নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

জরুরী বিষয়ে......................সাংবাদিক ভাইদের দৃস্টি আর্কষন করছি

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩



আমার এক পরিচিত ফসবুক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ঢাকার বাজারে নাকি কাচা আম পাওয়া যাচ্ছে ! দাম হাতের নাগালেই এই ১৪০ থেকে ১৫০ এর মতো । ৫-৬ টায় কেজি হবে । আম বাংলাদেশের মানুষের প্রিয় একটি মৌসুমী ফল । এটা নিয়ে প্রতি দেশে বছর কোটি কোটি টাকার ব্যাবসা চলে ।



সরকারী বিভিন্ন নিয়ম ও জটিলতার কারনে আমরা যদিও বিদেশে তেমন আম পাঠাতে পারি না । তবে আমাদের বন্ধু রাস্ট্রো (!?) ভারত এটা ঠিকই রপ্তানী করে । তারা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম ও কাচা সব্জি রপতানী করে থাকে । সেখানে তারা বিরাট বাজার দখল করে বসেছে ।



তবে ভারতের জন্য দুসংবাদ এই যে দুই এক মাসের মধ্যে থেকেই ভারতের আম ও সব্জি আর ইউরোপ নিষিদ্ধ হচ্ছে । কারন তাদের আমে ও সব্জিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কিটনাশক এর ব্যাবহার ।



এটা আমাদের জন্য একটা সু-সংবাদ হতে পারতো, যদি আমাদের সরকার চাইতো । যাক সেই কথা ।



তাহলে এখন ভারত কি করবে ? সেকি তার উৎপদিত আম ফেলে দিবে? না নিজেরাই খাবে ? আমার জানার ভুল না হয়ে থাকলে ভারত এর কোনটাই না করে বাংলাদেশে তাদের নিম্নমানর আম পুশইন করবে । আর তাদের সহায়তায় সরকার তো আছেই !



ইতিমধ্যেই যেহেতু ঢাকার বাজারে আম আসতে শুরু করেছে । তাই ইন্ডিয়ার আম আশার অপেক্ষা মাত্র । এজন্যই আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন । কারন এতো জড়িত আছে রাজশাহী সহ সারা দেশের হাজার হাজার মানুষের রুজি রুটির ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

মোমের মানুষ বলেছেন: আমের যখন মুকুল আসা শুরু হয় তখন বাজারে এমনিতেই কাচা-পাক আম পাওয়া যায়

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

মো: আবু জাফর বলেছেন: বিষয় সেটা না ! ভারত যদি আমের বাজার দখল করে । তাহলে আমাদের দেশী আমের কি হবে ভেবে দেখেছেন ?

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

মো: আবু জাফর বলেছেন: আমাদের স্বদেশ প্রেম কি পান্তা ইলিশ আর পহেলা বৈশাখে না আমাদের দেশের পন্যের প্রতি টানটাও থাকা উচিত !?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.