নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার ব্লগের একটি সুন্দর শিরোনাম এখানে লিখুন

কাক তাডুয়া

আমি দেখতে কালো, ছেলে হিসেবে ভাল৷ চোখ জোড়া বাদামী ৷ আমার জীবন কিন্তূ অনেক দামি৷

কাক তাডুয়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ নির্লিপ্ত বাস ভ্রমন

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

প্রথম লিখলাম৷ ভুল ক্ষমা করবেন৷

ঠিক ১১টায় বাস স্টেশনে পৌছলাম ৷ বাসে উঠে বসে শীতের কাপড় ঠিক করে নিলাম৷ প্রচন্ড ঠান্ডা বাহিরে৷ জানালা দিয়ে বাহিরে দেখলাম৷ কুয়াশায় ঘিরে আছে চারপাশ৷ বাসের পাশে দাড়ি আছে একটা মেয়ে৷ এই বাসেই উঠবে মনে হচ্ছে ৷ এতো ঠান্ডার মধ্যেও সে আইসক্রিম খাচ্ছে৷ কেমন ঝুকিপূর্ণ রুচির মেয়েরে বাবা ৷ বাসের সব যাত্রি উঠে গেছে ৷ বাস শুধু মেয়েটার জন্য দাড়িয়ে আছে৷ বাসে উঠে আমার পাশের সিটেই বসলো৷
-এই যে, তুমি একটু এদিকে বসো৷ আমি জানালার পাশে বসবো৷
মেয়ে মানুষ৷ অধিকার একটু বেশি চায়৷ তাই দিলাম৷ লাল একটা ড্রেস পড়েছে, অনেক মিষ্টি দেখাচ্ছে ৷ চুলগুলো ছেরে দেওয়া ৷ চোখে কালো কাজল৷ কাধে একটা ব্যাগ ৷ অন্ধকারের মধ্যে কুয়াশায় ডাকা চাদটা যত সুন্দর তাকেও ততটা সুন্দর লাগছে৷ আমি সারা দিনের পরিশ্রমে ক্লান্ত৷ কোনো এক সময় চোখ লেগে গেল৷ বাস চলছে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ৷ হঠাৎ একটা ঝাপটায় চোখ খুলে গেল৷ বাতাসে চুল উড়ছে ৷ ঘুমিয়ে পড়েছে সে৷ ঘুমের সময় সব মেয়েকেই অনেক মায়াবী মনে হয়৷ তার সকল চন চলতা নিস্তব্ধ ৷ তার মাথাটা আমার কাঁধের উপর৷ বাসের সবাই ঘুমিয়ে আছে৷ একটা সুন্দরি মেয়ে আমার পাশে বসা৷ ভাবতেই কেমন যেন লাগে৷ তাকে আরো কাছে পেতে ইচ্ছে করে৷ সাহস করেই তার এলো চুল ঠিক করে দিলাম৷ আর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম৷ রাতে আর ঘুম ভাঙ্গলো না৷ সকালে যখন ঘুম ভাঙ্গলো দেখি, জানালা দিয়ে আলো যেন চোখে না পড়ে তাই তার একটা বই দরে রেখেছে মেয়েটি৷ এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে বাস থেকে নামলাম৷ মেয়েটি ও নামলো৷
আমি - চলো বিয়ে করে ফেলি ৷
- ইস, সারা রাত আমার সাথে কথা বলো নাই৷ এখন আসছে ডং করতে৷
- তুমি নিজেই বললা আমি যেন তোমার সাথে বাসে কোনো কথা না বলি৷ তুমিতো জানো তোমার কথা আমি পালন করি ৷ তাই বাস থেকে নেমে কথা বললাম৷ এবার চলো যেটার জন্য এতদুর পালিয়েছি সে কাজটা সম্পুর্ন করি৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.