নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

বিষয় : কিছু সংখ্যক ছাত্রের লাশ আবশ্যক X(X(X(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

আমাদের রাজনীতি কোন পর্যয়ে পৌছেছে ? আগামি কাল রাজশাহীতে জামাত শিবিরের ডাকে সকাল সন্ধ্যা হরতাল । আজ সন্ধ্যায় শিবিরের কর্মিরা কয়েকটা হাত বোমা বিস্ফরন ঘটায় । যেখানে সারা শহরে পুলিশ মোতায়েন আছে ! আগামি কাল জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ২য় বর্ষের পরিক্ষা আছে । সকল মিডিয়াতে হরতালের খবর প্রকাশ করা হলেও আগামি কাল পরিক্ষা বন্ধের কোন ঘোষনা নাই ! সরকার চাইবে ছাত্ররা পরিক্ষা দিক, আর শিবির চাইবে এটা বন্ধ করতে । এখন যদি কাল ছাত্ররা পরিক্ষা দিতে আসার সময়ে কোন বোমার বা গোলাগুলিতে প্রান হারায় তার দায় কে নিবে ? আর যে মরবে তার কি হবে ? কেন আমাদের সাধারন ছাত্রদের এই রকম ভয়ংকর পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে ?? উল্লেখ্য : রাজশাহীর জাতীয় বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত বেশীর ভাগ ছাত্রই তাদের নিজ বাড়িতে মানে গ্রামে বাস করে । এই সমস্ত গ্রামের দুরত্ব কম বেশি ৩০-৪০ কি মি এরা এই সকাল নয়টার মাঝে আসবেইবা কি ভাবে ? এই সমস্ত প্রশ্নের উত্তর কার কাছে চাইবো ???? আমারা আছি শুধু বলীর পাঠা হবার জন্যেই !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মো: আবু জাফর বলেছেন: রাজশাহীর বিভিন্ন স্থানে বেশ কিছু দিন ধরেই মারা মারি লেগেই আছে ।একটা আতংক বিরাজ করছে সাধারন ছাত্রদের মাঝে । যাদের পরিক্ষা টরিক্ষা নাই যে যেভাবে পারছে মেস ছেড়ে পালাচ্ছে । আমার নিজ গ্রামের বেশ কিছু ছেলেরা কাল পরিক্ষা দিতে আসবে । তাদের বাবা মা কেউই চাচ্ছেনা তাদের সন্তানেরা এই মুহুর্তে রাজশাহীতে আসুক । আমার নিজরেই খুব টেনশন হচ্ছে কালকের পরিক্ষা নিয়ে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.