| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা গৌণ।
ইউনুস ও জামাত-শিবির নির্বাচন না'করে ক্ষমতায় থাকার পক্ষপাতী। গত বছরের জুলাই ক্যু হয়েছিলো বাইডেনের সময়; এখন ক্ষমতায় ট্রাম্প। ট্রাম্প বাইডেনের টিমের কোন কাজই পছন্দ করছে না; সর্বোপরি, সে কোন গরীবদেশ নিয়ে আমেরিকার মাথা ঘামানোর পক্ষে নয়।
বাংলাদেশ, ইয়েমেন, সুদানের সরকারগুলো কি করছে, এসব নিয়ে ট্রাম্প মাথা ঘামাতে চাহে না। ট্রাম্প ইউক্রেন, ভেনজুয়েলা ও ধনী আরবদের সাথে কাজ করতে চায়।
বাইডেনের টিম ট্রাম্পের জন্য প্রস্তুত ছিলো না; ট্রাম্পকে বুঝ দেয়ার জন্য বাংলাদেশে নির্বাচিত সরকার আছে দেখাতে হবে; তারপর যা ঘটে, উহা পরের বিষয়। দুতাবাস চেষ্টা করবে, রেজাল্ট যেন ইউরোপিগ্য়ান ইউনিয়নের কাছে কিছুটা হলেও গ্রহনযোগ্য হয়, বাকীরা জাহান্নামে যাক।
এদিক থেকে ভাবলে, দুতাবাস চাইবে বিএনপি'কে বেশী সীট দিয়ে রেজাল্ট দিতে; কিন্তু পাকিস্তান ও ইউনুস একবারে বসে নেই; তারা চাইবে যে, জামাতও যেন কিছুটা মাংস পায়। যাক, বিএনপি ও জামাতে চোর-ডকাত ও জংগী ব্যতিত কোন মানুষ নেই।
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৬
জেন একাত্তর বলেছেন:
ইউনুস ও জামাতের সুবিধা হচ্ছে পাকিস্তান তাদের পক্ষে স্বয়ং ট্রাম্পের সাথে কথা বলতে পারবে; ট্রাম্পের কাছে জামাতের ভুমিকা লুকাতে বিএনপিকে দলে রাখবে পাকিস্তান।
তবে, ইউরোপীয় ইউিয়ন জামাতকে চেনে।
২|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিএনপি ও জামাতে চোর-ডকাত ও জংগী ব্যতিত কোন মানুষ নেই।
..................................................................................................
ভালো রাজনীতিবিদ গড়তে হবে
তাই বলে অনেক ভালো ও সহজ সরল মানুষ আছে
যারা গ্রামে বাস করে ।
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২২
জেন একাত্তর বলেছেন:
গ্রামের আলুর চাষী থেকে তো এমপি বানানো সম্ভব নয়; কিছু করপোরেট দক্ষ লোকজন আছে, তাদেরকে স্বতন্ত্র হিসেবে পাশ করায়ে আনতে পারলে, দেশ কিছুটা নিশ্বাস ফেলতে পারতো।
৩|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৩
নতুন নকিব বলেছেন:
এই নির্বাচন আপনার দুঃখ আরও বাড়াতে পারে। ফ্যাসিবাদের কবর রচনার ভিত্তি হতে পারে এটা।
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৪
জেন একাত্তর বলেছেন:
আমি ও আমার মতো লোকজনের কষ্ট বাড়বে; কারণ, আমরা বিশ্ব দেখার সুযোগ পেয়েছি। আপনি ও আপনার মতো ১০/১২ কোটী আছে যারা মক্কা গিয়ে শয়তানকে ঢিল মেরেই সুখী।
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৯
জেন একাত্তর বলেছেন:
ব্লগার খায়রুল আহসান জিয়া, এরশাদ ও খালাদার সময় ডিপ্লোমেট ছিলেন; ব্লগে সেই অভিজ্ঞতার কথা বলেন না; ১ বার হজ্বে গিয়ে ৭ টি পোষ্ট করেছে সেটা নিয়ে।
মনে আছে ইনু ও মেননও হজ্ব করেছিলো?
৪|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৬
নতুন নকিব বলেছেন:
হজে গিয়ে মিনায় শয়তানকে পাথর মারা হয়। ব্লগের শয়তানকে পাথর মারার উপায় কী?
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০
জেন একাত্তর বলেছেন:
আমি শয়তানে বিশ্বাস করি না; তবে, বাইবেল ও কুরানে শয়তানকে "বুদ্ধিমান" হিসেবে দেখনো হয়েছে; ফলে, ব্লগে যদি শয়তান থাকতো, আপার মতো ব্লগারেরা তাকে সামলাতে পারতেন না।
৫|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমেরিকান ফরেন পলিসি আপনার পোষ্টের মতো নয়, যে দিয়ে মুছে ফেলবো।
ট্রাম্প জানে ইউনুস ডেমোক্রেট ঘেঁষা লোক, নির্বাচনে বাইডেন কে অর্থ দিয়েছে
তাই এখন তাকে পাত্তা দিচ্ছে না।
বাংলাদেশের ইন্দিরা শ্রীমতী শেখ হাসিনার ও আওয়ামীলীগের নির্বাচনে
অংশগ্রহণের ক্ষেত্রে দূতাবাসের মনোভাব কি?
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪
জেন একাত্তর বলেছেন:
দুতাবাস জানে যে, আওয়ামী লীগ ফেরট আসবে ও সামনের বছরগুলোতে দেশ ভয়ংকর অস্হিরতায় ভুগবে; তারা এই ব্যাপারে নিশ্চয় দেশের সেনাবাহিনীর মতামত নিবে।
তবে, সেনাবাহিনী একজন প্রক্তন জিয়া ও এরশাদ গ্রুপের অফিসারদের দখলে ও পাকীরা তাদের কিছুটা কন্ট্রোল রছে।
৬|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: আপনি শুধু শুধু জামায়াত কে লুক ডাউন করে দেখছেন; তারা নির্বাচনে ভালো করবে।
৬০+আসন তারা পাবে। নিম্নবিত্ত মানুষ বিএনপির টাকা খেয়ে জামায়াত কে ভোট দিবে।
তাঁদের ভোট কমেছে, অজনপ্রিয় হয়েছে কিন্তু তারপরে ও নির্বাচনে বিএনপি বিকল্প অপশন জামায়াত ই।
মেজর আখতারের মত দোচনা দলে টানতেছে কারন তারা কৌশল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর।
৭|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@জাপা ইলেকশনে সিট পাবে না ? আমি ভেবেছি আরো বিএনপি সরকারি দল জাপা বিরোধি দল। জামাত ৩য় । ![]()
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭
জেন একাত্তর বলেছেন:
মিলিটারী ও দুতাবাস মিলে রেজাল্ট দিবে; ফলে, জাপার কিছু সীট থাকবে; তবে, পাকিস্তান চাইবে জামাতকে ২য় স্হানে রাখার জন্য। পাকিস্তান জানে আগামীতে আওয়ামী ঠেকানোর জন্য বিএনপি ও জামাতকে এক হতে হবে।
৮|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: আপনার লেতা আজকে নির্বাচনের প্রচারণা করতে যেয়ে দৌড়ানি খাইছে। :p
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৫
জেন একাত্তর বলেছেন:
এই পায়খানা ঢকা ইউনিভার্সিটিতে শিবিরের বীজ বপন করেছিলো।
৯|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০০
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ ইলেকশন ফেয়ার হলে গণঅধিকার পরিষদ সরকার গঠন করবে । ভিপি নুর হবে prime minister . ![]()
১০|
১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪২
ক্লোন রাফা বলেছেন: সবাই দেখি এনছিপির কথা ভুলে গেছে। এত বিশাল একটা দল । সেভেন সিস্টার বাংলাদেশের সাথে যুক্ত করে দিয়ে । বৃহত্তর বাংলা গঠনে ব্যাস্ত। @জনাব কুতুবের মতামত অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়ে ![]()
১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৭
জেন একাত্তর বলেছেন:
মহিষ আবদুল্লাহ "চিকেন নেক" কেটে আনবে; বেগম জিয়া উহা দিয়ে লাউ রান্না করবেন। এনসিপি ভবিষ্যতে অনেক মানুষ হত্যা করবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: ব্রিটিশ সরকারের বৈঠকে অংশ নিতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ।
এটা লবিং ছাড়া পসিবল না ; এখানে টিউলিপের বিষয়ে যে আলোচনা করবে না এমনটা বলা যায় না । লিগের বিষয়ে কথা হবে শিউর । আর তারেক রহমানের সাথেও আনঅফিসিয়াল কথা হতে পারে ।
বাট পাওয়ারে আসতে হলে আমেরিকায় যেতে হবে কি বলেন ?
জামাত ভেবেছিলো শেখ হাসিনার পতনের পর তারা হেভি পপুলার হয়ে গেছে । এক/দেড় বছরে তাদের পপুলারিটি কমে গেছে । ডাকসু জিতে হাওয়ায় ভাসছিলো । কিনতু মাঠের রিয়েলিটি আলাদা । নিজ দলের নেতারা মনে করে ২৫ টার বেশি আসন জামাত পাবে না । এখন কাজ হইতেসে না দেখে মেজর আখতারুজজামান এর মতো মাল দের দলে নিতেসে । মুকতিযোদধা লাগবে তাদের ।