| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগড়াকালে উসকানি দেয়
'হাত থাকতে মুখে কী'
দূর থেকে কেউ তালিয়া বাজায়
ঝগড়া লাগে সুখে কি?
কেউ ছুটছে দা নিয়ে আর
বলমে কেউ শান দে'
মান নিয়ে কেউ সরে দাঁড়ায়
গুলিতে কেউ প্রাণ দে'।
ছোপ ছোপ ছোপ রক্ত ঝরে
শক্ত হাতে কে দাঁড়ায়
কেউ বা আবার ঝগড়া দেখেন
হাসেন বসে কেদারায়!
ভাবছে এখন এলাকাবাসী
পড়লো না তো ফান্দে!
ভাই হারিয়ে বাঁশখালীতে
অনেকে আজ কান্দে।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২
আরিফুল হক চৌধুরী। বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এই ব্যাপারটা বুঝলে সবাই রক্তারক্তিতো আর হতো না ভাই। ধন্যবাদ আপনাকে কবিতা খুব ভালো হয়েছে।।