দেশের আইনের যে অপব্যবহার আনাচে কানাচে হচ্ছে সেগুলোর দায়িত্ব কে নিবে ?

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৮

খাটাস বলেছেন: অশিক্ষিত মানুষের রাগ কোন বয়স মানে। আবার আজব বিষয় শিক্ষিত মানুষের রাগ ও বয়স মানে না।
তাই যার রাগ বয়স মানে তারে মানুষ বলা যায় না।
আপনার প্রতি শুভ কামনা। এভাবেই নায়ের পক্ষে থাকবেন সব সময়।
++++ দাবির সাথে সমর্থন।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু ) বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা ।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২

মাইনুল ইসলাম মিলন বলেছেন: ai rokom ghotona Bangladesh e protidin e hoe.Humanity bolte kiccu nae Antu.era dekhte manush er moto holew asole kintu janowar er thekew kharap

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০

আব্দুল্লাহ আল ফারুক ( অন্তু ) বলেছেন: হিউম্যানিটি তৈরী করে নিতে হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.