নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

নিজেদের বাগানে উৎপাদিত রাজশাহীর আম ঢাকায় আনছি

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সামু পরিবারের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে আসছে আমের মৌসুমে বিডি এগ্রো মার্কেট তার সকল পন্যরই ৭% ছাড় দিবে সকল ব্লগার দের জন্যে । যার শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত খাদ্য ও ফলমুল নিজেদের তত্তাবধায়নে কৃষক/উৎপাদনকারীর কাছ থেকে সরসরি ভোক্তার কাছে পৌছে দেওয়ার প্রচেস্টা করে যাচ্ছে । এরই লক্ষে এ বছর নিজেদের বাগানের উৎপাদিত আম, লিচু ঢাকায় আনছে বিডি এগ্রো মার্কেট । ২০১২ সলের জুন মাসের ১ তারিখে বিডি এগ্রো মার্কেট প্রতিস্ঠিত হলেও, সংক্ষিপ্ত সময়েই আমরা দেশ ও বিদেশে আমাদের সুনাম অর্জন করতে সামর্থ হয়ছে । এর ফলে বিডি এগ্রো মার্কেট উদ্যগতা পুরস্কার ২০১৩ পেয়েছে । সারা দেশের মোট ৩১ জন কে পুরস্কার দেওয়া হয় এর মাঝে বিডি এগ্রো মার্কেট ৯ম অবস্থান লাভ করেছে ।



ধন্যবাদ সকল ব্লগার কে ।



বিডি এগ্রো মার্কেট



মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: হিম সাগর প্রতি কেজি কত করে এবং কবে থেকে অর্ডার নিবেন??????? বাসায় পৌঁছে দিবেন তো????????

০৯ ই মে, ২০১৩ রাত ৯:১২

মো: আবু জাফর বলেছেন: গত বছর ছিলো ১০০ টাকা পার কেজি এবার আরো বাড়তে পারে কারন পরিবহন ভাড়া অনেক এবার । তাও আপনাদের জন্যে যতটা সম্ভব ১০০ আশে পাশেই রাথবো ।

২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আতা2010 বলেছেন: ে
কে জি কত

০৯ ই মে, ২০১৩ রাত ৯:১৭

মো: আবু জাফর বলেছেন: আমাদের দোকান থেকে নিলে ১০০ টাকা নেব

৩| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৪

সমকালের গান বলেছেন: শুভ কামনা রইল। আপনার অ্যাডটি নতুন বাজারে পাবলিশ হয়েছে।

০৯ ই মে, ২০১৩ রাত ৯:১৩

মো: আবু জাফর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই

৪| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: আমি কিনতে চাই, বাসাবোতে পৌছে দিলে সুবিধা হয়।

০৯ ই মে, ২০১৩ রাত ১০:২৪

মো: আবু জাফর বলেছেন: ভাই আমাদের প্রতিস্ঠান খুবই ছোট, আর ঢাকাতে নতুন । লোক বল সিমিত তাই বড় অর্ডার না হলে বাসায় বা কুরিয়ার সম্ভব হবে না । তবে আমাদের চেস্টার কোন ত্রুটি থাকবে না যাতে আমাদের কোন গ্রাহক ফেরত না যায় ।

৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:০৯

টিভি পাগলা বলেছেন: কয়েকটা প্রশ্ন ছিলো।

কুরিয়ার কি আমার বাসায় চলে যাবে? নাকি তাদের অফিস থেকে নিয়ে আসতে হবে?

আমের দাম ১০০টাকা বললেন, এটা কি কুরিয়ার সার্ভিস চার্জ+প্যাকেজিং চার্জ সহ বলছেন?


আমি ১০ কেজি আম কিনতে চাইলে সর্বমোট আমাকে কত টাকা দিতে হবে?

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩০

মো: আবু জাফর বলেছেন: আমরা গত বছরে সরাসরি রাজশাহী থেকে আম সাপ্লাই করতাম তাই কুরিয়ারেই সব অর্ডার নিয়েছি । এবার আমাদের শাখা ঢাকায় আনছি তাই আমাকেউ ঢাকায় আসতে হচ্ছে । লোক বল সিমিত তাই আপনারা যদি আমাদের প্রতিস্ঠানে আসতেন বা লোক পাঠান তাহলে আমরা একটু বেশি উপকৃত হতাম ।

৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:২৫

মো: আবু জাফর বলেছেন: আমাদের ঠিকানাঃ- জি-৩৩৭ স্টেশন রোড, অলকার মোড়, রাজশাহী । ঢাকা শাখাঃ- S.F.C ৫/১ সলিমুল্লাহ রোড, মহাম্মদপুর, ঢাকা । অথবা যোগাযোগ করুনঃ- 01737-629423 নম্বরে

৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১:৪৬

এবার তোরা মানুষ হ বলেছেন: ভাই গত বছরই আমার দাওয়াত ছিলো .মনে আছে কিনা জানিনা , তবে এইবার আবার ও দাওয়াত খাইতে চাই. আর হ্যা লিচু লাগবে এবার

১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৪৭

মো: আবু জাফর বলেছেন: লিচুর সময় খুবই নিকটে দয়া করে যদি ফোন করতেন । আপনার কতটা লাগবে জানাইয়েন । দাওয়াত এবারো থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.