নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

আশুন জেনে নেই আমের গুনাগুনঃ-

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

নেট স্পিড কম তাই ছবি নাই ।



পাকা আম :

ফলের রাজা আমে রয়েছে আঁশ, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট। হজমেও সহায়তা করে আম। আম পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস। যা আমাদের হার্টবিট ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নতুন গবেষণায় দেখা গেছে, আমে কোলন, স্তন এবং প্রোস্টেট ক্যান্সাররোধক গুণ রয়েছে। আমে রয়েছে ভিটামিন ই, যা যৌনসংশ্লিষ্ট হরমোনকে নিয়ন্ত্রণ করে এবং যৌনশক্তি বাড়ায়।



গরমে এক টুকরো আম কেটে মুখে লাগালে তাতে রোদে পোড়া ভাব,মেছতা দূর হয়ে যায়। আয়রনে ভরপুর আম। রক্তস্বল্পতায় ভোগা কেউ প্রতিদিন আম খেলে ভালো ফল পাবেন। এছাড়া নারীর ঋতুস্রাবকালীন খাদ্যে আম বেশ উপকারী। আমে আরও রয়েছে উচ্চমাত্রার দ্রবনীয় পথ্য আঁশ, পেকটিন এবং ভিটামিন সি যা কোলেস্টরলের ক্ষতিকর মাত্রাকে কমিয়ে দেয়।







কাচা আম :

আম যদিও আমাদের জাতীয় ফল নয়, তবে অবশ্যই আমই ফলের রাজা। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে আম খেতে পছন্দ করে না। আম কাঁচা অথবা পাকা যেভাবেই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণ আরও বেশি।



কাঁচা আমের গুণাগুণ সম্পর্কে জেনে সত্যিই অবাক হতে হয়।

জেনে নিন কাঁচা আমের উপকারিতা:



*আমাদের শরীরের রক্ত পরিস্কার রাখে

*কাঁচা আম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে

*ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখে

*বিটা ক্যারোটিন থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে

*পটাশিয়ামের অভাব পূরণ করে

*কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তসল্পতা সমস্যা সমাধানে বেশ উপকারী

*ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় গরমে ঠাণ্ডা জাতীয় রোগ প্রতিরোধে অনন্য

*কিডনির সমস্যা প্রতিরোধ সাহায্য করে

*লিভার ভালো রাখে

*নিঃশ্বাসের সমস্যা, জ্বরের সমস্যা উপশম করে

*অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে

*ত্বক উজ্জ্বল করে

*দাঁতের রোগ প্রতিরোধ করে

*ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্টকাঠিন্য দূর করে

*এছাড়া ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।



এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এমন কি পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। তাই এখনি সময়, বেশি বেশি কাঁচা আম খেয়ে, শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।





বিডি এগ্রো মার্কেট





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.