নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজেকে নিয়ে চিন্তিতো

জহির রাসেল

আমি এক দুঃখু মিয়া

জহির রাসেল › বিস্তারিত পোস্টঃ

হারানো প্রেমের আর্তনাদঃ

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিরহ

একটু কাছে আসবি তুই?
আগের মতো করে তোর হাতে হাতটা রাখব,
জমানো কত শত কথা বলবো,
তোর চোখে ভালবাসার অশ্রুও দেখব।
-
একটু রাগ করবি আমার ওপর?
সাথে একটু অভিমানও!
রাগ করে বলবি তুই বলবি কি?
তুমি আমাকে আর আগের মতো ভালোবাসোনা.....
-
ঠিক আগের মতো একটু গান শোনাবি বেসুর গলায়?
আমি হাসবো তবে সেই সুরেও আমি চোখ বন্ধ করে তোর ভালবাসা খুজঁবো.....
-
একটু জড়িয়ে ধরে এক হাত আমার হাতে রেখে বলবি কি? আমার হাত ছেড়ে তুমি চলে যাবে নাতো? আমি তোকে ঝড়িয়ে ধরে বলবো এ হাত চিরোদিনের জন্য মরে গেলেও ছাড়বোনা...........
-
অর্ক আমি তোকে ঠিক আগের মতোই ভালোবাসি, এতো সপ্ন তুই আমায় দেখিয়েছিলি যা আমাকে তোর প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, যা তোর প্রতি আমাকে দীর্ঘ পথ চলার ভরসা জোগায়, যদিও তুই আজ অনেক দূরে......
-
আচ্ছা অর্ক সেদিন কি আমার কোন দোষ ছিলো?
নাকি তুই আমাকে ভূলে যাওয়ার জন্য সে দিনটিকে ব্যবহার করেছিলি.....?
-
অর্ক ঐদিন পার্কে তোকে দেখলাম এক সুন্দরির হাত ধরে তাকে অনেক সপ্নের কথা বলছিস যেভাবে আমাকেও বলতি...........
-
তুই যদি আমাকে ভালো না-ই বাসতি তাহলে কেনো এতো মিথ্যা সপ্ন দেখালি? কেনো তুই আমার জীবনের পবিত্র সময়টুকু কেড়ে নিলি? একটু বলবি কি? আবার কেনোই বা আমার সপ্ন দেখাকে এতো অল্প সময়ে নিঃশেষ করে দিলি...?
-
জানিস অর্ক বান্ধবিরা যখন তোকে ভূলে যাওয়ার কথা বলে তখন আমি ঐ শিল্পির সুরে বলি
প্রথম যারে ভালো লাগে যায়না ভূলা তবু তারে................
আসলে কি আমি তোকে ভূলে যাবো........?
-
অর্ক তুই তোর মতো করে ভালো থাকিস,
আর এখন যেই মেয়েটির হাত ধরে আছিস তার হাত মাঝ পথ থেকে ছেড়ে দিসনা.......
কেউ মাঝ পথ থেকে হাত ছেড়ে দেওয়াযে অনেক কষ্টরে অর্ক অনেক কষ্ট........

অর্ক নামটা রূপক,
অনেক পূর্বে রেডিও স্বদেশ, রেডিও সঙ্গিতে লিখছিলাম। ফেসবুকে এখানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.