নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

গতোকাল রাতের ঘটোনা

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২

গতোকাল রাতের ঘটোনাঃ

আমি নাকি খুব নেশাগ্রস্থ ছিলাম ?

কি আশ্চর্য আর নিন্দনীয় !

মেষপালকের হৃদয় বাঁশি ছাড়া আর কিছুতে নেশাগ্রস্থ হয় না ।

দৃষ্টিভ্রম হয়েছিলো ? আমি নাকি ভিষণ উলটাপালটা বকে ছিলাম?

ওরা তো তেমনি বলে, তুমি কাল রাতে আমার সামনে ছিলে না ?

আমার চোখে হাত রাখনি ? আমার বিড়বিড় করা ঠোটে চুমো খাওনি ?

তুমি গুনে গুনে একহাজার একবার বলনি , আমি তোমাকে ভালবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি... ?

কাল রাতে তুমি আমার পাশে বসে ছিলে না ?

তোমার খোঁপায় গুঁজে দেইনি একশ আট নম্বর নীলপদ্ম ?

তোমার শরীরের কাঁঠালচাঁপার গন্ধে আমি বিচুর্ণ হইনি ?

মাটিতে গড়িয়ে পড়ি নি বারবার ?

গতোকাল রাতের ঘটনাঃ

আমি নাকি নেশাগ্রস্থ ছিলাম ?

কী আশ্চর্য আর নিন্দনীয় !

তোমার আঁচল তুলে দিতে দিতে খসিয়ে নেইনি ধ্রুপদীর বস্ত্রহরণের মতন?

আমি তীরন্দাজ তোমাকে জয় করিনি অর্জুনের মতোন ?

কি আশ্চর্য আর নিন্দনীয়

আমি নাকি গতোকাল রাতে নেশাগ্রস্থ ছিলাম?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.