| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পারলে উত্তর দিন" সিরিজের আজ দশম পোস্ট । তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট । নিয়মানুসারে আগের পোস্টের উত্তর দিব । আগের পোস্টের সঠিক উত্তর হচ্ছে 24 টি ত্রিভূজ ॥ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ সঠিক উত্তর দিতে পারে নি
। আপনাদের সুবিধার্তে একটা ফটো দিলাম । এতে ত্রিভুজ গুলো লাল রংয়ে চিহ্নিত আছে । ত্রিভুজ গুনতে সুবিধা হবে :-) ।
আজকের প্রশ্ন : এক রাজা এক মিস্ত্রিকে আদেশ দিলেন যে এমন একটি ঘর তৈরি করতে হবে যার চার দেয়ালই দক্ষিন দিকে মুখ করে থাকবে । না হলে তার গর্দান যাবে । এখন আপনার কাজ হচ্ছে মিস্ত্রিকে সাহায্য করা । কিভাবে মিস্ত্রি তার প্রান বাঁচাবে ? না পারলে উত্তর পরের পোস্টে!
২|
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
নতুন বলেছেন: ঊত্তর মেরুতে ঘর বানাতে হবে।
৩|
২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
আরজু পনি বলেছেন: ![]()
৪|
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২
বিকেলের চাঁদ বলেছেন: অভিনন্দন @"নতুন" আপনি মিস্ত্রিকে বাঁচাতে পেরেছেন
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
ইশাতের দুনিয়া বলেছেন: এতো কঠিন প্রশ্ন না দিলেও পারতেন।