নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগস্টের ধারাবাহিকতা ৭ই নভেম্বর ১৯৭৫

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:০১


খালেদ মোশাররফের মৃত্যু, চার নেতার হত্যা ও সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতার ইতিহাস

১৯৭৫ সালের ৩ নভেম্বর খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করে খালেদ মোশাররফ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন। উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু হত্যাকারীদের সরিয়ে সেনা শৃঙ্খলা ফিরিয়ে আনা। কিন্তু গ্রেপ্তার না করে তিনি তাদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন— সংঘর্ষ এড়ানোর আশায়। ফলেই হত্যাকারীরা পালানোর সুযোগ পায়।

এর মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা— তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান। মোশতাকপন্থী সেনা সদস্যরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়, যেন আওয়ামী নেতৃত্ব সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়।

৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও লে. কর্নেল হায়দার নিহত হন।
এই হত্যার পরই জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় ফিরে আসেন এবং শুরু হয় সামরিক শাসনের নতুন অধ্যায়।

দেশ তখন ডুবে যায় সেনা ষড়যন্ত্র, হত্যা ও বিশ্বাসঘাতকতার অন্ধকারে।

প্রশ্ন আজও রয়ে গেছে—
এই দেশের সেনাবাহিনীর ওপর আদৌ কি বিশ্বাস করা যায়?

© Deepanwita Roy Martin

#বঙ্গকথা
আমাদের কন্ঠে আপনার কথা।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



পাকিস্তান, বাংলাদেশ, বার্মা ও মিশরের সেবানাহিনী দেশগুলোর অধিবাসীদের নয়।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:২০

ক্লোন রাফা বলেছেন: বুঝতে পারিনা কবে কখন, কেমন করে সবকিছু ৭১-এর মুক্তির স্বাধীনতার পক্ষের পাবো। এই বাংলাদেশ আর কতকাল এই দেশ বিরোধী অপশক্তির সাথে লড়বে ⁉️

২| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:



এবারের আমেরিকান ক্যু'এর উদ্যোক্তা ১ জন সাধারণ নাগরিক, ইউনুস, সাথে আছে পাকিস্তান ও রাজাকারেরা। আমেরিকান দুতাবাস আমাদের মিলিটারীকে ব্যবহার করেছে ইউনুসের ক্রিমিনাল সাথীদের নিয়ে ক্যু করতে।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৭

ক্লোন রাফা বলেছেন: ডক্টর ইউনুস কি আসলেই বাংলাদেশের নাগরিক ⁉️ আমার যথেষ্ট সন্দেহ আছে! ডক্টর ইউনুস বিদেশি বেনিয়াদের মত ।বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অর্জন শুষে নিয়ে তার প্রভূদের কাছে অর্পণ করে ধন‍্য হয়। বাংলাদেশের প্রতিটি উন্নয়নেই বাধা সৃষ্টি করেছে এই দালাল! এতদিন ছিলো শুধু অর্থ পাচারের অভিযোগ । এখন মানুষ হত্যার জন্য দায়ী ।
রাজাকারের দোষর ছিলো ১৯৭১ সালে এই সুপার পাওয়ার । কাজেই তারা তাদের ক্রীতদাসদের ব‍্যবহার করতেই পারে । কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠন হয়েছিল । সেই সেনাবাহিনী বার বার কেনো বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে ⁉️
২৯ মিলিয়ন আনার পেছনে উনার এনজিওদের জড়িত থাকার প্রমাণ আছে । আন্তর্জাতিক আদালতে সব সাবমিট করা হবে।
নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের মত এদের বিচারও হবে বাংলাদেশে ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এক নতুন ইতিহাস এবার চোখে পড়লো। জিয়াউর রহমান ৭ই নভেম্বর মুলত আমেরিকা এবং পাকিস্তান থেকে দেশকে বাচিয়েছিলেন। নতুন ইতিহাস লেখকের নাম -সাদিক খান।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

ক্লোন রাফা বলেছেন: হ‍্যা কোথায় যেনো পড়েছিলাম এই পাতিহাস লেখকের এই অপব‍্যখ‍্যা।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮

কলাবাগান১ বলেছেন: জটিলতায় স্থবির জাইকা ঋণের ৫ মেগাপ্রকল্প: হেডলাইন বাংলাদেশ প্রতিদিন

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯

ক্লোন রাফা বলেছেন: কারন জাইকা অনুভব করতে পেরেছে উনি একজন প্রকৃত বাটপার । পুরো প্রকল্পের অর্থ চলে যেতে পারে জঙ্গি তৈরি প্রকল্পে॥

৫| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২

ধুলো মেঘ বলেছেন: এ দেশের অর্থনৈতিক অর্জন শুষে নিয়েছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতির মেরুদন্ড ব্যাংক ও শেয়ারবাজারে ফ্রি স্টাইল লুটপাট করে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা সরকারের নাম আওয়ায়মী লীগ।

রূপপুর পারমাণবিক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল ও বিআরটির মত অপচয়ের মাধ্যমে লুটপাট তত্ত্বের প্রবক্তা আওয়ামী লীগ।

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বারবার পদদলিত করে ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে কিয়ামত অব্দি ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখা প্রথম সরকার হল আওয়ামী লীগ।

বিরোধী মত দমন, নির্যাতন গুম ও মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেবার মাধ্যমে মুক্ত কন্ঠের আর্তনাদ মুছে দেবার আতঙ্কের নাম হল আওয়ামী লীগ।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫

ক্লোন রাফা বলেছেন: ১৫ মাসে একটা দুর্ণীতির সঠিক প্রমান বা পদক্ষেপ দেখতে পেলাম না ‼️(দুর্নীতি হয়নি এমন দাবি করার কোনো কারণ নেই) বরং দেখলাম আদালতে প্রমানিত কর দুর্নীতির ৬৬৬ কোটি টাকার আত্মসাৎ । এরপর দেখলাম ১৫ বছরে যে দুর্নীতি হয়েছে ।গত ১৫ মাসে রকেটের গতিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছে!
গণতন্ত্র রক্ষার দায় কখনোই একটি দলের হয়না। সব দলের একই দায় আছে । বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একবার মাত্র সঠিক পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়েছ! এবং সেটা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০১ সালে।এরপর সেই দলের সকল নেতাকে হত্যা করে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা । আওয়ামী লীগ বার বার রক্ত দিয়ে আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করেছে । আর ঠিক তার পর পরই আবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ বিরোধী অপশক্তি ।

এখন’তো মুক্তিযুদ্ধ , বঙ্গবন্ধু, ৫২ , ৬৯, ৭১ স্বাধীনতা নিয়ে কোনো কথাই বলা যায়না! ৭৫ থেকে ৮১ পর্যন্ত কোনো কথাই বলা যায়নি । জয় বাংলা, মুক্তিযুদ্ধ ২৬ মার্চ, ৭ই মার্চ, ২১শে ফেব্রুয়ারি ১৬ই ডিসেম্বর উপলক্ষে কিছু বলা যায় নি ।

রাজাকারের বিরোধী দল এখনো চাইনা আমরা । বিএনপি হোলো রাজাকারদের নিরাপত্তা রক্ষায় একটি ক্লাব। এই দলের আদর্শ কী/ মেনিফেস্টো কী ⁉️যে দল সংগ্রাম করে সরকারকে বাধ‍্য করতে পারে না । সেই অপশক্তিকে আমি রাজনৈতিক দল মনে করি না ।

অন‍্য অনেকের সাথে অন্যায় হয়েছে এবং তা সমর্থন করিনি । ভবিষ্যতেও অন্যায় যে করবে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবো ।কিন্তু কখনো কোনো ঔপনিবেশিক অপশক্তির সাথে আপোস করার পক্ষে নই। আর দালালদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ অব্যাহত থাকবে ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগের দুর্ণীতির সঠিক প্রমান আপনার চোখে পড়ে নাই ?

জলবায়ু বিষয়ক তহবিল থেকে ২১০০ কোটি টাকা লুটপাট হয়েছে । খোজ নেন ।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫০

ক্লোন রাফা বলেছেন: সিরিয়াসলি‼️এর চেয়ে বেশি বলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । চিৎকার করে আমরাও বলেছি । জিরো টলারেন্স শুধু মুখে বললেই হবে না । কাজে পরিনত করে দেখাতে হবে । সব দুর্ণীতিবাজ আরো বড় দুর্নীতিবজদের ঘুষ দিয়ে পালিয়ে গেছে ।

এত বড় বড়ো উদ্ধারের গল্প ফাঁদলো । সবাই কে শাস্তির গল্প শোনালো, সেগুলো কোথায় । নাকি দুর্নীতির টাকা আবার দুর্নীতি হয়ে চলে গেলো। বর্তমান জঙ্গি, টোকাই, এনজিওগ্রাম অবৈধ সরকারের চেলা,চামুন্ডা আর দালালদের পকেটে । নাকি এবার হিলারির পরিবর্তে ট্রাম্প-এর ফান্ডে ⁉️

৭| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আসবে। বাংলাদেশ হাসবে।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৬

ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনাকে আসতেই হব। আপা না আসলে এদের বিচার কেউ করবে না । কারন সবাই এক গোয়ালের গরু ।

রাজাকারের, জঙ্গি আর বঙ্গবন্ধু হত্যার বিচার যেমন করেছে । এদেরও বিচার করতে হবে। পলাতক আসামি ফিরে আসলে তার বিচারও করতেই হবে। মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। কাজেই এদের বিচার করার মত সাহস আর কারো নেই ।

৮| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

সৈকত৭১ বলেছেন: ১৫ আগস্ট, ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর এগুলো সব একসূত্রে গাঁথা। সেনাবাহিনীর জেনারেলদের ক্ষমতার দ্বন্দ্বের বলি হয়েছে বাংলাদেশ।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৩

মাথা পাগলা বলেছেন: ইতিহাস বলে, বাংলাদেশের সেনাবাহিনীরা দেশের ভালো থেকে খারাপ কাজই বেশী করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.