| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায় যাব সেথায় যাবি,
আয় না সঙে, গল্প করব
সঙ্গি হবি? রাখলাম দাবী!
যন্ত্র শহর কালো ধোঁয়া
আর এখানে টিকে না মন,
দূরে যাব হেঁটে হেঁটে
সবুজ বনে হবে ভ্রমণ।
দেখবো চেয়ে বনারণ্যে
প্রজাপতির ওড়াউড়ি,
মনটারে আজ উড়াব দূর
হব বন্ধু রঙ্গিন ঘুড়ি।
লাগবে ভালো, তুই যদি আজ
সঙে আমার-হাঁটিস পথে,
আয় না বন্ধু ওঠে পড়ি
দূরে যেতে - হাওয়ার রথে।
হাওয়ার রথে পা রাখবি কি?
দেশে দেশে করবি ভ্রমণ?
রবের ধরা কী যে সুন্দর
দেখলে মনে সুখ শিহরণ।
==================
©কাজী ফাতেমা ছবি
১৭/১২/২০২৩
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০০
বাজ ৩ বলেছেন: চমৎকার কবিতা।সবুজ বন বনানীতে হারিয়ে যেতে আমারও ভালো লাগে।চলুন হারিয়ে যাই আমরা সবাই,