নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের বাবা মা (প্রধান মন্ত্রী)রা কি তাদের আনন্দ আমাদের সাথে ভাগ করে নেয় !?

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আমাদের দেশের বাবা মা (প্রধান মন্ত্রী)রা কি তাদের আনন্দ আমাদের সাথে ভাগ করে নেয় !? কিন্তু তারা তাদের পারিবারিক কস্টটা ঠিকিই আমাদের ভাগ করে দেয় ?!

আজ অফিসে এক কলিগ বলছিলেন :

আমাদের দেশের বর্তমান ও প্রক্তন প্রধান মন্ত্রীর ছেলে মেয়ে দের কোথায় কবে কার সাথে বিয়ে সাদী হচ্ছে বা হবে বা হয়েছে তার কোন সংবাদ সাধারনের কাছে পৌছে না । বা তাদের আনন্দ সংবাদ প্রচার করাও হয় না । যেমন আমাদের দেশের ক্রিকেটারেরা কোথায় কি করছেন সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে । আমি কথাটা ভেবে দেখলাম কথাটা কিন্তু ঠিক ।

অন্য দিকে যখন তাদের পরিবারের কারো মৃত্যু হচ্ছে তখন তারা ফলাও করে গনমাধ্যমে আসছে । যেমন এসেছেন ওয়াজেদ সাহেবের খরব । অনেকে তার সম্পর্কে কোন তথ্যই জানতেন না । এমন কি আমি নিজেই কোন খবর জানতাম না বা অনেক লিগের লোকদের কাছেই নাকি খবর টা অজানা ছিল ।

আর তাদের আত্নীয় রা যখন মারা যাচ্ছে । তখন তারা তাদের কস্ট আমাদের সাথে ভাগ করে নেবার জন্যে তাদের সংবাদ সব জায়গাতেই প্রচার করেন ! তাদের স্বরনে বছরের এই দিনটিতে বিশাল আকারে কাঙ্গালী ভোজের আয়জন করেন ।

আর তারা দেখিয়ে দেন যে আমরা দেশের জনগন কতটা কাঙ্গাল !?!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.