নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৫



১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা যে নৃশংসতা চালিয়েছিল তা অত্যন্ত ভয়াবহ। এ সময়ে প্রায় ৩০ লাখ মানুষ নিহত হয়, ২০০,০০০ থেকে ৪০০,০০০ নারী ধর্ষিত হয়, এবং ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় ¹

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল এই নৃশংসতার একটি অংশ। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভবিষ্যতকে ধ্বংস করা।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন:

- *শিক্ষাবিদ:*
- গোবিন্দ চন্দ্র দেব (দর্শন)
- মুনীর চৌধুরী (বাংলা সাহিত্য)
- মুফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)
- আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)
- জ্যোতিময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)
- *সাংবাদিক:*
- শহীদুল্লাহ কায়সার
- নজমুল হক
- সেলিনা পারভীন
- *চিকিৎসক:*
- মোহাম্মদ ফজলে রাব্বী (কার্ডিওলজিস্ট)
- এ এফ এম আলিম চৌধুরী (অফথালমোলজিস্ট)
- *বুদ্ধিজীবী:*
- আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)
- ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
- রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক)

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী আল-বদর বাহিনী। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তারা ঢাকায় বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় এবং হত্যা করে। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত ।

এই ২০২৫ সালে এসে আবারও টার্গেট করা হোচ্ছে মুক্তিযোদ্ধা। এবং স্বাধীনতার স্বপক্ষে থাকা প্রতিটি নাগরিকের উপর।

যাদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন। তাদের প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করে স্ব- শ্রদ্ধচিত্তে স্মরণ করছি।

জয় বাংলার সকলের প্রতি আহ্বান আসুন আমরা আমাদের বীরদের সন্মানে আমাদের দেশের প্রতি দায়িত্ব পালনে একতাবদ্ধ হই।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: আনোয়ার পাশার জন্য বিনম্র শ্রদ্ধা !

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৯

ক্লোন রাফা বলেছেন: শুধু আনোয়ার পাশার জন্যই কেন ⁉️

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩

কিরকুট বলেছেন: বিনম্র শ্রদ্ধ্যা ।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০০

ক্লোন রাফা বলেছেন: শ্রদ্ধা/ জ ফালা হবেনা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

আলামিন১০৪ বলেছেন: এদের কে হ্ত্যা করল? মোটিভ কী? প্রামণ্য দলিলপত্র কী আছে?

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৯

ক্লোন রাফা বলেছেন: এদের সবাই কে জিজ্ঞেস করুন। এমনকি আপনার বাপ দাদার ভুমিকা সম্পর্কেও জানতে পারবেন ‼️
আল-বদরের প্রধান ছিলেন মৌলানা মতিুর রহমান নিজামী, যিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিলেন। আল-বদর ছিল একটি প্যারামিলিটারি বাহিনী যা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সঙ্ঘের সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল ¹ ² ³।

আল-বদরের অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসেন সাঈদী, এবং মৌলানা আবদুল মান্নান।

এই বাহিনীটি ১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল ⁴।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১১

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: এদের সবাই কে জিজ্ঞেস করুন। এমনকি আপনার বাপ দাদার ভুমিকা সম্পর্কেও জানতে পারবেন ‼️

আপনারা ১৫ বছর টানা ক্ষমতায় থেকে বাল ছিড়ছেন? প্রমাণ যোগাড় করতে পারেন নাই? জিজ্ঞাস করতে পারেন নাই? আপনের বাপ মুজিব স্বাধীনতার পর কী ছিড়ছে? তখন প্রমাণ সংগ্রহ করতে পারে নাই কেন? দেখুন

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৭

ক্লোন রাফা বলেছেন: রাজাকারের আওলাদরা পৃথিবীর সব ইতিহাস জানে । শুধু জানেনা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা। পাকিস্তান খান সেনাদের কুকির্তি । জানেনা আলবদর, আলশামস আর শান্তি কমিটির কথা‼️কারন তারা শিশু অথবা জন্ম নেয়নি। তাদের মা, বাবার বিয়ে হয়েছিলো কিনা সেটা কি জানে‼️কারন তাদের তখন জন্ম হয়নি.. X((

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৩

মাথা পাগলা বলেছেন: বাংলাদেশে যারা এখনো ৭১-কে সমর্থন করে না তাদের প্রত্যেকের বাপ-দাদা খুন-ধর্ষণের সাথে জড়িত ছিলো। বংশ পরম্পরায় তাদের মধ্যে সেইম অপরাধপ্রবণতার ধারা চলিতেছে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০০

ক্লোন রাফা বলেছেন: তারা পৃথিবীর সব ইতিহাস জানে। শুধু বাংলাদেশের জন্মের ইতিহাস বলতে এসে শিশু হয়ে যায়। অথবা লজ্জা পায় ‼️

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৮

আলামিন১০৪ বলেছেন: প্রামাণ্য তথ্যবহুল লিখা পড়েন

১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৭

ক্লোন রাফা বলেছেন: আমার পড়ে হবেনা Click This Link

১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৯

ক্লোন রাফা বলেছেন: তোমার গো.আ. আব্বার নিজের মুখেই শুনে নাও।⬇️

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: মাথা পাগলা বলেছেন: বাংলাদেশে যারা এখনো ৭১-কে সমর্থন করে না তাদের প্রত্যেকের বাপ-দাদা খুন-ধর্ষণের সাথে জড়িত ছিলো। বংশ পরম্পরায় তাদের মধ্যে সেইম অপরাধপ্রবণতার ধারা চলিতেছে।

সহমত।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩

আলামিন১০৪ বলেছেন: যখন মুনীরের স্ত্রী লিলি মুজিবের কাছে গিয়েছিলেন মুজিব, মুনীর চৌধুরীকে দালাল আখ্যা দিয়েছিলেন সেটা জানেন তো? দালাল বুদ্ধিজীবিদের একটা তালিকা করা ছিল যারা পাকিস্তান সরকারের বেতন খেত এবং লিখিত সমর্থন দিয়েছিল এরকম অনেকে এখেন শহীদ বুদ্ধিজীবির কাতারে..ইতিহাস পড়েন, অন্ধ হলে নিজের আসল বাপ চিনতে ভুল করার সম্ভাবনা..

অন্ধকে দেখানো যায় না..

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: আমার পড়ে হবেনা Click This Lin
সূর্য মিয়া কি কোন বুদ্ধিজীবি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.