নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ণিজেকে এখণো চিনি নাই

ণওফেল

নিজেকে এখনো চিণতে পারিনি,যে দিন চিণতে পারবো সে দিন কিছু জানাবো।

ণওফেল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ও জঙ্গিবাদ

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আমি কিছুই লিখি নাই বা এই নিয়ে এখন পর্যন্ত কোন কথাই আলোচনা করি নাই। কারন এই ব্যাপারটা যে আজ না হোক কাল ঘটবে এটাতো জানা ছিল। কারন ধর্মভীরুতা এক জিনিষ আর মৌলবাদ অন্য ব্যাপার। সেই হজরত আলীর খেলাফতের সময়ও, যখন কিনা ইসলামের একজন সাহাবীর হাতে সমগ্র মুসলিম জাহানের পতাকা উরতেছিল তখনও কিন্তু হজরত আলীকে গোঁড়া মুসলিম মানে মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, আর এখনতো ২০১৬ সাল।
পৃথিবীর কোন ধর্ম এমনকি যারা শয়তানের পুজা করে মানে যারা "Hermes" বা "Lucifer" এর পুজা করে, সেইখানেও কোথাও লেখা নাই যে বিনা অজুহাতে কোন প্রাণীকে মারা যাবে, আর এত ইসলাম।
আজকে শুনলাম জঙ্গিরা নাকি ক্যাপটাগন নামের ড্রাগ নিয়ে এই হত্যাযজ্ঞ চালাইছিল, তখনই বুঝলাম কেন তাদের দ্বারা এটা সম্ভব হইসে, আসলে এরা ইসলাম বা কোন ধর্মীয় অজুহাতে এই কাজ করে নাই, এরা করেছিল শুধুমাত্র ড্রাগ এর কারনে। কারন এরা নিজেরাই বিশ্বাস করেনা যে মানুষ মেরে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। কে কোনকালে দেখেছে যে মানুষের উপর অত্যাচার করে কিছু নিয়ন্ত্রন সম্ভব? আমার অনেক হিন্দু, ক্রিস্টিয়ান বন্ধু, ছোটভাই আছে, যাদের আমি নিজের পরিবারের মতই দেখি, কখনও কোনদিন ভাবি নাই যে তাদের থেকে আমি আলাদা, এমনকি আমি এখন পর্যন্ত বলি যে আমার ভিতরের যেই ভদ্রতাবোধ বা মানবিক গুনাবলি আছে তার মূলটা ছিল যেই মিশনারি স্কুলে আমরা ছোটবেলায় পরেছিলাম সেইখানে।
আজকে কিছু মানুষের জন্য আমাদের ধর্ম, আমাদের আজীবনের লালিত অসাম্প্রদায়িক মনোভাব সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, হয়ত কিছুদিন পরে জঙ্গি দেশ হিসেবে আমাদের আখ্যা দিয়ে বিদেশী কোন প্রভাবশালী রাষ্ট্র আমাদের সোনার দেশটাকে আফগানিস্থান বা সিরিয়া বানাইয়া দিবে, কারন এতে তাদের যে ষোল আনার উপর আঠার আনা লাভ। তখনও কিন্তু দেখা যাবে ৭১ এর মত কিছু পা-চাটা কুকুর জড় হয়ে যাবে। যাই হোক সবাইকে শুধু এটুকুই বলব যে কিছু মানুষের জন্য সমগ্র মুসলমানদের দোষারোপ করবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৯

SwornoLota বলেছেন: মুসলিমদের বড় শত্রু তাদের ঈমানের দুর্বলতা। মধ্যপ্রাচ্যের নেতাদের লোভ কী জিনিষ একবার দেখুন। তাদের দেখলেই আমরা বুঝি, কেন মুসলিমদের জানে এবং মানে কাবু করা এত সহজ শত্রুদের জন্য।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪

ণওফেল বলেছেন: আর একটা জিনিশ খেয়াল করেছেন কি? তারা কিন্তু মুসলমানদের কত সহজে শিয়া, সুন্নি, কুর্দি এই সব দিয়ে আলাদা করে ফেলতেসে, নিজেদের নিজেদের মাঝে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু তাদের মাঝে কত ক্যাথলিক, কত রোমানিয়ান, কত এডভ্যানতিস্ত আছে, কিন্তু তারা কিন্তু নিজেরা সব সময় মিলে-মিশে আছে।

২| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

SwornoLota বলেছেন: "তারা কিন্তু নিজেরা সব সময় মিলে-মিশে আছে। "

ঠিক এই জিনিসটাই আমি বলতে চাই! মিডল ইস্টের প্রায় প্রতিটা দেশে গৃহ যুদ্ধ লাগিয়ে কেবল "হস্তক্ষেপ" করছে তারা। অথচ নিজেরা অল টাইম সেইফ সাইডে।

এদের দেখানো লোভে পড়ে স্বয়ং সৌদি সরকার অসহায় মুসলিমদের উপর বোমা হামলা করতে কুণ্ঠা বোধ করে না! কোথায় আছে ঈমান?? তারা নাকি কাবা ঘরের সেবক! কী ভয়ংকর!!

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

ণওফেল বলেছেন: দুঃখিত, দেরি করে আপনার মন্তব্য দেখার জন্য। আমি আপনার সাথে একমত, আমাদের দেশটা ভুগোলিক কারনে অনেক গুরুত্বপূর্ণ,আমাদের দেশে যদি তাদের কোন ঘাঁটি থাকে তবে খুব সহজেই চায়নাদের দমন করে রাখা যাবে, তাই এখন এইরকম জঙ্গিবাদ নিয়ে আসতেছে তারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.