নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতারপক্ষের লোকজন জাতির সার্বিক অবস্হা বুঝার সুযোগ পাচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭



১৯৭১ সালে, জাতির শতকরা ১৭ জন নাম সই করতে পারতেন; কিন্তু ততকালীন জাতীয়তাবাদী আন্দোলন মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে সাহায্য করেছিলো। আজকে, শতকরা ৭৯ জন নাম সই করতে পারলেও, এদের বড় অংশ বর্তমান বিশ্ব ও নিজ জাতির সার্বিক অবস্হা বুঝার মতো জ্ঞানী নন।

২০০০সালের দিকে সোস্যাল মিডিয়ায় খুবই সামান্য পরিমাণ বাংগালী লিখতেন; এরা পিসি ব্যবহার করতে পারতেন; এদের সার্বিক দক্ষতা দেশের বাকি ৯৫ ভাগের চেয়ে বেশী ছিলো। আজকে সবার হাতে পিসি ( সেলফোন ) আছে, কিন্তু এদের লেখার ক্ষমতা নেই; কারণ, এদের পড়ালেখার মান নেই।

সামুতে পোষ্ট পড়ে বুঝের উপায় নেই কোনটা পিএইচডি, কোনটা মক্তবের গার্বেজ, কোনটা বুয়েটের ছাত্র, কোনটা ডাক্তার। স্বাধীনতার পক্ষের লোকেরাও পেছনে পড়ে গেছেন। এরা এবার ক্যু'কে বুঝতে অনেক সময় লেগেছে। যাক, এরা ১৫ মাসে দেশের অবস্হা, জাতির অবস্হা কিছুটা অনুধাবন করতে পারছেন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার দৃষ্টিতে " স্বাধীনতারপক্ষের লোকজন " কারা ? যারা আওয়ামীলীগ করে অথবা তাদেরকে অন্ধভাবে সমর্থন করে শুধুই তারা ?

১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

জেনারেশন একাত্তর বলেছেন:



এখন মোটামুটি ওরাই।

১৯৭১ সালে শেখের উপর আস্হা ছিলো ৬৫ থেকে ৭০ ভাগ মানুষের; কিন্তু যুদ্ধ লেগে যাবার পর, প্রায় ৮০ ভাগ মানুষ স্বাধীনতার পক্ষে ছিলো। জিয়া শেখকে হত্যা করার পর, স্বাধীনতা অসার হয়ে পড়ে, তখন থেকে স্বাধীনতার পক্ষের লোকজন কমে যাচ্ছিলো; এখন ৪৫ ভাগের বেশী মানুষ মনে করে যে, পাকিস্তান থেকে বের হওয়া ভুল ছিলো। কিন্তু "অন্ধ সাপোর্টারেরা" এখনো স্বাধীনতার পক্ষ।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:




পোষ্টের শুরুতেই একটু টাইপো আছে।
১০৭১ না, ১৯৭১ হবে।

কারেকশন করে নিবে প্লীজ।
ভালো থাকবে খেলাঘর।


১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:




ধন্যবাদ।
ব্লগে আসবেন মাঝে মাঝে, না'হয় দেশীদের বানর মগজ বিদেশে খুঁজেও পাবেন না।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনি কখনো এ দেশকে ধারন করেনি, করেছেন ইন্দিরা গান্ধী আর শেখ মুজিব কে,

আর রিটায়ারমেন্ট পর আমেরিকান ডলারে....

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



থাই মেয়েরা আমােরিকায় ফাষ্টফুডে কাজ করে ও ভালোবাসা বিক্রয় করে; আমি ওদের পৃষ্ঠপোশক নই; আফলে, আপনার মতো দেশ প্রেমিক হতে পারিনি।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: আপনি কি কমেন্ট ব্যনে আছেন।একটু সাবধান হলে এটা এড়ানো সম্ভব।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:




আমাকে ওরা চিনে, এটা ওদের ব্যবসা, ওদের নিয়মে চলে।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৩

এ পথের পথিক বলেছেন:
দিল্লীর দাসী খুনি হাসুর পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনে সবাইকে ভার্চুয়ালি মিষ্টি বিতরন করলাম ।
বুকে পাথার চাপা দিয়ে খেয়ে নেন ভাই

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



নিজামী, মুজাহিদ, মীর কাশেম আলী ও খাদের মোল্লাকে মিষ্টি দিতে ভুলিয়েন না।

১টা শিবির জাতির "নতুন পিতা" হয়েছে, উহাকেও মিষ্টি দেন।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

এ পথের পথিক বলেছেন: দাদু আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি, হেশ আপনি বড়ই নিকষ মানুষ ।

দুঃখ লিয়েন না, গেন্দা ফুলের শুভেচ্ছা লেন ।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



জাতির নামে নামে মিষ্টি আমি খেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে; এখন আপনারা খান ও নিজামী-মুজাহিদের পরিবারের জন্য পাঠান।

৭| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮

নতুন নকিব বলেছেন:



শেষ পোস্টটা সরালেন কেন? ধরা খাওয়ার ভয়ে? স্কিন শট কিন্তু রেখে দিয়েছি। দেখতে চাইলে বলেন, ঐ স্কিন শটটা নিয়েই নতুন পোস্ট দিয়ে দিব।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



এই পোষ্টে নতুন মন্তব্য আসাাতে উহাকে সরায়েছি, আবার দেবো।

আমার মতো পোষ্ট আপনি দিতে পারবেন না, কেহই দিতে পারবে না।

৮| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

জাতির নামে নামে মিষ্টি আমি খেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে; এখন আপনারা খান ও নিজামী-মুজাহিদের পরিবারের জন্য পাঠান।
২০২৫ সালে এসে মিষ্টি খাওয়ায় এই প্রতিযোগিতায় ফলাফল কি? আপনি ৭১ এ মিষ্টি খেয়েছেন; জামাত-শিবির ৭৫ এ খেয়েছে। দীর্ঘ বিরতির পর আবার ২০১২ তে মিষ্টি খেয়েছেন; এক যুগ পর জামাত-শিবির ২০২৪ মিষ্টি খেয়েছে। খেলা ২-২ ড্র.....

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



খেলা ড্র হয়নি, আমারা পরাজিত হয়েছি; আমাদের স্বাধীনতাটা রাজাকাদের পায়ের তলায় চলে গেছে।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

বিষন্ন পথিক বলেছেন: স্বাধীনতার পক্ষের লোকজন আর বুঝে কি করবে, কবে কবে একটা দুইটা জেনারেশন রাজাকার হয়ে বেড়ে উঠেছে, অটোপাশ জেনারেশন রাজাকার হবে এটাই স্বাভাবিক ছিল

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:




শেখ ও শেখ হাসিনা ২ জনের কারণ এই জাতি শিক্ষা থেকে বন্চিত হয়েছে; ২ জনই ছিলো বড় কলমী।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: খেলা এখনও শেষ হয়নি।
জামাত শিবিরকে মাঠ ছেড়ে দেওয়া সঠিক কাজ হবে না।
মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা বেশি দিন চুপ করে থাকবে না।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



পংগু রাজাকারের বাচ্ছা ওদের বাবাদের মতো আরেকটা ১৬ই ডিসেম্বর দেখবে।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫২

কিরকুট বলেছেন: গিদরের দেশে বাস করি আমরা।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



মীর কাশেম আলী এই দেশ বাস করতো একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.