নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ইসলামের বিধান হতে হলে কোন কথা হাদিসে থাকতেই হবে এটা জরুরী না

০১ লা মে, ২০২৪ রাত ১০:৫৫



সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা যবেহ করতে পেরেছ তা’ ব্যতীত, আর যা মূর্তি পুজার বেদির উপর বলি দেওয়া হয় তা এবং জুয়ার তীরদ্বারা ভাগ্য নির্ণয় করা, এ সব পাপ কাজ। আজ কাফেরগণ তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে; সুতরাং তাদেরকে ভয় করবে না, শুধু আমাকে ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।

সহিহ বোখারী ৮২ নং হাদিসের (কিতাবুল ইলম) অনুবাদ-
৮২। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে রেওয়ায়েত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি যে, নিদ্রিত অবস্থায় আমাকে এক পেয়ালা দুধ দেওয়া হলো। আমি তা পান করলাম। এমন কি আমার নখের ভেতর থেকে তৃপ্তি প্রকাশ পেতে দেখলাম। অতঃপর আমি আমার অবশিষ্ট দুধটুকু ওমর ইবনে খাত্তাবকে প্রদান করলাম। সাহাবীরা বললেন, হে মহান আল্লাহর রাসূল, আপনি এ স্বপ্নের কি তাবীর করছেন? তিনি বললেন, ইলম।

সহিহ আল বোখারী, ৩৪২৩ নং হাদিসের (আম্বিয়া কিরাম অধ্যায়) অনুবাদ-
৩৪২৩। হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি। তিনি বলেন, একদা আমি ঘুমিয়ে ছিলাম। দেখলাম লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে। ঐসব লোক জামা পরিহিত ছিল। তাদের কারো জামা সিনা পর্যন্ত পৌঁছেছিল। আবার কারো জামা তার চেয়ে নীচ পর্যন্ত পৌঁছেছিল।তারপর আমার সামানে ওমরকে আনা হলো। তার গায়ে এরূপ একটি জামা ছিল যে, সে মাটিতে টেনে চলছিল।সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.) আপনি এর অর্থ কি করেছিলেন? তিনি বললেন, দীন ইসলাম।

* দীন ইসলাম পূর্ণাঙ্গ হলেও রাসূলের পর এর অবশিষ্টাংশ হযরত ওমর (রা.) প্রাপ্ত হন।

সূরাঃ ৫৩ নাজম, ৩ নং ও ৪ নং আয়াতের অনুবাদ-
৩। আর সে মনগড়া কথা বলে না।
৪। এটাতো ওহি যা তারপ্রতি ওহি হিসেবেই পাঠানো হয়।

সহিহ আল বোখারী, ৩৪২১ নং হাদিসের (আম্বিয়া কিরাম অধ্যায়) অনুবাদ-
৩৪২১।হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবি করিম (সা.) বলেছেন, তোমাদের পূর্ববর্তী কিছু লোক এলহাম প্রাপ্ত ছিল। আমার উম্মতের মধ্যে এমন কেউ থাকলে সে ওমর বৈকি?

* রাসূলের (সা.) দীন পরিচালিত হয়েছে ওহী দ্বারা এবং হযরত ওমরের (রা.) দীন পরিচালিত হয়েছে এলহাম দ্বারা।

সহিহ বোখারী ১৮৭০ নং হাদিসের (কিতাবু সালাতিত তারাবীহ) অনুবাদ-
১৮৭০। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমযানের রাতে ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় (নামাযে) দাঁড়ায় তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। ইবনে শেহাব বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করলেন এবং হকুমও এ অবস্থায়ই রয়ে গেল। তারপর আবু বকর (রা.) এর সম্পূর্ণ খেলাফত আমল এবং ওমরের (রা.) খেলাফত আমলের প্রথম ভাগ এ অবস্থায়ই কেটে গেল। (এ সময়) সকলেই একা একা তারাবীহ পড়ত।ইবনে শিহাব ওরওয়াহ ইবনে জোবায়ের থেকে বর্ণনা করেছেন,আব্দুর রহমান ইবনে আব্দুর কারী বলেছেন,আমি রমযানের এক রাতে ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদের দিকে বের হলাম। ;দেখলাম,বিভিন্ন অবস্থায় বহুলোক একা একা নামায পড়ছে।তখন হজরত ওমর বললেন,আমার মনেহয় এদের সকলকে একজন কারীর সাথে জামাতভুক্ত করে দিলে সর্বাপেক্ষা ভার হবে।অতঃপর তিনি তাই করার মনস্থ করলেন এবং তাদেরকে উবাই ইবনে কা’ব (রা.) এর পিছনে জামাতভুক্ত করে দিলেন। এরপর আমি দ্বিতীয় রাতে আবার তাঁর সাথে নামাজে বের হলাম। দেখলাম, লোকেরা তাদের ইমামের সাথে নামাজ পড়ছে। ওমর (রা.) বললেন এটি একটি উত্তম বিদয়াত। রাতের যে অংশে লোকেরা নিদ্রা যায়, তা যে অংশে তারা ইবাদত করে তদপেক্ষা উত্তম।অর্থাৎ রাতের প্রথমভাগ অপেক্ষা শেষ ভাগের নামায অধিক উত্তম। এটিই তিনি বুঝাতে চেয়েছেন।

সহিহ বোখারী ১৮৭১ নং হাদিসের (কিতাবু সালাতিত তারাবীহ) অনুবাদ-
১৮৭১। হযরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সা.) একদা রমজানের রাতের মধ্যভাবে বের হলেন। তারপর মসজিদে নামাজ পড়লেন এবং লোকেরাও তাঁর পিছনে নামাজ পড়লো। পরে ভোর হলে, লোকেরা এর আলোচনা করলো। দ্বিতীয় দিন এতদপেক্ষা বেশি লোক জামায়াতে শরীক হলো। তারা রাসূলুল্লাহ (সা,) এর সাথে নামাজ পড়লো। তারপর ভোর হলে লোকেরা পরস্পর আলোচনা করলো। এরপর লোক মসজিদে তৃতীয় রাতেও অধিক হলো। এরপর রাসূলুল্লাহ (সা.) বের হলেন, নামাজ পড়লেন। লোকেরাও তাঁর সাথে নামাজ পড়লো। তারপর চতুর্থ রাতে এত অধিক লোক হলো যে, মসজিদে তার সংকুলান হলো না। তিনি ফজরের নামাজ পড়তে বের হলেন। তাঁর নামাজ পড়া শেষ হলে লোকেরা তাঁর দিকে ফিরে দাঁড়ালো। তিনি তাশাহুদ বা খুৎবা পড়লেন। তারপর বললেন, তোমাদের অবস্থা সম্পর্কে আমার কিছুই গোপন নেই। তবে আমি ভয় করছি তোমাদের উপর এটা ফরজ হয়ে যায় নাকি? আর তা’ তোমরা আদায় করতে অক্ষম হয়ে পড়বে।অতঃপর রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করলেন এবং বিষয়টি এ অবস্থায়ই রয়ে গেল।

সহিহ বোখারী ১৮৭২ নং হাদিসের (কিতাবু সালাতিত তারাবীহ) অনুবাদ-
১৮৭২। হযরত আবু সালমাহ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত। তিনি আয়েশাকে (রা.) প্রশ্ন করেন, রমজান মাসে রাতে রাসূলুল্লাহ (সা.) এর নামাজ কেমন ছিল? তিনি বললেন, রমজান এবং রমজান ছাড়া সময়ে এগার রাকাতের বেশী তিনি পড়তেন না। তিনি চার রাকাত পড়তেন। এ চার রনাকাতের সুষ্ঠতা ও দীর্ঘতা সম্বন্ধে তুমি কিছু জিজ্ঞাস করবে না। তারপর আরো চার রাকাত পড়তেন, এর সুষ্ঠতা ও দীর্ঘতা সম্বন্ধে কোন প্রশ্ন করবে না। এরপর আদায় করতেন আর তিন রাকাত। তখন আমি জিজ্ঞাস করলাম , হে আল্লাহর রাসূল (সা.) আপনি কি বিতর নামাজ পড়ার পূর্বেই শায়িত হন? তিনি বললেন, হে আয়েশা! আমার চক্ষু দ্বয় নিদ্রা যায় কিন্তু অন্তর নিদ্রা যায় না।

* হযরত ওমর (রা.) জামায়াতে ২০ রাকায়াত তারাবিহ নামাজের উত্তম বিদয়াত দীনে যোগ করেন। তবে জামায়াতে নফল নামাজের বিষয়টি রাসূলের (সা) সুন্নাহ এর মধ্যে ছিলো। তবে ২০ রাকাতের বিষয়টি সুন্নাহ এর মধ্যে ছিলো না। লোকেরা আট রাকায়াত তারাবিহ এর বিষয়ে যা বলে সেটা ঠিক নয়। কারণ আট রাকায়াত তারাবিহ নয় সেটা ছিলো তাহাজ্জুত।

সহিহ সুনানে ইবনে মাজাহ, ১১২ নং হাদিসের (অবতরনিকা অধ্যায়) অনুবাদ-
১১২। হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন হে ওসমান (রা.)! আল্লাহ তা’আলা একদিন তোমাকে এ কাজের (খিলাফতের) দায়িত্ব অর্পণ করবেন। তখন মুনাফিকরা ষড়যন্ত্র করবে, যেন আল্লাহ প্রদত্ত জামা (খিলাফতের দায়িত্ব) তোমার থেকে খুলে ফেলতে পারে, যা আল্লাহ তোমাকে পরিয়েছেন। তুমি কখনো তা’ খুলে দেবে না। তিনি এ বাক্যটি তিন বার বললেন।

সহিহ বোখারী ৮৬৩ নং হাদিসের (কিতাবুল জুমুয়া) অনুবাদ-
৮৬৩। হজরত সায়েব ইবনে ইয়াযিদ (রা.)থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.), আবু বকর (রা.) ও ওমরের (রা.) সময়ে ইমাম যখন মিম্বরের উপর বসতেন তখন প্রথম আযান দেয়া হত। অনন্তর যখন ওসমানের (রা.) খেলাফতের সময় আসে এবং লোকসংখ্যা অত্যাধিক বৃদ্ধি পায় তখন ওসমান (রা.) জুমুয়ার দিনে তৃতীয় আযানের নির্দেশ দেন এবং জাওরা হতে আযান দেয়া হতে থাকে। তারপর এ রেওয়াজ চলতে থাকে।

* হযরত ওমরের (রা.) দেখাদেখি আল্লাহর খলিফা হযরত ওসমানও (রা.) দীনে একটি উত্তম বিদয়াত যোগ করেন। সুতরাং উত্তম বিদয়াতকে দীন ইসলামের অংশ বলাতে কোন সমস্যা নাই।

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরাঃ ২৯ আনকাবুত, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩।এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করে থাকি, যেগুলো কেবল আলেমরাই বুঝে থাকে।

সহিহ আবু দাউদ, ৩৬০২ নং হাদিসের (জ্ঞান-বিজ্ঞান অধ্যায়) অনুবাদ-
৩৬০২। কাছীর ইবনে কায়েস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি দামেশকের মসজিদে আবু দারদার (রা.) কাছে বসে ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলে, হে আবু দারদা (রা.) আমি রাসূলুল্লাহর (সা.) শহর মদীনা থেকে আপনার কাছে একটা হাদিস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি আপনি উক্ত হাদিসটি রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেন। এছাড়া আর কোন কারণে আমি এখানে আসিনি। তখন আবু দারদা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ অতিক্রম করে, আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের একটি পথ অতিক্রম করান। আর ফেরেশতারা ত্বলেবে এলেম বা জ্ঞান অন্বেষণকারীর জন্য তাদের ডানা বিছিয়ে দেন এবং আলেমের জন্য আসমান ও জমিনের সব কিছুই ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানিতে বসবাসকারী মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আবেদের উপর আলেমের ফজিলত এরূপ যেমন পূর্ণিমার রাতে চাঁদের ফজিলত সকল তারকা রাজির উপর। আর আলেমগণ হলেন নবিদের ওয়ারিছ এবং নবিগণ দীনার ও দিরহাম মীরাছ হিসেবে রেখে যান না; বরং তাঁরা রেখে যান ইলম।কাজেই যে ব্যক্তি ইলম অর্জন করল সে প্রচুর সম্পদের মালিক হলো।

সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।

* রাসূলের (সা.) ওয়ারিশ আলেমগণের সর্ববৃহৎ দলের অভিমত ইসলামে গৃহিত হবে।সুতরাং তাঁদের অভিমত অনুযায়ী উত্তম বিদয়াত দীনে গৃহিত হয়ে তা’ ইসলামের বিধান সাব্যস্ত হবে। আর উত্তম বিদয়াতের বিষয় হাদিসে অনুসন্ধান অহেতুক কাজ।

সূরাঃ ২ বাকারা, ২ নং আয়াতের অনুবাদ-
২। ঐ কিতাব; যাতে কোন সন্দেহ নেই, যা হেদায়েত মোত্তাকীদের জন্য।

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের প্রত্যেক বড় দল হতে এক একটি ছোট দল (জিহাদে) বের হয় যাতে অবশিষ্ট লোক ফিকাহ (দীনের গভীর জ্ঞান) অর্জন করতে থাকে। আর যাতে তারা নিজ কওমকে ভয় প্রদর্শন করে, যাতে তারা সাবধান হয়।

* হাদিসের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব সকল হাদিস লিখিত হয় নাই। সুতরাং পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা হাদিসে পাওয়া যাবে না। সুতরাং কোন বিষয় যদি হাদিসে পাওয়া না যায়, কিন্তু তা’ যদি কোরআন ও ফিকাহতে পাওয়া যায়, তবে তা’ দীন ইসলামের বিধান সাব্যস্ত হবে।কোরআন ও ফিকাহতে পাওয়া যাওয়ার পরেও হাদিসে পাওয়া যায়নি বলে কোন বিধানকে ইসলামের বিধান থেকে ছেঁটেফেলা যাবে না। সাহবায়ে কেরামের সব কাজও লিখিত হয়নি। সুতরাং সাহাবা (রা.) না করার অযুহাত তুলেও কোরআন ও ফিকাহ অনুযায়ী সাব্যস্ত দীন ইসলামের বিধানকে দীন ইসলাম থেকে ছেঁটে ফেলা যাবে না। আর কোন কথা হাদিসে থাকলেও তা’ যদি আলেমদের সর্ববৃহৎ দলের আমলের গরমিল হয় তবে সে হাদিসের আমল করা যাবে না। কারণ আলেমদের সর্ববৃহৎ দলের সঠিকতা কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হলেও যারা হাদিস সংকলন করেছে তাদের সঠিকতা কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যেমন হাদিস সংকলক ইমাম বোখারীকে (র.) কোরআন ও হাদিস সঠিক সাব্যস্ত করেনি, কিন্তু আলেমদের সর্ববৃহৎ দলের সঠিকতা কোরআন ও হাদিস সাব্যস্ত করেছে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৪ রাত ১২:০৫

কামাল১৮ বলেছেন: মৃত মাছ হালাল না হারাম?

০২ রা মে, ২০২৪ দুপুর ১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মৃত মাছ হালাল। ফিকাহ অনুযায়ী এ বিধান সাব্যস্ত। আর ফিকাহ এর অনুমোদন কোরআনে রয়েছে।

২| ০২ রা মে, ২০২৪ ভোর ৫:০১

অহরহ বলেছেন: বলেছেন : ইসলামের বিধান হতে হলে কোন কথা হাদিসে থাকতেই হবে এটা জরুরী না


তো, ভাইয়া, শিশু বিয়ে ইসলামে হালাল? কারণ আপনার নবী মোহাম্মদ ৫১ বছরের ৬ বছরের নাবালিকা আয়শাকে বিয়ে করেছিলেন। এটা সহিহ হাদিসের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। তো, আপনাদের ইসলামিক শরিয়া রাষ্ট্রে কোন ৫১ বছরের বুড়া বেটা যদি ৬ বছরের বালিকা বিয়ে করে সেটা আপনি নিশ্চয় মেনে নিবেন। এটা তো নবীর সুন্নত, তাই না?? ।

০২ রা মে, ২০২৪ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান পরকালের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।
৬৮। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমরা মহাশাস্তিতে আক্রান্ত হতে।
৬৯। যুদ্ধে যা লাভ করেছ তা’ বৈধ ও উত্তম বলে ভোগ কর। আর আল্লাহকে ভয় কর, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

# আয়াতের শানে নজুল-
মুসনাদে আহমদে রয়েছে যে, বদরের বন্দীদের ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) তাঁর সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তিনি তাদের বলেন, আল্লাহ তা’আলা এ বন্দীদেরকে তোমাদের অধিকারে দিয়েছেন। বল তোমাদের ইচ্ছা কি? ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূর তাদেরকে হত্যা করা হোক। রাসূলুল্লাহ (সা.) তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। পুনরায় রাসূলুল্লাহ (সা.) বললেন, আল্লাহ তা’আলা এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, এরা কাল পর্যন্তও তোমাদের ভাইই ছিল। এবারও ওমর (রা.) দাঁড়িয়ে একই উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল তাদের ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হোক।রাসূলুল্লাহ এবারও মুখ ফিরিয়ে নিলেন এবং পূণরায় ঐ একই কথা বললেন।এবার আবু বকর সিদ্দিক (রা.) দাঁড়িয়ে গিয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল (সা.) আমার মত এই যে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের থেকে মুক্তিপণ আদায় করুন। এ কথা শুনে রাসূলুল্লাহর (সা.) চেহারা থেকে চিন্তার ছাফ দূর হয়। তিনি সাধারন ক্ষমা ঘোষণা করেন এবং মুক্তিপন নিয়ে সবাইকে মুক্ত করে দেন। তখন মহিমাম্বিত আল্লাহ এ আয়াত নাযিল করেন। -তাফসিরে ইবনে কাছির।

সহিহ বোখারী ৮২ নং হাদিসের (কিতাবুল ইলম) অনুবাদ-
৮২। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে রেওয়ায়েত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি যে, নিদ্রিত অবস্থায় আমাকে এক পেয়ালা দুধ দেওয়া হলো। আমি তা পান করলাম। এমন কি আমার নখের ভেতর থেকে তৃপ্তি প্রকাশ পেতে দেখলাম। অতঃপর আমি আমার অবশিষ্ট দুধটুকু ওমর ইবনে খাত্তাবকে প্রদান করলাম। সাহাবীরা বললেন, হে মহান আল্লাহর রাসূল, আপনি এ স্বপ্নের কি তাবীর করছেন? তিনি বললেন, ইলম।

সহিহ আল বোখারী, ৩৪২৩ নং হাদিসের (আম্বিয়া কিরাম অধ্যায়) অনুবাদ-
৩৪২৩। হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি। তিনি বলেন, একদা আমি ঘুমিয়ে ছিলাম। দেখলাম লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে। ঐসব লোক জামা পরিহিত ছিল। তাদের কারো জামা সিনা পর্যন্ত পৌঁছেছিল। আবার কারো জামা তার চেয়ে নীচ পর্যন্ত পৌঁছেছিল।তারপর আমার সামানে ওমরকে আনা হলো। তার গায়ে এরূপ একটি জামা ছিল যে, সে মাটিতে টেনে চলছিল।সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.) আপনি এর অর্থ কি করেছিলেন? তিনি বললেন, দীন ইসলাম।

* আল্লাহ একটি ক্ষেত্রে হযরত ওমরের (রা) মত পছন্দ করেছেন। তাঁর তরিকা অনুযায়ী শরিয়া রাষ্ট্র চাইলে বাল্য বিবাহ নিষিদ্ধ করতে পারে। কারণ হযরত ওমর (রা) বাল্য বিবাহ করছেন মর্মে কোন সংবাদ নেই। তা’ছাড়া মহানবির (সা) চারের অধিক বিবাহ ইসলাম অনুমোদন করলেও মুসলিমদের চারের অধিক বিবাহ ইসলাম অনুমোদন করে না। সুতরাং মহানবির ক্ষেত্রে বালিকা বিবাহের অনুমোদন থাকলেও অন্যদের ক্ষেত্রে সে অনুমোদন বাতিলে কোন সমস্যা নাই।

৩| ০২ রা মে, ২০২৪ সকাল ৮:১৪

অহরহ বলেছেন: ভাইয়া, আপনি তো আলেম মানুষ, নিচের এই হাদিসটি নিয়ে আপনার মুল্যায়ন কী??


সহীহ বুখারী শরিফের ২৩২১ নম্বর হাদিস এটি।
"আবূ উমামাহ্ বাহিলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লাঙ্গলের ফাল এবং কিছু কৃষি সরঞ্জাম দেখে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি এটা যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে, আল্লাহ সেখানে অপমান প্রবেশ করান।"

(আধুনিক প্রকাশনীঃ ২১৫৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ২১৭০)
বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রহ. বলেন তৎকালীন সময়ে কৃষি কাজের দায়িত্ব থাকত পরাজিত জিম্মি কাফেরদের ওপর। সাহাবীগণ কৃষিকার্য অপছন্দ করতেন। তাছাড়া কৃষিকাজ মানুষকে জিহাদবিমুখ করে তোলে।

০২ রা মে, ২০২৪ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইমাম বোখারী (র) কোরআন ও হাদিস দ্বারা সহিহ সাব্যস্ত নন। সুতরাং তাঁর সব কথা সহিহ হিসাবে গৃহিত হবে না।

৪| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:২৯

জ্যাক স্মিথ বলেছেন: এই সব ইসলামি বিধান আমাদের লাগবে না, আমরা এমনিতেই ভালো আছি।

আপনার বিধান আপনিই পড়তে থাকুন, এসব আমাদের কাছে ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই।

০২ রা মে, ২০২৪ দুপুর ১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলামের বিধান আপনার প্রয়োজন না থাকলেও যারা ইসলাম মানে তাদের ইসলামের বিধানের প্রয়োজন আছে। ইসলামের বিধান আপনি এড়িয়ে চললেই হয়ে যাবে।

৫| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: ইসলাম নিয়ে বহুবছর গবেষণা করেছেন, এবার একটু বাইবেল, যিশু খ্রিষ্ট'কে নিয়ে একটু গবেষণা করুন, এক জিনিস আর কতকাল কচলাইবেন? বাইবেল পড়ুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।

০২ রা মে, ২০২৪ দুপুর ১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাইবেল মুখস্ত প্রক্রিয়ায় সংরক্ষিত নয় বিধায় হাদিসের মত এর কোরআনের সাথে গরমিল অংশ বাতিল সাব্যস্ত হবে।

৬| ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ইজমা কিয়াস আছে । আলেম ওলামাদের পরামর্শ করে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা আছে ওলামারা কখনো ভুল বিষয়ে একমত হবে না এমন বিষয় উল্লেখ আছে ।

০২ রা মে, ২০২৪ দুপুর ১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৪

ধুলো মেঘ বলেছেন: নাস্তিক যারা, তাদের ধারণা , মানুষ নাকি কোরআন পড়েই নাস্তিক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব?

০২ রা মে, ২০২৪ বিকাল ৫:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআন বুঝায় অযোগ্যতার কারণে কোরআন পাঠ থেকে নাস্তিক উপকৃত হয় না।

৮| ০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৫৯

পুরানমানব বলেছেন: ধুলো মেঘ বলেছেন: নাস্তিক যারা, তাদের ধারণা , মানুষ নাকি কোরআন পড়েই নাস্তিক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব?
ভুল, বাংলাদেশের নাস্তিক নেই, আছে গাঞ্জাখোরের দল, ইহারা সারাদিন গাঞ্জা খাওয়া ইসলাম বিদ্বেষির দল।

০২ রা মে, ২০২৪ বিকাল ৫:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওরা হতভাগা ইসলাম বিদ্বেষের মাধ্যমে ওরা নিজের পায়ে নিজে কুড়াল মারে- আফসোস!

৯| ০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: * হাদিসের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব সকল হাদিস লিখিত হয় নাই। সুতরাং পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা হাদিসে পাওয়া যাবে না। সুতরাং কোন বিষয় যদি হাদিসে পাওয়া না যায়, কিন্তু তা’ যদি কোরআন ও ফিকাহতে পাওয়া যায়, তবে তা’ দীন ইসলামের বিধান সাব্যস্ত হবে।কোরআন ও ফিকাহতে পাওয়া যাওয়ার পরেও হাদিসে পাওয়া যায়নি বলে কোন বিধানকে ইসলামের বিধান থেকে ছেঁটেফেলা যাবে না। সাহবায়ে কেরামের সব কাজও লিখিত হয়নি। সুতরাং সাহাবা (রা.) না করার অযুহাত তুলেও কোরআন ও ফিকাহ অনুযায়ী সাব্যস্ত দীন ইসলামের বিধানকে দীন ইসলাম থেকে ছেঁটে ফেলা যাবে না। আর কোন কথা হাদিসে থাকলেও তা’ যদি আলেমদের সর্ববৃহৎ দলের আমলের গরমিল হয় তবে সে হাদিসের আমল করা যাবে না। কারণ আলেমদের সর্ববৃহৎ দলের সঠিকতা কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হলেও যারা হাদিস সংকলন করেছে তাদের সঠিকতা কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যেমন হাদিস সংকলক ইমাম বোখারীকে (র.) কোরআন ও হাদিস সঠিক সাব্যস্ত করেনি, কিন্তু আলেমদের সর্ববৃহৎ দলের সঠিকতা কোরআন ও হাদিস সাব্যস্ত করেছে।

তার অর্থ এই মহাবিশ্বের সৃস্টিকর্তা শেষ কিতাব এবং তার ব্যাখ্যার জন্য দরকারী জিনিসের সংকলন ঠিক মতন করা হয়নাই।

০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআন পূর্ণাঙ্গ। কিন্তু হাদিস এর পূর্ণাঙ্গ ব্যখ্যা নয়। তবে কোরআনের পূর্ণাাঙ্গ ব্যখ্যার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সেক্ষেত্রে তাফসির, ফিকাহ ও আলেমগণের সর্ব বৃহৎ দলের অভিমত রয়েছে।

১০| ০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

নতুন বলেছেন: কোরআন পূর্ণাঙ্গ

বর্তমানে কোরান বই আকারে পাওয়া যায় তার ১ম লাইন কে ঠিক করেছিলো। - সাহাবীরা
প্রথম আয়াত নাজিল হয়েছিলো সুরা আলাকের কিন্তু সেটা কত নং সুরা? - এই ক্রম বানিয়েছে সাহাবীরা..
যারা কাছে কোরান নাজিল হলো তিনি মারা যাবার আগে কোরান সংকলন করে গেলেন না। করলেন তার মৃত্যুর পরে সাহাবারা
সেই সংকলন নিয়েও অনেক অভিযোগ আছে....

মহাবিশ্বের সৃস্টিকর্তা একজন মানুষের কাছে তার বানী পাঠিয়েছিলেন। তার বর্তমানে যেই কপি পাওয়ায়। সেটা রাসুল সা: এর তত্বাবধানে সংকলিত হয় নাই।

০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: যেভাবে সংকলিত হোক না কেন- কোরআনে এর অনুসারীদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে।

১১| ০২ রা মে, ২০২৪ রাত ১১:৩৯

অহরহ বলেছেন: লেখক বলেছেন: ইমাম বোখারী (র) কোরআন ও হাদিস দ্বারা সহিহ সাব্যস্ত নন। সুতরাং তাঁর সব কথা সহিহ হিসাবে গৃহিত হবে না।

জাগতিক ভাইয়া, আমাদের মাথা এত মোটা কেন??

আপনি তো : ১ সহিহ বোখারী ৮২ নং হাদিসের (কিতাবুল ইলম) এবং ২ সহিহ আল বোখারী, ৩৪২৩ নং হাদিসের (আম্বিয়া কিরাম অধ্যায়) দিয়ে ...... দেখিয়ে প্রমান করতে চাইলেন ইসলাম ধর্মে শিশু বিয়ে রহিত করা যায়(যদিও আপনার বক্ত্যব্য গোজামিলে ভরা)

আবার আমার ২য় মন্তব্যের জবাবে বলছেন : ইমাম বোখারী (র) কোরআন ও হাদিস দ্বারা সহিহ সাব্যস্ত নন। সুতরাং তাঁর সব কথা সহিহ হিসাবে গৃহিত হবে না।

ভাইয়া, বেশি চালাকি করে ইসলামকে রক্ষা কারা যায় না, এটা বুঝেন????



০৩ রা মে, ২০২৪ রাত ১২:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইমাম বোখারীর (র) কোন কোন কথা গৃহিত নয়। তবে তাঁর কোন কথাই গৃহিত নয় ঘটনা এমন নয়।

১২| ০৩ রা মে, ২০২৪ রাত ১:৩৬

অহরহ বলেছেন: লেখক বলেছেন: ইমাম বোখারীর (র) কোন কোন কথা গৃহিত নয়। তবে তাঁর কোন কথাই গৃহিত নয় ঘটনা এমন নয়।


ভাইয়া এটাই হচ্ছে মুমিনদের Religion of convenience, যখন যেখানে যা ফিট করা যায়। কী করবেন? উপায় নেই যে.... ঠিক না ভাইয়া!!

০৩ রা মে, ২০২৪ সকাল ১১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: যখন যেখানে যা ফিট করা যায়। তখনন সেখানে তা’ ফিট করতে হবে। এটাই সঠিক কাজ।

১৩| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৫:৩৯

দি এমপেরর বলেছেন: আপনার দীন মানে কি ধর্ম? আমি যতটুকু জানি দিন মানে দিবস, দীন মানে দরিদ্র আর দ্বীন মানে ধর্ম। ধর্মের জন্য দ্বীন শব্দ ব্যবহার হয় বলেই জানি, দীন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.