| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
সামুতে লিখে শান্তি পাওয়া যায় না । যেকোনো সময় যেকোনো লেখা গায়েব হয়ে যেতে পারে ।
আইডি ব্লক করা হতে পারে ।
যে সামুতে আগে প্রগতিশীলতার চর্চা হতো সেখানে এখন লজ্জাহীনভাবে ধর্ম চর্চা হয়।
একাধিক আইডি ব্লক হওয়াতে সামুতে গল্প-রম্য লেখা পোস্ট দেয়া ছেড়ে দিয়েছি, কবিতাই আজকাল পোস্ট দেই, খুবই ব্যথিত হই যখন দেখি কবিতাও গায়েব করে দেয়া হয়। ব্যথিত হওয়া ছাড়া কিছু করার থাকে না ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫
লক্ষ্মীছাড়া বলেছেন:
২|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যা বলেছেন
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
লক্ষ্মীছাড়া বলেছেন: দাদা, এইটা সত্য যে আগে লিখে শান্তি পেতাম আর এখন লিখে অশান্তিতে থাকি।
ধন্যবাদ ।
৩|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭
এন ইউ এমিল বলেছেন: এই সামু আর সেই সামু নাই, দিন বদলাইছেনা?
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
লক্ষ্মীছাড়া বলেছেন: বদলাইছে তবে নিচের দিকে .।
৪|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
অবুঝ পাঠক বলেছেন: ধর্মে এতো চুলকানী কেন? মুসলিম হয়ে যা আর এই চুলকানি হবে না ; হাদা হিন্দু তো এই লাইগা এই সমস্যা ;
৫|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০
সবুজ ভীমরুল বলেছেন: যে সামুতে আগে প্রগতিশীলতার চর্চা হতো সেখানে খন লজ্জাহীনভাবে ধর্ম চর্চা হয় এবং করা হয় ধর্মের তথাকথিত তল্পি বাহকদের নগ্নভাবে পৃষ্ঠপোষকতা।
ধর্ম নিয়া এত চুলকানি কেন?? বেশী চুলকাইলে কলকাতায় চইলা যাও চান্দু!!!
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
লক্ষ্মীছাড়া বলেছেন: দেশটা আপনার বাপের না হইতে পারে , কিন্তু আমার বাপের।
৬|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
আমি মোঃ চয়ন বলেছেন: যা ভাগ ! তোদের দিন শেষ !! "মুত্রমনা" ব্লগে যা, এইখানে মুতিছ না। এটা পরিস্কার ব্লগ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২
লক্ষ্মীছাড়া বলেছেন: নির্বোধদের কাছে বিষ্ঠা বরাবরই অমল সুন্দর, নতুন কিছু না ।
৭|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: গত ৩ বছর ধরে ব্লগিং করি কিন্তু কখনও তো দেখলাম না যে গল্প লিখবার জন্য কারো আইডি গেছে।
কোন সাহিত্য চর্চা করেন ??? রসময় গুপ্তের সাহিত্য না হলে সামু কোনদিন সেই গল্প সড়ায় না। আপনি কি সেই ধরনের কিছু লিখতেন নাকি ???
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
লক্ষ্মীছাড়া বলেছেন: সাহিত্য কি না বুঝে যেকোনো জিনিস কে সাহিত্য বলা মূর্খামির পর্যায়ে পরে।
৮|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২
আমিনুর রহমান বলেছেন:
লিখেন না গিয়ে দেখি অন্য ব্লগে গিয়ে ওই ব্লগের বদনাম, দেখবেন এডমিন আপনারে ব্লক করে দিবে। সামু'র সবসময়ই মুক্তমনা, এখানে দায়িত্বশীলতার সাথে ধর্ম চর্চা করলে আপনার এত লাগে কেন ??? যে ধর্ম চর্চা করছে সে কি বলছে নাস্তিকদের ধইরা ধইরা চরানো উচিত !!! অবশ্যই না আপনি নাস্তিক না একজন ধর্ম বিদ্বেষী । আগে নাস্তিকতার মানে বুঝে নাস্তিকতা গ্রহন করুন। ভোদাই ...
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
লক্ষ্মীছাড়া বলেছেন: ভোদাই যে কে তা তো কমেন্ট পড়েই বুঝা যাচ্ছে।। দূরে থাকলে ভালো লাগে।
৯|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০
মামুন রশিদ বলেছেন: একাধিক আইডি ব্লক হওয়াতে সামুতে গল্প-রম্য লেখা পোস্ট দেয়া ছেড়ে দিয়েছি, কবিতাই আজকাল পোস্ট দেই, খুবই ব্যথিত হই যখন দেখি কবিতাও গায়েব করে দেয়া হয়। ব্যথিত হওয়া ছাড়া কিছু করার থাকে না ।
আপনার এই কথা সামুর কোন ব্লগার বিশ্বাস করবে ???
সামুতে বসে বসে শুধু সামুর বদনাম না করে অন্য কোন ব্লগে গিয়ে ত্যানা প্যাচান । সামু আপনার মত জ্ঞানী ব্লগারের জন্য নয় ।
আল বিদা!
(এর পর এই রকম পোস্ট দেখলে রিপোর্ট করব
)
১০|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
আমিনুর রহমান বলেছেন:
হায় ভোদাই
![]()
১১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
রিয়াজ৩৬ বলেছেন: একাধিক আইডি ব্লক হওয়াতে সামুতে গল্প-রম্য লেখা পোস্ট দেয়া ছেড়ে দিয়েছি, [/sb
আপনি কি এমন সাহিত্য লিখতেন যে সামুকে আপনার আইডি ব্লক করতে হল? প্রগতিশীলতার নামে চটি সাহিত্য, কোনো ধর্মকে নিয়ে বাজে কথা লিখলে সামু নিশ্চিত ভাবেই যে কাউকে ব্লক করবে। কারণ বিগত কয়েকমাসে ব্লগ বিষয়টি নিয়ে দেশে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। এবং তা নিশ্চিতভাবেই আপনাদের মত কিছু তথাকথিত মুক্তমনা ধর্মবিদ্বেষী উগ্রপন্থীদের জন্য।
আপনার এই আইডিটি সুরক্ষিত রাখুন।
১২|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯
বাংলার হাসান বলেছেন: বহুত দিনের খায়েশ ধর্মের নাম শুনলে কচুপাতা বিভিন্ন অঙ্গে ঘসলে যে চুলকানি হয় সেইরাম চুলকানী কারো সাথে বাতচিৎ করার।
তা আপনার কি ইচ্ছা আছে বাতচিৎ করার?
আর বাতচিৎ কোন ভাষায় হবে, ভদ্র লোকের ভাষায় না আপনাদের রসময় গুপ্তের সাহিত্য ভাষায়?
আওয়াজ দিলে চালিয়ে যাব।
১৩|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
বাংলার হাসান বলেছেন: আওয়াজ দিলে চালিয়ে যাব।
১৪|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি মোঃ চয়ন বলেছেন: যা ভাগ ! তোদের দিন শেষ !! "মুত্রমনা" ব্লগে যা, এইখানে মুতিছ না। এটা পরিস্কার ব্লগ
১৫|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
বাঁধলেই বাঁধন বলেছেন: একাধিক আইডি ব্লক
হওয়াতে সামুতে গল্প-রম্য লেখা পোস্ট
দেয়া ছেড়ে দিয়েছি,..... ভাই আগে কি লিখতেন?
১৬|
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০২
পাস্ট পারফেক্ট বলেছেন: আপনে কি কি গপ্প কবতে প্রসব করেছেন তার একটা লিস্ট দেনতো দেখি, কি এমন ছাইপাশ যে ছাপানো মাত্রই ব্লক খাইছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
মোমেরমানুষ৭১ বলেছেন: