| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
শেখ হাসিনার যে সব সাফল্যের কারণে বাংলাদেশ বিরোধী ইউনুস, পঞ্চতান্ডব ও ডার্টি মাস্টারমাইন্ডসরা শেখ হাসিনাকে তাদের অবৈধ ট্রাইবুনালে শাস্তি দিতে চায়ঃ
১. পদ্মা সেতু ও সংশ্লিষ্ট রেলপথ
২. মেট্রোরেল
৩. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৪. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
৫. হাতিরঝিল প্রকল্প
৬. পূর্বাচল ৩০০ ফিট রোড উন্নয়ন
৭. ফ্লাইওভার সেতুর নির্মাণ
৮. যমুনা রেলসেতু
৯. সমুদ্র সীমা মামলায় বিজয়
১০. বঙ্গবন্ধু স্যাটেলাইট
১১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
১২. কর্ণফুলী টানেল
১৩. কক্সবাজার রেললাইন
১৪. কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
১৫. ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে
১৬. পায়রা পাওয়ার প্লান্ট
১৭. রামপাল পাওয়ার প্লান্ট
১৮. মাতারবাড়ি থার্মাল পাওয়ার প্লান্ট
১৯. দেশের সর্বত্র ১১৯টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন
২০. পায়রা সমুদ্রবন্দর
২১. ১০০টি অর্থনৈতিক জোন
২২. ৫৬০টি মডেল মসজিদ
২৩. ১,৬৮১টি মাদ্রাসা ভবনের নির্মাণ
২৪. কওমি মাদ্রাসার স্বীকৃতি
২৫. দেশের সর্বত্র উন্নয়ন মান উন্নীত করা
২৬. রেলপথের মাধ্যমে সব অঞ্চলের সংযোগের উদ্যোগ
২৭. প্রধান শহরগুলোতে ফ্লাইওভার নির্মাণ
২৮. মহাসড়ককে চার, ছয় ও আট লেনে উন্নীত করা
২৯. এশিয়ান হাইওয়ে প্রকল্প
৩০. প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ
৩১. নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প
৩২. শ্রমিকদের বেতন বৃদ্ধি
৩৩. প্রবীণ ভাতা
৩৪. মাতৃত্বকালীন ভাতা
৩৫. বিধবা ভাতা
৩৬. মুক্তিযোদ্ধা ভাতা
৩৭. শিক্ষা ভাতা
৩৮. প্রতিবন্ধী ভাতা
৩৯. স্বামী পরিত্যক্ত নারী ভাতা
৪০. জেলেদের জন্য খাদ্য সহায়তা
৪১. ইমামদের ভাতা
৪২. বৈশাখী ভাতা
৪৩. ডিজিডি কার্ড বিতরণ
৪৪. ভিজিএফ কার্ড বিতরণ
৪৫. ওপেন মার্কেট সেলস (ওএমএস) প্রোগ্রাম
৪৬. সস্তায় চাল বিতরণ
৪৭. বিনামূল্যে স্কুল বই
৪৮. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা
৪৯. দেশের রপ্তানি আয়ের বৃদ্ধি
৫০. মাথাপিছু আয়ের বৃদ্ধি
৫১. বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ
৫২. বিশ্ববিদ্যালয় স্থাপন
৫৩. শেখ হাসিনা বার্ন হাসপাতাল
৫৪. প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্যসেবা
৫৫. মোবাইল ও ইন্টারনেট পরিষেবার সম্প্রসারণ
৫৬. কর্মসংস্থান সৃষ্টি
৫৭. কৃষিতে সাফল্য
৫৮. নারীর ক্ষমতায়ন
৫৯. বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
৬০. মাতৃত্বকালীন ছুটির বৃদ্ধি
৬১. ছিটমহল সমস্যার সমাধান
৬২. দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ
৬৩. এক ঘর এক খামার প্রকল্প
৬৪. সারাদেশে বহু-তলা আদালত ভবন নির্মাণ
৬৫. মেরিন ড্রাইভ নির্মাণ
৬৬. গ্রামীণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি
৬৭. ডিজিটাল পাসপোর্ট
৬৮. কুলাউড়া–শাহবাজপুর ও বড়লেখা নতুন রেললাইন
৬৯. মোবাইল ব্যাংকিং চালু
৭০. ১,৪৫৮টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা
৭১. ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা
৭২. কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষাক্লাস চালু
৭৩. পার্বত্য শান্তি চুক্তি
৭৪. গঙ্গা পানি চুক্তি
৭৫. রোহিঙ্গা পুনর্বাসন
৭৬. যুদ্ধাপরাধীদের বিচার
৭৭. জাতির জনকের আত্মস্বীকৃত অপরাধীদের বিচার
৭৮. মৌলবাদীদের উত্থান প্রতিহতকরণ
এবং এমন আরও শত শত যুগান্তকারী প্রজেক্ট।
এত উন্নয়নে বাংলাদেশ বিরোধীদের কষ্ট লাগবে, তাতে অবাক হওয়ার কিছু নেই, তাই না! আমর আসছি খুব দ্রুত। আমাদের রুখবে সাধ্য কার। আওয়ামীলীগ’কে যখন মানুষ চায় তখন প্রচন্ড শক্তি নিয়ে ফিরে আসে। যদি কেউ রুখতে চায় তাকে ধুলায় মিশিয়ে দেয়। সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ফিরে আসে। কারন আওয়ামিলীগ যে কৃষক, শ্রমিক,ছাত্র, সমর্থক ও নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করে । তাদের ডাকে আওয়ামিলীগ কখনো নির্বিকার থাকে নাই।
সময় হয়েছে ফিরে আসার আধ্যায় শুরু করার। সো নৌকার কান্ডারীরা জাগো । হাল ধরতে হবে , সময় খুব সন্নিকটবর্তি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
ক্লোন রাফা বলেছেন: ছিলো তিন লক্ষ পয়তাল্লিশ কোটি। গত পনেরো মাসে এসে ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ কোট্। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পরিসংখ্যান।
এখন মিলিয়ে নিন দেশ’কে কোথায় নিয়ে গেছে!
২|
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা নেক্সট ৫ বছর পাওয়ারে থাকলে কিভাবে টাকার যোগান হবে তার একটা দারুন আইডিয়া বের করেছিলেন। জনগণকে পেনশন দেওয়ার নামে টাকা লুটপাটের নতুন খাত । সবার আগে খড়গ নেমে এসেছিলো সরকারি চাকুরিদের উপর । ইউনিভারসাল পেনশন চালু হলে মোমেন বলেছিলেন টাকা রাখারা জায়গা হবে না । জায়গা না হলে নিজের বাড়িতে নিয়ে যাবেন এই কথা তো পাবলিকলি বলা যায় না ।
।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৮
ক্লোন রাফা বলেছেন: আপনার কাছেও নাকি কিছু গচ্ছিত রাখার কথা ছিলো ![]()
৩|
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০
সৈয়দ কুতুব বলেছেন: আজকে তালেবানি শাসনের কথা বলছেন আপনারা । ২২ সালে আমি দেখেছি বাংলাদেশের মাটিতে সনাতনি মেয়ে বোরখা পড়ে ইশকুল/কোচিং করতে । মেয়েটির মাও এতে খুশি কারণ উনার মেয়েটি খুব সুনদরি ছিলো। কোনো সিকিউরিটি ছিলো না রোড-ঘাটে । জায়গায় জায়গায় চায়ের দোকান আর আডডা । তখনও কিনতু শেখ হাসিনার শাসন ছিলো।
শেখ হাসিনা সেকুলারিজমের নামে ভনডামি করেছেন ।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৪
ক্লোন রাফা বলেছেন: বুঝতে পারলাম না ‼️কোনো এলাকায় যদি নিরাপত্তাজনিত কারনে মেয়েরা নিরাপদ না হয়। সেটার সাথে সেকুলারিজমের সম্পর্ক কি? বাংলাদেশের মানুষের এই সমস্যা আদিকাল থেকে। ভিকটিমদেরকে আসামি করার প্রবনতা। ধর্ষিতা হোলেই ড্রেস অথবা বাইরে কেনো বেরিয়েছে দিনে অথবা রাতে। কিংবা ঐ রাস্তায় গেলো কেনো!
৪|
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমি এদেশে বৃটিশ শাসন চাই। কারন বৃটিশরা না এলে উপমহাদেশ উন্নয়নের মুখ দেখতে না।
১। রেল সিস্টেম
২। আধুনিক শিক্ষা ব্যবস্থা
৩। আধুনিক আইন-কানুন ও বিচার ব্যবস্থা
৪। বিদ্যুৎ
৫। হার্ডিঞ্জ ব্রিজ
৬। স্টিমার
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৩
ক্লোন রাফা বলেছেন: বৃটিশ নয় ! তালেবানি শাসন দেখার জন্য প্রস্তুত হন।
৫|
২৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
এইচ এন নার্গিস বলেছেন: উপযুক্ত উপাস্থপনা ।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ॥
৬|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ গ্রেট। জাস্ট গ্রেট।
৭|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪২
একজন নিষ্ঠাবান বলেছেন: মানুষ তো না তাই বলতে বাধ্য হচ্ছি ও আম্লিগ ভায়া, কত বিলিয়ন বিদেশে পাচার করেছে হাসিনা গং-রা তার একটা লিস্ট দেন দেখি। আপনি এপর্যন্ত কত কামিয়েছেন সেটাও বলবেন। ফকিন্নির পূতেরা ভাত পাইতোনা তারাও কোটি টাকার মালিক।
০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩০
ক্লোন রাফা বলেছেন: খালেদা জিয়া ক্ষমতা থেকে যাওয়ার সময় ,১ বিলিয়ন রিজার্ভ রেখে গিয়েছিলেন। সেটা করোনার পুর্বে ৫০ বিলিয়ন ছুঁই ছুঁই করছিলো। ৪৮ বিলিয়নে এনে দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ।
আমি হইলাম সেই আওয়ামী লীগ, যার দাদা আওয়ামী লীগ,বাবা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগই। এখন হিসেব করে বের করুন কত কামিয়েছি।
৮|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরাট মাপের অপরাধী।
এই কারণেই ফাসি
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭
ক্লোন রাফা বলেছেন: একেবারে সত্যি কথা। এই কারনেই শেখ হাসিনার পক্ষের আইনজ্ঞ হেসে কস্ট পায়‼️
৯|
৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: তালেবানি শাসন দরকার, উন্নয়ন এ দেশের মানুষ এর জন্য নয়।
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২
ক্লোন রাফা বলেছেন: ইউনুস গং ও টোকাই জঙ্গিরা আপ্রাণ চেষ্টা করতেছে। সেই কারনেই তাদের সরকারি পৃষ্ঠপোষকতায় ট্রনিং দরকার । অস্ত্র নাকি তাদের কাছে আছে। তারা নাকি সসস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলো! কাজেই এখনও সম্ভাবনা আছে।
ধন্যবাদ॥
১০|
০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ঋন করে ঘি খাওয়ার মানসিকতা আর দেখায়েন না। ভারতের নির্দেশনায় দেশের বারোটা বাজাইছেন। আবার দালালীও করছেন। হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন রিজার্ভ ছিলো ৪৩ বিলিয়ন ডলার হাসিনা যখন গেলো তখন রিজার্ভ ১১ বিলিয়ন ডলা্র। উন্নয়নের নামে লুটপাট করার বিশাল এক ফন্দি ফিকির করেছিলেন। ভারতের নির্দেশে ব্যপক দেনা গ্রস্থ করার ষড়যন্ত্রে মেতেছিলেন। উন্নয়নের নামে লুটপাট। দেনার টাকা শোধ করতে না পারলে আমাদের দেশ ভারতের প্রদেশে পরিনত হবে। আর ১০ বৎসর সময় পেলে আপনারা ঠিক সেই ঘটনাটি ঘটিয়ে ফেলতে পারতেন। শুধু পারেননি গণ অভ্ভুত্থানের কারনে।
আপনাকে একটি উদাহরন দিই। আপনারা গড়লেন কর্ণফুলি টানেল। কোটি কোটি ডলার ঋন করলেন। নির্মান করলেন। পাইলেন একটি প্রকল্প লুটপাট করলেন। কিন্তু অদ্ভুদ ব্যাপারটা কি শুনব্নে? টানেলটিতে প্রতি দিন ৩৭ লক্ষ টাকা খরচ। কিন্তু টানেলটিতে প্রতি দিন ১০ লক্ষ টাকা আয় হয়। আমাদের সরকার টানেল টি বাচাতে প্রতিদিন ২৭ লক্ষ টাকা ভর্তুকি দেয়। এই হাস্যকর উন্নয়নের পিছনে কি কারন আছে ভাই বরবেন আমাকে?
০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫
ক্লোন রাফা বলেছেন: Bangladesh's foreign exchange reserves in 2006 were approximately $3.877 billion. To break it down further, here are some key figures:
- *Foreign Exchange Reserves (2006)*: $3.4838 billion (July 1) and $3.8772 billion (year-end)
- *Exchange Rate (2006)*: 1 USD = 68.2 BDT (year average) and 1 USD = 67.1 BDT (end of fiscal year)
These reserves are held by the country's central bank to stabilize the economy and currency. ¹
রাজাকারের আওলাদরা যে কত মিথ্যুক এটাই তার প্রমান।
১১|
০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ১৯৯৯ সালে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি ১৯৯৬ সালের ১২ জুনের সাধারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ১৯৯৯ সালে তার সরকারই ক্ষমতায় ছিল তিনি রিজার্ভ কত রেখে গিয়েছিলো? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের শেষ দিকে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন এক বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে। এরপর বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেয়, তখন রিজার্ভে ছিল ১ বিলিয়ন ডলারের সামান্য বেশি।
সে সময় আকুর বিল বাবদ ২০ কোটি ডলার পরিশোধের কথা ছিল। কিন্তু তাতে রিজার্ভ ১ বিলিয়ন ডলারের নিচে নেমে আসত। আর রিজার্ভ বিলিয়ন ডলারের নিচে নেমে এলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, বিশ্বব্যাংক-আইএমএফসহ দাতাদের সহায়তা পাওয়া যাবে না- এই বিবেচনায় আকুর দেনা পুরোটা শোধ না করে অর্ধেক দেওয়া হয় তখন।
২০০৫-০৬ অর্থবছর শেষে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার অত্রিক্রম করে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলো।
বিএনপি সরকার যদি একেবারে অযোগ্য হতো তাহলে ৪ বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধি পেলো কি করে? ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে।
২০০৯-১০ অর্থবছরে ১০ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১২-১৩ অর্থবছরে ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। ২০১৪ সালের ১০ এপ্রিল রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ‘ঘর’ অতিক্রম করে। পরের বছর ২০১৫ সালের ২৫ জানুয়ারি রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১৬ সালের জুনে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বেড়েই চলেছে অর্থনীতির এই সূচক। দেশের অর্থনৈতিক অবস্থা সামগ্রিক দিক দিয়ে উন্নত হচ্ছিল। রিজার্ভ বাড়ার কৃতিত্বকে আওয়ামীলীগের কৃতিত্ব বলবেন না। আওয়ামীলীগ উন্নয়নের নামে চুরি করেছে সব সময়। করেছে লুটপাট। আর করেছে ভারতের দালালী।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮
ক্লোন রাফা বলেছেন: In August 2024, Bangladesh's foreign exchange reserves stood at approximately $20.59 billion according to the IMF's BPM-6 method, while the gross foreign exchange reserves were around $25.82 billion. This represents a slight increase from July 2024, thanks to rising remittance flows. The country received $2.22 billion in remittances in August, marking a 39.6% year-on-year increase.¹
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪২
ক্লোন রাফা বলেছেন: একই হোচ্ছে বিএনপির রেখে যাওয়া রিজার্ভ-In 2006, Bangladesh's foreign exchange reserves were approximately $3.877 billion, according to multiple sources, including the World Bank and Bangladesh Bank. This reserve includes holdings of monetary gold, special drawing rights, and foreign exchange under the control of monetary authorities. To break it down further:
- *Total Reserves*: $3,877,164,000
- *Months of Import*: Not directly available for 2006, but the reserves were sufficient to cover a significant portion of imports
- *Economic Indicators*: The year 2006 saw notable economic activities, including a GDP growth rate of 6.7% and foreign direct investment of $456.5 million
These reserves play a crucial role in stabilizing the country's economy and managing imports. If you need more information or clarification on any economic indicators, feel free to ask.¹ ² ³
১২|
০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ১৯৯৪-৯৫ অর্থবছর শেষে বাংলাদেশের রিজার্ভ ছিলো ৩ বিলিয়ন ডলার। হাসিনা সরকার ক্ষমতায় আসবার পর ১৯৯৫-৯৬ অর্থবছর শেষে তা কমে ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে নেমে আসে। ১৯৯৬-৯৭ অর্থবছরে তা আরও কমে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে নেমে আসে। এরপর ১৯৯৭-৯৮ থেকে ১৯৯৯-২০০০ অর্থবছর পর্যন্ত রিজার্ভ দেড় থেকে দুই বিলিয়ন ডলারের মধ্যে উঠানামা করে। ২০০০-০১ অর্থবছরে রিজার্ভ কমে ১ বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে। ওই অর্থবছর শেষে রিজার্ভ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থাকলেও অর্থবছরের মাঝামাঝি সময়ে তা ১ দশমিক ১ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। তখনই আকুর বিল পুরোটা পরিশোধ না করে অর্ধেক করা হয়েছিল।
হাসিনার পচে যাও্য়া অর্থনৈতিক সিস্টেম রিজার্ভ কে ধ্বংশ করে। পরবর্তীতে ক্ষমতায় আসে বিএনপি সরকার। ২০০৫-০৬ অর্থবছর শেষে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার অত্রিক্রম করে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলো। বিএনপির ও অনেক কৃতিত্ব আছে। বিএনপি আপনাদের মতো দেশকে বেচে খাইনি।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশ ব্যাংকের স্টাটিক্স দিলাম তারপরেও ছাগলের বাচ্চার মত ত্যানা পেচিয়ে যাচ্ছে। ওয়ার্ড ব্যাংক আই এম এফ আওয়ামিলীগের দালাল নয় নিশ্চই। ওদের ওয়েব সাইডে গিয়ে দেখে আসেন। জিডিপি , রিজার্ভ কোন আমলে কত ছিলো।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব আছে।
কাজেই ২০২৫ এসে মানুষ আর আজগুবি কথা বিশ্বাস করেনা।
০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৪
ক্লোন রাফা বলেছেন: হাসিনা কি ২০৯৫ সালে ক্ষমতায় এসেছিলো⁉️
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অল্প দুঃখে কাশি
আর অধিক দুঃখে হাসি
উকিল সাহেবের দশাও এই রকম।
আজান দেওয়া শিখতে মাদ্রাসায় পড়তে হবে?
আজান কি এমন কঠিন কর্ম?
ঢিলা কুলুপ তৈরী করার জন্য শিশুদের মাদ্রাসায় পাঠানো কোন সঠিক কর্ম নয়।
১৪|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৩
মাথা পাগলা বলেছেন: রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ঋন করে ঘি খাওয়ার মানসিকতা আর দেখায়েন না। ভারতের নির্দেশনায় দেশের বারোটা বাজাইছেন। আবার দালালীও করছেন। হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন রিজার্ভ ছিলো ৪৩ বিলিয়ন ডলার হাসিনা যখন গেলো তখন রিজার্ভ ১১ বিলিয়ন ডলা্র।
এইসব বাল-ছাল পরিসংখ্যান নিশ্চয়ই পিনাকী-ইলিয়াসের কাছে পান। ক্লাস ৫ এর বাচ্চার কাছেও ধরা খাবেন। হাসিনা ছিলো বলেই দেশ পাকিস্তান, আফগানিস্তান, সুদান হয় নাই যেটা ২~৩ বছরের মধ্যে হবে। আর সুশীল বাবুরা বলবে সব দোষ হাসিনার। সোনাগাজী হুদাই এতো চেতে না।
ভারতের দালালি করে কিন্তু GDP per capita ভারতের থেকে বাংলাদেশের বেশী। বেসিক কমন সেন্সটুকু এদের নাই। এদের ধারনা হাসিনা না থাকলে দেশের মানুষের ২০০~৩০০% বেশী টাকা থাকতো।
ভারতের সাথে হাসিনার করে যাওয়া একটা চুক্তিও বাতিল করতে পারে নাই। চুক্তি বাতিলের কথা বললে বলবে এগুলা এতো সহজে বাতিল করা যায় না। গঙ্গার পানি চুক্তি মনে হয় আর ৬ মাস বাকি আছে। পিলখানার প্রতিশোধ হিসাবে অনন্ত এই চুক্তিটা বাতিল করে দেখাক। দেইখেন আবার পিলখানার অ্যালিগেশনের প্রতিবাদে ভারতই না আবার চুক্তি বাতিল করে দেয়।
১৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
এস.এম.সাগর বলেছেন: ভাবখানা এমন যেন, ঘরে দুপরে রান্না করার জন্য চাউলের খবর নেই কিন্তু আমি হাগু করি হাইকমোডওয়ালা এসি বাথরুমে! হা হা। এত এত উন্নয়নের দোচনে জণগন ধাওয়া দিয়ে তারই আপন দেশে ভারতে পাঠিয়ে দিয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭
ক্লোন রাফা বলেছেন: জনগণ বিভ্রান্ত এবং প্রতারিত। এটা হোচ্ছে রাজাকার, জঙ্গিদের প্রতিশোধ। আর ঔপনিবেশিক অপশক্তির ম্যাটিকুলাস ডিজাইন।
খুব দ্রুতই আবার গুহায় ডুকবে । এবং আপনাদের রং বদলাবে। ঠিক গিরগিটির মত। তবে এরপর আর আবর্জনা পরিষ্কার করতে ভুল হবে না। বাচ্চা ভয়ঙ্কর আর কাচ্চা ভয়ংকর কারো প্রতি কোনো অন্যায় করা হবেনা। একেবারে কড়ায় গন্ডায় পাওনা পরিশোধ করা হবে ইংশাআল্লাহ্
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ২৩ এবং ২৪ নং উনার অবদান ?
তাহলে রাজিব নুর মিয়া এতো মাদরাসা কে ডিজলাইক করে কেন ?
ঋণ খেলাপি কতো bank এ ?