নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্যাকাডা

দিনমজুর

নাইল্যাকাডা ১ম বর্ষ, ২য় সংখ্যার প্রাপ্তিস্থানঃ আজিজ সুপার মার্কেট ১। বইপত্র/ ২। জনান্তিক/ ৩। শ্রাবণ/ ৪। প্রথমা (একুশে)/ ৫। তক্ষশীলা/ ৬। লিটল ম্যাগ প্রাঙ্গন লোক/ ৭। বিদিত/ ৮। পলল/ ৯।পাঠশালা মুক্তিভবন (পুরানা পল্টন) ১০। জাতীয় সাহিত্য প্রকাশন

দিনমজুর › বিস্তারিত পোস্টঃ

চা শ্রমিক: চা গাছের মতোই ছেটে রাখা যে জীবন বাগানের লেবার লাইনে বন্দি

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

ফিনলে, লিপটন, ডানকান ইত্যাদি নামি দামি ব্র্যান্ডের যে চা খেয়ে আমরা প্রতিদিন তাজা হই, সেই চা উৎপাদন করতে গিয়ে চা শ্রমিকরা প্রতিদিন আরো নির্জীব হয়।



চা গাছ ছেটে ছেটে ২৬ ইঞ্চির বেশি বাড়তে দেয় হয় না। চা শ্রমিকের জীবনটাও ছেটে দেয়া চা গাছের মতোই, লেবার লাইনের ২২২ বর্গফুটের একটা কুড়ে ঘরে বন্দী। মধ্যযুগের ভূমিদাসের মতোই চা মালিকের বাগানের সাথে বাধা তার নিয়তি।



তার দৈনিক মজুরী মাত্র ৫৫ টাকা। ২০১১ সালে এর পরিমাণ ছিল ৪৮ টাকা। সাথে সপ্তাহে ৩ কেজি রেশনের চাল ও আটা। এ দিয়ে পরিবার নিয়ে তিন বেলা খাবার জোটে না।



সকালে লবণ দিয়ে এক মগ চা আর সাথে দুমুঠো চাল ভাজা খেয়ে বাগানে যেতে হয়, তার উৎপাদিত চা ও দুধ চিনি দিয়ে খাওয়ার সামর্থও তার নাই। সারা দিন এক পায়ে দাড়িয়ে, মাইলের পর মাইল হেটে কঠোর পরিশ্রম। যারা পাতা তোলেন, ২৩ কেজি পাতা তুললেই কেবল দিনের নিরিখ পূরণ হয়, হাজিরা হিসেবে গণ্য হয়। গাছ ছাটার কালে অন্তত ২৫০টা গাছ ছাটতে হয় দিনে। কিটনাশক ছিটালে অন্তত ১ একর জমিতে কীটনাশক ছিটালেই তবে নিরিখ পূরণ। দুপুরে এক ফাকে মরিচ আর চা পাতার চাটনি, সাথে মাঝে মাঝে মুড়ি, চানাচুর।



একেকদিন হাত ফুলে যায়, পা ফুলে যায়, ঝোপালো চা গাছের মধ্যে কাজ করতে গিয়ে হাত পা কোমড় ছিলে যায়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাপ বিচ্ছার কামড় খেয়ে তারা বাগানে কাজ করে। সন্তানের শিক্ষা মেলে না, চিকিৎসা মেলে না, যে ঘরটিতে প্রজন্মান্তরে তার বসবাস সে ঘরটিও তার হয় না, ঘরটি ধরে রাখতে হলে পরিবারের একজনকে অন্তত চা শ্রমিক হতেই হয়।



অথচ বাগান মালিকের জমি সরকারেরই খাস জমি, সামান্য অর্থে লিজ নিয়ে সস্তায় চা বাগান করে ফিনলে, ডানকান ইত্যাদি ব্রিটিশ স্টারলিং কম্পানি, দেশীয় সরকারি এবং বেসরকারি কোম্পানি। ভর্তুকী মূল্যে সার পায় তারা, সহজ শর্তে স্বল্প সুদে কৃষি ঋণও বরাদ্দ বাগান মালিকদের জন্য। ফলে মুনাফা তাদের কম নয়। চট্টগ্রামের নিলাম হাউজে প্রতি কেজি চা যখন ১৪৭ টাকায় বিকোয়, তাদের খরচ তখন কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা। ফলে মুনাফ বিপুল।



অথচ চা শ্রমিকদের দাবী সামান্যই- দৈনিক মজুরী ১২০ টাকা(মালিকরা মাত্র ৭ টাকা বাড়িয়ে ৫৫ টাকা থেকে ৬২ টাকা করতে চাচ্ছে), পরিবার নিয়ে বসবাস করবার জন্য ৭৫০ বর্গফুটের ঘর,বাগানে ভূমির অধিকার, সন্তানের শিক্ষা, পরিবারের সুষ্ঠু চিকিৎসা, চাকুরি স্থায়ী করণ ইত্যাদি।



এইরকম ২০দফা দাবীতে আধুনিক যুগের বাগান দাস, চা শ্রমিকেরা ফুসে উঠেছে, তারা আজ ২১ মে থেকে সারা দেশের চা বাগানে অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে। আমরা চা শ্রমিক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের সাথে সংহতি জানাই।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

কাফের বলেছেন: চা শ্রমিকের ডাকা ধর্মঘট খুবই যৌক্তিক পূর্ণ সমর্থন করছি।
অমানুষ ইতর বাগান মালিকের একটা শিক্ষা দেওয়া উচিৎ
সামান্য মানবিক বোধও নাই এদের।

চা শ্রমিকদের সমন্ধে জানতাম না কিছু পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ভাই।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২

দিনমজুর বলেছেন: বাংলাদেশের অর্থনীতি যাদের শ্রম ও ঘামের উপর দাড়িয়ে আছে তাদের বেশির ভাগের সম্পর্কেই আমরা খোজ রাখি না, আমাদের খোজ রাখতে দেয়া হয় না। ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

কালোপরী বলেছেন: :(

৩| ২২ শে মে, ২০১৩ রাত ১:৪৫

বোকামন বলেছেন:



চায়ের বিজ্ঞাপনে কী আর চা শ্রমিক ভাই-বোনদের ঘাম দেখা যায় ....
পোস্টের জন্য কৃতজ্ঞতা ।

৪| ২২ শে মে, ২০১৩ রাত ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামগ্রিক ব্যাপারটা দুঃখজনক। এই আন্দোলনের সাথে সহমত প্রকাশ করলাম। এইগুলোর সমাধান হওয়া দরকার।

৫| ২২ শে মে, ২০১৩ রাত ২:২৯

বোকামন বলেছেন:


চা শ্রমিক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের সাথে সংহতি জানাচ্ছি।

৬| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৬

রুপম শাহরিয়ার বলেছেন: চা শ্রমিক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের সাথে সংহতি জানাচ্ছি।
পোষ্ট পড়ে ভালো লাগল।

৭| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭

নিয়নের আলো বলেছেন: কিচ্ছু বলার নাই,মধ্যযুগীয় দাসপ্রথা চলতেসে পুরোপুরি।

৮| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

যান্ত্রিক বলেছেন: আন্দোলনে সংহতি জানাই।

৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩

সায়েদ রিয়াদ বলেছেন: সমরেশ মজুমদারের উত্তরাধিকার পড়ার সময় চা বাগানের শ্রমিকদের জীবন সম্পর্কে কিছুটা জেনেছিলাম । এখন আমাদের একা নিজেদের খরচেই চলে যায় ১০০টাকার উপরে সেইখানে মাত্র ৫৫ টাকা মজুরি দেয় !!

জেগে উঠার সময় এসেছে । অতিমুনাফালোভীরা যাতে আর রক্ষা না পায় !
জয় বাংলা ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার মনের কিছু কথা আছে, আছে শ্রমিকের কথা...
সংগ্রহে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.