| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহল তরকারি
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
দেশের সামাজিক ও রাজনৈতিক আবহাওয়া খারাপ। দেশের আইন শৃঙ্খলা খুবই বাজে। হত্যা, লুন্ঠন, চাঁদাবাজি, ধর্ষন, প্রকাশ্যে গুলি করা ইত্যাদি বেড়েই চলছে। ব্যাংকগুলো প্রায়ই দেওলিয়া।
ফেসবুক ইউটুব খুললেই ভুয়া খবর, এআই দিয়ে বানানো ভিডিও। এগুলো আবার জনগণ বিশ্বাস ও করছে। ভিউ, লাইক, কমেন্ট পাবার জন্য এসব করছে, একদল অসাধু কনটেন্ট ক্রিয়েটর।
চাকরি সল্পতা। তারমধ্যে অধিকাংশ গার্মেন্স, মেইল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। চাকরি হারাচ্ছে অনেক লোক। চাকরি হারানো লোকেরা চুরি ডাকারি করে সংসার চালাবে।
আমি ফ্রিল্যান্সিং করে আয় করতাম। আর্ন্তজাতিক মার্কেট ও দেশীয় মার্কেট এখন ডাউন। আব্বু সরকারি চাকরি করেন। তাই একটু রক্ষা।
কি আর লিখুম!! আমি আপনাদের মত টক শো এর ভদ্র ভাষায় বিজ্ঞ লোকের মত কথা বলতে মনে চাচ্ছে না।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
নাহল তরকারি বলেছেন: আমি ফেসবুক বুস্টিং করি।
২|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৬
dupur১২৩ বলেছেন: ভয় বা সংকিত হবার কিছু নাই। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। পরিবর্তন আসবেই। পা চাটা , ভাতা নিয়ে , ইতিহাসবিদ দের থাকে দূরে থাকুন , তারা যদি আপনার কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে সজোরে একটা লাথি দিবেন , হোক সেটা অনলাইন কিংবা অফলাইনে
https://www.facebook.com/AamarVote এই পেজ তা ফলো দিয়ে রাখবেন।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৯
নাহল তরকারি বলেছেন:
এটা?
৩|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
শিবিরে যোগদান করুন, জংগী ট্রেনিং নেন। বাংগালী নুজাহিদ হিসেবে ফিলিস্তিনে যেতে পারেন।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
নাহল তরকারি বলেছেন: শিবিরেরা কি জংগী ট্রেনিং নেয়?
৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: পড়াশোনা করুন।
পড়া আর জানার চেয়ে আর কিছু দামী নয়।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৯
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাটেরচরের ওদিকে একজনকে মেরে ফেলে রেখেছিল গতকাল। ওই লোক একটা হাসপাতালে ল্যাবরেটরির টেকনিশিয়ান হিসেবে কাজ করত। জানেন কিছু?
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫০
নাহল তরকারি বলেছেন: অনেকদিন হয়, বাড়িতে থাকি না। এই নিয়ে কোন সাংবাদিক খবর লিখে নাই।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য পেয়েছেন সেটা জানতে।
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
নাহল তরকারি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কোন সেক্টরে কাজ করতেন? প্রাথমিক সহকারি শিক্ষকের সারকুলার চলছে। আবেদন করেন।