নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

আমার ধারনা আর ১০০ বছর পরে আর আমাদের কোন কিছু মুখস্ত করতে হবে না

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮



সাম্প্রতি কানাডার নির্মাতা থালমিক ল্যাবস ‘মাইও’ নামে এক বাহুবন্ধনী তৈরি করেছে, যা দিয়ে হাতের মাংসপেশির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে বিভিন্ন ডিজিটাল যন্ত্র। ম্যাশএবল জানায়, বাহুর মাংসপেশিগুলোর চলাচল এবং গতির দিক অনুসরণ করে এটি হাতের ইশারা অনুযায়ী কাজ করে।



মাইও ব্লুটুথ সংযোগে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজ করা, ভিডিও গেইম খেলা, অডিও এডিট করাসহ অন্যান্য বহু কাজই করতে পারবেন। থালমিক জানায়, উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যাবে। পরে আইওএস এবং অ্যানড্রয়েডের মতো মোবাইল অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে বলে আশা করা যায়। ২০১৩ সালের শেষের দিকে বাজারে আসবে ডিভাইসটি। বর্তমানে অনলাইনে এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ মার্কিন ডলার।



তাহলে আমরা ভাবতেই পারি যে আমার ধারনা আর ১০০ বছর পরে আর আমাদের কোন কিছু মুখস্ত করতে হবে না । হয়তো তখন আমাদের ব্রেনে অংক, ইংলিস, বিজ্ঞান, সাহিত্য, ধর্ম গ্রন্থ মেমরিতে সেইভ করে দেওয়া যাবে ।



সেই দিনটা দেখার বড় ইচ্ছা ! আর কত মুখস্ত করে পরিক্ষার খাতার কলম পিশবো ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মো: আবু জাফর বলেছেন: অথবা আমরা যা চাই বা দরকার কপি করে আমাদের ব্রেইনে সেভ করতে পারবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.