নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

ফলমুলে ফরমালিনের অপব্যবহার : স্বাস্থ্যঝুকি ও এর প্রভাব

০৮ ই মে, ২০১৩ রাত ১১:০১



ফরম্যালডিহাইড বা মিথান্যাল গ্যাসের ৪০% জলীয় দ্রবনকে ফরমালিন বলা হয় । ফরম্যালডিহাইড (H-CHO) এক ধরনের কার্বনাইল যৌগ । এটি একটি অতিকার্যকর জীবানুনাশক । প্রায় ৫০০ ডিগ্রি সে, তাপমাত্রায় উত্তপ্ত সিলভার অথবা কপার প্রভাবকের উপর দিয়ে মিথানল ও জলীয় বাষ্প উৎপন্ন হয় ।ফরম্যালডিহাইড সাধারন তাপমাত্রায় একটি বর্ণহীন গ্যাস এবং একটি দাহ্য পদার্খ ।



ফরমালিনের বৈধ ব্যবহারঃ-

পৃখিবীব্যাপী ফরমালিনের ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায় । যুক্তরাস্ট্রের চ্যাম্পিয়ন এনসাইক্লোপিডিয়া এর তথ্যমতে ফরমালিনের ব্যাবহারের ক্ষেত্রগুলো নিম্নরুপঃ-

১. বিশ্বের উৎপাদিত অর্ধেকেরও বেশি ফরম্যালডিহাইড ব্যাবহৃত হয় কাঠ এবং কনস্ট্রাকশন কারখানায় ।

২. ফেন্টাইরাইথ্রিল, হেক্সামিথাইল ইনটিট্রামাইন, বিউটানিডিয়ল তৈরীতে ।

৩. পোশাক শিল্পে, লোশন, সাবান, শ্যাম্পুতে ।

৪. মৃত দেহ সংরক্ষনে ।

৫. পার্টিক্যাল বোর্ড, প্লাইউড, ফাইবার বোর্ড, আঠা, কাগজের কোটিং, স্থায়ী প্রেস ফ্রেব্রিক তৈরীতে ।

৬. পশুপাখির খামারে জীবানু নাশক হিসেবে ।

৭. মাছের ছত্রাক এ প্রোটোযোয়া রোগের চিকিৎসায় ।

৮. রাসায়নিক শিল্পে ব্যাকেলাইট রামক প্লাস্টিক ও ফরমিকা তৈরীতে ।

৯. আয়না প্রস্তুতে বিজারক হিসেবে ও রন্জক দ্রব্যের কারখানায় ।

১০. মৎস ও চিংড়ি হ্যাচারীতে ।

১১. এছাড়াও ল্যবরেটারীতে প্রিজরভেটিব হিসেবে ।



মানব দেহে ফরমালিনের ক্ষতিকর প্রভাবঃ-



ইকোসিস্টেম ও জনস্বাস্থ্যের জন্যে ফরমালিন সবচাইতে ক্ষতিকর যৌগ গুলির অন্যতম । ফরমালিন নিয়ে যারা কাজ করে তাদের নাকের প্রদাহ, শ্বাসকস্ট চর্ম প্রদাহ, অ্যাজমা ইত্যাদি উপসর্গ দেখাদেয় । দীর্যমেয়াদে ফরমালিনের সংস্পর্শে কাজ করলে রক্তের লি ম্প্রোসাইট পরিবর্তন, নাশিকা টিস্যুতে মিউটেটিভ প্রভাব ঘটতে পারে ।তাৎক্ষনিক সমস্যা দেখা না দিলেও যারা দীর্যমেয়াদে ফরমালিনের সংস্পর্শে আসলে মারাত্নক স্থায়ী সমস্যা দেখা দেয় । ১৯৭৮ সালে (EPA)ফরমালিনের দীর্যমেয়াদে সংস্পশ মানবদেহের জন্যে সম্ভাব্য ক্যান্সার সৃস্টিকারী হিসেবে শ্রেনীবিন্যাশ করেছেন । National Cancer Institute, USA এর একাধিক জরিপে দেখা গেছে যারা দীর্যমেয়াদে ফরমালিনের সংস্পর্শে কাজ করেন তাদের ন্যাজল ক্যান্সার, ন্যাসোফোরিন্জিয়াল ক্যান্সার, লিউকোমিয়া, ব্রেন ক্যান্সার ও ফুসফুস ক্যান্সার বেশি হয় । ফরমালিন DNA পরিবর্তনের কারন হিসেবে চিহ্নিত, যা আমাদের নতুন প্রজন্মের জন্যে একটি বিরাট হুমকি ।আর মেয়েদের ক্ষেত্রে গভস্ত ভ্রুনের অসাভাবিকতা, গর্ভপাত, মিসকারেজ, সহ প্রসাব জনিত জটিলতার সৃস্টি হয় । তাই গর্ভবতি মহিলাদের ফরমালিন নিয়ে কাজ করা নিশেধ ।



উল্লেখিত স্বাস্থ্য ঝুকির পাশাপাশি ফরমালিন মিশ্রিত খাদ্য গ্রহনের কারনে অকাল মৃত্যু, কিডনি সহ নানান অঙ্গহানী ঘটতে পারে ।





তাই আমাদের উচিৎ ফরমালিন মুক্ত খাদ্য গ্রহন করা । আর ফরমালিন মিশ্রিত খাদ্য দব্যে যাতে বাজার হতে অপসারন করা যায় এসব বিষয়ে কঠোর আইন ও এর প্রয়োগ করা অতি জরুরি । এছাড়া BSTI ও ভ্র্র্র্রাম্যমান আদালতের কার্যক্রম দ্রুত, কার্যকরী ও সময় উপযোগি হওয়া একান্ত দরকার ।



জনকল্যনে বিডি এগ্রো মার্কেট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০৬

মো: আবু জাফর বলেছেন: কার্বাইট ও ১০০% ফরমালীন মুক্ত রাজশাহীর আম ঢাকায় নিয়ে আসছে বিডি এগ্রো মার্কেট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.