| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
"আমাদের কোনো অলৌকিক বলদ নেই"
'বলদ' শব্দটা শোনলেই দুই ধরনের চিত্র আমার চিত্তে ভেসে উঠে,
১- বুদ্ধিহীন লোকের
২- একটা চারপায়ের জন্তুর
তৃতীয় একটা অর্থ দিয়েছিলাম অনেক আগে, যার সফল ব্যবহার সবার উপরের বাক্যটাতে।
শব্দটার তৃতীয় অর্থ বাঙলা ব্যকরণ অনুযায়ি,
কলেজে থাকা কালিন বাঙলা ব্যকরণের "সমাস আর ধ্বনি পরিবর্তনের প্রেমে পড়েছিলাম,
"বলদ" শব্দটা উপপদ তৎপুরুষ সমাসের কারণে তৈরি হয়েছে(অবশ্যই তৃতীয় অর্থের ক্ষেত্রে প্রযোজ্য)।
'উপপদ তৎপুরুষ সমাস'র দুইএকটা উদাহরণ দেয়া যাতে পারে,
জলে চরে যা= জলচর
পঙ্কে জন্মে যা = পঙ্কজ
জল দেয় যে = জলদ
তেমনি ভাবে
বল (শক্তি) দেয় যে = বলদ।
_____________________
অন্ধ তীরন্দাজ
_____________________
০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
লক্ষ্মীছাড়া বলেছেন: ভালো থাকার শুভ কামনা ।।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯
আমিনুর রহমান বলেছেন:
ঈদের শুভেচ্ছা !