| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পোস্টটা মনে হয় আপনাদের পছন্দ হয় নি । দেখলাম আগের গুলোর চেয়ে অনেক কম বার দেখা হয়েছে । এবং সঠিক উত্তরও আসেনি
। সঠিক উত্তর একটি চিত্রের মাধ্যমে দেয়া হলো । চারটি ভাগ আলাদা আলাদা রংয়ে বিভক্ত করা আছে ।
আজকের প্রশ্ন : মনে আছে আপনারা পর্ব দশে এক মিস্ত্রিকে বাঁচিয়েছিলেন । আজকে এক মহিলাকে এক খারাপ রাজার রাজ্য থেকে বের করতে হবে । তো গল্প শুরু করি
: এক রাজা তার রাজ্য থেকে কোন লোককে বাইরে বের হতে দিত না । বাইরে বের হবার জন্য শুধুমাত্র একটা ব্রীজ ছিল । সেখানে একটা একজন বন্দুকধারী ছিল । সে কাউকে সেখান থেকে বের হতে দিত না । আবার বাইরে থেকে কাউকে রাজ্যে ঢুকতে দিত না । বন্দুকধারী সবসময় ব্রীজের উপরে থাকতেন । এবং দিনে তিন বার পাঁচ মিনিটের জন্য নিচে নামতেন খাবারের জন্য । পাঁচ মিনিট পর আবার তিনি ব্রীজে চলে আসতেন । আবার ব্রীজ পার হতে একজনের কমপক্ষে আট মিনিট লাগত । এখন আপনাকে এক রোগী মহিলাকে সেখান থেকে বের করে আনতে হবে । পারবেন ? না পারলে পরের পোস্টের জন্য অপেক্ষা করুন । সবাই ভালো থাকবেন ![]()
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৭
বিকেলের চাঁদ বলেছেন: ভাই আমি এগুলো ইংরেজি পাজল থেকে অনুবাদ করি কপি নয় । আর কেউ উত্তর পাবার জন্য গুগলে সার্চ দিলে সে উত্তর পাবে না কারন এগুলো আপনি বাংলায় পাবেন না ইংরেজিতে পাবেন । উত্তর পেতে হলে আপনাকে ইংরেজিতে অনুবাদ করে সার্চ দিতে হবে। তাছাড়া আমি মুল বিষয়টাকে একই রেখে গল্পটা পাল্টাতে চেষ্টা করি যাতে এটা আরো কঠিন হয়। অনুবাদ করে লেখা যদি বাল্যখিল্য হয় তবে বাংলাদেশের অনেক প্রতিভাবান লেখক বাল্যখিল্য করছেন । কারন অনেকেই অনুবাদ করে লিখে থাকেন যেমন তিন গোয়েন্দা সিরিজ থ্রি ইনভেজিলেটর এর অনুবাদ করে লেখা। তারা এটা ব্যবসা করে কিন্তু আমার কোন ব্যবসা নয় , শখের বশে করি তাই ইংরেজি পাজলে ক্রেডিট দেই নি কিংবা এটা নিজের ক্রেডিটে চালাই নি আগের পোস্ট গুলো দেখতে পারেন। আশা করি বুজতে পারছেন!
২|
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
নতুন বলেছেন: অনেকেই কিন্তু গুগুলে গিয়ে এই সব খোজে না। তাই উনার চেস্টা কিন্তু খারাপ না।
অনেকেই একটু মাথা খাটানোর জায়গা পাবে... চালিয়ে যান..
@ লেখক আপনি উল্লেখ করুন যে এটা নেট থেকে নেওয়া।
৩|
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮
কলাবাগান১ বলেছেন: সংগ্রহিত লিখলেই পারেন...
তা হলে আমি কিভাবে খুজে পেলাম ১৫ সেকেন্ড লেগেছিল গুগুলে খুজে পেতে
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২
বিকেলের চাঁদ বলেছেন: আপনারা উত্তর যাতে সহজে না পান এবং নিজের মাথা খাটিয়ে উত্তর বের করেন সে জন্যে কোন প্রকার ওয়েব সাইটের ক্রেডিট বা কথা উল্লেখ করি নাই। না হলে সবাই উত্তরের জন্য গুগলে ওই ওয়েবসাইটের নামে সার্চ দিত ! তাই বলছি অনুগ্রহ করে আপনার লিংক দেয়া মন্তব্যটি মুছে ফেলুন । আমি মুছলে সেটা আপনাকে অপমান করা হবে । কারন আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন ![]()
৪|
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
রিফাত_হাসান বলেছেন: আমি ধাঁধাগুলোর উত্তর দিতে চেষ্টা করি। বেশির ভাগ সময় উত্তর মিলেনা। কিন্তু এই পোস্টগুলো এবং পোস্টের মন্তব্যগুলো পড়তে খারাপ লাগেনা।
লেখককে অনুরোধ রইলো, আপনি আপনার পোস্ট লিখে যান। 'ধাঁধাগুলো আপনার মাথা থেকে বানিয়ে লিখছেন'-এমন কথা যদি আপনি পূর্বে বলে থাকেন তাহলে অনুরোধ করব ধাঁধাগুলোর নিচে "সংগ্রহিত" লিখতে। আর যদি পূর্বে এরূপ কিছু বলে না থাকেন তাহলে এই ধরণের কিছু লিখতে বলা অবান্তর।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
বিকেলের চাঁদ বলেছেন: আমি এখন পর্যন্ত কোন পোস্টে এরকম কথা বলিনি যে এটা আমার নিজের তৈরি । আর উত্তর যাতে আপনারা সহজে না পান এবং নিজের মাথা খাটিয়ে উত্তর বের করেন সে জন্যে কোন প্রকার ওয়েব সাইটের ক্রেডিট বা কথা উল্লেখ করি নাই। না হলে সবাই উত্তরের জন্য গুগলে ওই ওয়েবসাইটের নামে সার্চ দিত!
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
বিকেলের চাঁদ বলেছেন: আমি এখন পর্যন্ত কোন পোস্টে এরকম কথা বলিনি যে এটা আমার নিজের তৈরি । আর উত্তর যাতে আপনারা সহজে না পান এবং নিজের মাথা খাটিয়ে উত্তর বের করেন সে জন্যে কোন প্রকার ওয়েব সাইটের ক্রেডিট বা কথা উল্লেখ করি নাই। না হলে সবাই উত্তরের জন্য গুগলে ওই ওয়েবসাইটের নামে সার্চ দিত!
৫|
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
নতুন বলেছেন: কোন সাইটের ক্রেডিট দিতে হবে না।
সুধু লিখলেই হবে যে নেট থেকে সংগ্রহীত। তাতেই কেউই আর প্রশ্ন করবে না।
৬|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
কলাবাগান১ বলেছেন: পাঠক কি মন্তব্য ডিলিট করতে পারে?????
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কলাবাগান১ বলেছেন: এই রকম কপি পেস্ট পাজল দিয়ে নিজেকে কেন বাল্যখিল্য করছেন.. গুগুল করলেই সবাই উত্তর পেয়ে যেবে। নিজের চিন্তায় দেন যেটা গুগুলে নাই
http://gpuzzles.com/mind-teasers/popular-thinking-puzzle/