| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। তা-ই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নজরুলের পরিবারও। তারা নিশানা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। শনিবার পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় কবির জন্মভূমিতে বসে তাঁর পরিবারের সদস্যদের আশঙ্কা, এর পর বাংলাদেশের জাতীয় কবির সমাধির উপর আক্রমণ হবে না তো!
নজরুলের পরিবারের সদস্য সোনালি কাজী এবং স্বরূপ কাজীর বক্তব্য, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অনৈতিক। নিয়ম মতো ওই স্থানে বিশেষ কয়েক জনকে সমাধিস্থ করা হয়। এত জায়গা থাকতে নজরুলের সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্তের নেপথ্যে রাজনীতি রয়েছে। সোনালি বলেন, "আমাদের প্রাণের কবি বাংলাদেশে শেষ জীবন কাটিয়েছেন। এত দিন বাংলাদেশে আমরাও (পরিবারের অন্যেরা) ভাল ছিলাম। কিন্তু এখন যা হচ্ছে...।" তাঁর সংযোজন, "ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। কিন্তু ছায়ানট ভাঙচুর করা, রবীন্দনাথের বই পুড়িয়ে দেওয়া বাংলাদেশিদের উগ্রবাদীরা হাদিকে সমাধিস্থ করলেন কবির সমাধির পাশে! এটা হল কেন?
নজরুল যেখানে সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন, জাতের নামে বজ্জাতির কথা বলেছেন, তখন তাঁর সমাধির পাশে এমন এক জনকে সমাধিস্থ করা হল সরকারেরই নির্দেশে!" তাঁর আশঙ্কা, আগামিদিনে হয়তো কবির সমাধিও ওখানে থাকবে না। তিনি বলেন, "পৃথিবীতে ভাল মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ-নজরুলকে কি পরবর্তী প্রজন্ম অস্বীকার করবে? আমাদের আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না-হয়। তবে এই সরকারের (বাংলাদেশের অন্তর্বতী সরকার) দায়বদ্ধতা নেই। আমরা ভীষণ মনোকষ্টে রয়েছি। আমরা মর্মাহত।"
কবির পরিবারের আর এক সদস্য স্বরূপ জানান, ১৯৭৬ সালে বিদ্রোহী কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। সেখানে আততায়ীদের গুলিতে নিহত কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিকে কবর দেওয়া হয়, তাঁর মাথায় ঢুকছে না।
লেখাঃ আনন্দবাজার পত্রিকা
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭
মাথা পাগলা বলেছেন: ভালো কোন কথা থাকলে বলুন নয়তো রাজাকারি vibe নিয়ে এসে পোস্ট নষ্ট করবেন না।
২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে আরো অনেকেই আছেন।
তবে তারা ভালো মানুষ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০২
মাথা পাগলা বলেছেন: একদম! ঐ কবরস্থানের অনেকেই ইতিহাসে সম্মানিত, তবে হাদির কর্মকাণ্ড সেই সারির না।
৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "পৃথিবীতে ভাল মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে?
.................................................................................
অবশ্যই,
বিশেষ করে বাংলাদেশ থেকে ।
দিন দিন আমরা হনুমানের বংশ বিস্তার করছি ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৫
মাথা পাগলা বলেছেন: দেশ থেকে এখন ভদ্রতা আর বিবেক মনে হয় পালিয়ে গেছে।
৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২১
আলামিন১০৪ বলেছেন: আওয়ামী ভাদার ল্যাঞ্জা বের করে ফেলছে রে!
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৪
মাথা পাগলা বলেছেন: হাতি দেখতে কুলার মতো আর দড়ির মতো, তাই তো?
৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪৯
কামাল১৮ বলেছেন: এই কবর এখানে থাকবেনা।সংসদ থেকে প্রস্তাব পাশ করেই এই কবর সরানো হবে।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৬
মাথা পাগলা বলেছেন: নির্বাচন খুব শিগগিরই হবে বলে মনে হয় না। দেশে এত সমস্যা চলছে যে হাদির কবর নিয়ে ভাবার মতো সময় বা সুযোগ কারও নেই। বীরশ্রেষ্ঠদের নামের পাশে যদি হাদি-সাইদদের নামও একসঙ্গে টানা হয়, সেটাই হবে সবচেয়ে বড় আইরনি। অবদান - ভারতের *উয়া ছিড়ে ফেলার হুমকি দিয়েছিলো।
হাসনাতরা পুলিশ নিরাপত্তা ছাড়া বিপ্লবী কার্যক্রম চালাতে পারে না। আবার সেভেন সিস্টার দখলে বের হলে নিউজ হয়, বাংলাদেশ পুলিশের বাঁধার মুখে ভারত কমিশন অফিসে যেতে পারেনি। ![]()
৬|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৩৮
ইমরান আশফাক বলেছেন: ![]()
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৭
মাথা পাগলা বলেছেন: জয় বাংলা!
৭|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৪
আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: হাতি দেখতে কুলার মতো আর দড়ির মতো, তাই তো?
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললেই কট্ররপন্থী? একটা উদাহরণ দিই- আপনার দাদাবাবুরা উজানে আমাদের না জানিয়ে ডজন জডন স্ট্রাকচার তৈরি করে পানি সরায়ে নেয় আর আমরা ভাটিতে গঙ্গা ব্যারেজ বানানোর জন্য ওদেরকে নক্সা দিয়েও অনুমতি পাই নাই....। ভারত মাতার প্রেম উথলে উঠলে ও দেশে গমন করেন....
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৮
মাথা পাগলা বলেছেন: জয় বাংলা!
৮|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০০
আমি নই বলেছেন: হাদি উগ্রবাদী ছিলেন এটা প্রথম জানলাম। একজন বাংলাদেশীর জন্য ভারত-পাকিস্তান বা অন্যদেশ বিদ্বেষীতা কোনো ভাবেই উগ্রবাদীতার মাঝে পরে বলে আমার মনে হয় না। তবে ঐ দেশগুলোর দালাল এবং জনগনের দৃষ্টি ভংগি আলাদা হবে, তারা উগ্রবাদি মনে করতে পারে। তাদের মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না।
কবির বংশধরদের জানা উচিৎ ছিল কতটা দরদ ভরা কন্ঠে হাদি কবির কবিতা আবৃতি করতেন, সো-কলড তৌহিদি জনতা নামক বোকা প্রজাতিকে তিনি সমর্থন করতেন বা তিনি ছায়ানট-রবিন্দ্রনাথের বই পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন বলে জানা নাই। প্রথম আলোর সামনে বিক্ষোভের সময় তিনি বলেছিলেন, পারলে প্রথম আলোর বিকল্প আরও ১০টা প্রথম আলো বানান, এরকম কথা আগে কারো মুখে শোনা যায় নাই। কিন্তু হাস্যকর ভাবে আলুপোড়া খাওয়াদের দায় হাদির উপর দেয়া হচ্ছে।
ভারত এবং লীগের বিরোদ্ধে বলতে গিয়ে হাদি মুখের ভাষা খারাপ করেছিলেন, তাদের সমস্যা হলে তারাও মুখ খারাপ করেই গালি দিতে পারত। হত্যা করে আবার উগ্রবাদী ট্যাগ দেয়, যেটা সত্যিই হাস্যকর।
তিনি অবস্যই আলাদা ছিলেন, বিদ্রোহি কবির মতই আলাদা।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
মাথা পাগলা বলেছেন: হাদি ৭১ কে স্ক্যাম মনে করে, আপনি কোন পক্ষের লোক? বাংলাদেশে এখন যে হাওয়া চলছে "গুআ" মারা গেলে তাকেও হয়তো সংসদ ভবনে কবর দিতো!
বামাতিদের মতো বলার চেষ্টা করলামঃ হাদি ভারতবিদ্বেষী ছিলেন বলেই "উগ্রবাদী" ট্যাগ লাগাতে হবে, এটা আমি মানি না। কিন্তু এখানে মূল ইস্যু "হাদি কেমন মানুষ" না, ইস্যুটা হলো নজরুলের সমাধি-চত্বরের নিয়ম, স্বচ্ছতা, আর প্রতীকি সম্মান। হাদি যদি নিজে এসবের নির্দেশ না দিয়েও থাকেন, তবু "সমাধির পাশে কবর" সিদ্ধান্তটা প্রতীকীভাবে বড় বার্তা দেয়। তাই হাদিকে ডিফেন্ড করতে গিয়ে নজরুল পরিবারের উদ্বেগকে "গুরুত্বহীন" "হাস্যকর" বলা ঠিক না।
৯|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩
কিরকুট বলেছেন: কাজী নজরুল ও তার পরিবারের প্রতি জানাই সহমর্মিতা।
কাজীদা, আমরা লজ্জিত, আমাদের এই অসমর্থতা কে ক্ষমা করে দেবেন। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩
মাথা পাগলা বলেছেন: আইরনি হচ্ছে যার মৃত্যুর কারনে তার ফ্যানরা শিল্প সাহিত্য মাটিতে মিশিয়ে দিতে চাইলো, তাকে কবর দেয়া হয়েছে কাজী নজরুলের পাশে।
১০|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: ওসমান গনি হাদি ইউনিভার্সিটি অব স্কলারস এ বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ পড়াতো। অনার্স ফাস্ট ইয়ারে এই সাবজেক্ট পড়ানো হয়। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৫
মাথা পাগলা বলেছেন: অশ্রাব্য ভাষায় গালিগালাজ আর মব উস্কানি ছাড়া এর মধ্যে আর কোন কিছু খুঁজে পাই নাই। এই মূর্খ ঢাবির ছাত্র, বুঝেন তাইলে - আপা দেশের শিক্ষা-ব্যবস্থাটা কোথায় নিয়ে গেছেন! সব দোষ হাসিনার।
১১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০১
আমি নই বলেছেন: লেখক বলেছেন: হাদি ৭১ কে স্ক্যাম মনে করে, আপনি কোন পক্ষের লোক? বাংলাদেশে এখন যে হাওয়া চলছে "গুআ" মারা গেলে তাকেও হয়তো সংসদ ভবনে কবর দিতো!
বামাতিদের মতো বলার চেষ্টা করলামঃ হাদি ভারতবিদ্বেষী ছিলেন বলেই "উগ্রবাদী" ট্যাগ লাগাতে হবে, এটা আমি মানি না। কিন্তু এখানে মূল ইস্যু "হাদি কেমন মানুষ" না, ইস্যুটা হলো নজরুলের সমাধি-চত্বরের নিয়ম, স্বচ্ছতা, আর প্রতীকি সম্মান। হাদি যদি নিজে এসবের নির্দেশ না দিয়েও থাকেন, তবু "সমাধির পাশে কবর" সিদ্ধান্তটা প্রতীকীভাবে বড় বার্তা দেয়। তাই হাদিকে ডিফেন্ড করতে গিয়ে নজরুল পরিবারের উদ্বেগকে "গুরুত্বহীন" "হাস্যকর" বলা ঠিক না।
আমার পক্ষ একটাই, বাংলাদেশ।
বাকি যা লিখেছেন পুরোটাই দৃষ্টিভঙ্গির ব্যপার যা ম্যান টু ম্যান ভেরি করবে। যেহেতু লিখিত কিছু নয় সেহেতু আপনার কাছে যা খারাপ হয়ত সেটাই আমার কাছে ভালো।
১২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যে কোন ভাবেই মানুষের মধ্যে পড়েন না এই পোস্ট তার জলন্ত উদাহরন।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
মাথা পাগলা বলেছেন: লেখা না পড়েই মন্তব্য করে দিলেন? ধরেন, আপনি একটা নির্বোধ লোক। তাতে আমার জীবনে কি কোন সমস্যা তৈরি হবে?
১৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ আসলেই শেখ হাসিনার । শেখ হাসিনা কমসে কম ২০ বছর বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গেছেন । তিনি ২০১৪ সালের পর আসলে তেমন কিছুই করতে পারেন নি গুম এবং খুন বাদে । একই এমপি বারবার নমিনেশন দেয়ার ফলে সাধারণ মানুষ ইহা বুঝে গিয়েছিলো।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩
মাথা পাগলা বলেছেন: হাসিনার দোষ আছে, গত ১৬ বছরে গুম, চুরি, উগ্র মৌলবাদের চাষ হয়েছে। কিন্তু সব দোষ হাসিনার বলে সবাইকে ফ্রি পাস দেয়াটা মানি না। আপনার কি ইউনুসের কোন ব্যর্থতাই চোখে পড়ে না?
১৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫০
ক্লোন রাফা বলেছেন: @আমি নই , হাদী উগ্রবাদী না হোলেও তার তথাকথিত প্রতিবাদ উগ্র ছিলো! তৌহিদী জনতার নামে অনেক ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে হাদী।আমি নিজে হাদির বক্তব্য শুনেছি । সে বলেছে তথাকথিত প্রেশার গ্রুপ, প্রকৃত অর্থে মব করতে ডাকলে দেশে পে করতে হবে।
বাংলাদেশের পক্ষের কোনো মানুষ ।বর্তমান পরিস্থিতির সৃষ্টি যারা করেছে তাদের সমর্থন করতে পারেনা।
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫
মাথা পাগলা বলেছেন: হাদি ৭১ - বিরোধী, ব্যস আর কোন এক্সপ্লেনেশনের দরকার নাই। যারা হাদিকে সমর্থন করে গলা ফাটাচ্ছে তাদের কমেণ্ট, ব্লগ পড়লেই বোঝা যায়, কোন শ্রেণীর মানুষ।
১৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১০
আমি নই বলেছেন: ক্লোন রাফা বলেছেন: @আমি নই , হাদী উগ্রবাদী না হোলেও তার তথাকথিত প্রতিবাদ উগ্র ছিলো! তৌহিদী জনতার নামে অনেক ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে হাদী।আমি নিজে হাদির বক্তব্য শুনেছি । সে বলেছে তথাকথিত প্রেশার গ্রুপ, প্রকৃত অর্থে মব করতে ডাকলে দেশে পে করতে হবে।
বাংলাদেশের পক্ষের কোনো মানুষ ।বর্তমান পরিস্থিতির সৃষ্টি যারা করেছে তাদের সমর্থন করতে পারেনা।
বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সর্বোচ্চ পর্যায়ের অনৈতিক কাজ করতেও দ্বিধা করেনি। বাংলাদেশের পক্ষের মানুষদের ক্ষমতা থাকলে এই সকল রাজনৈতিক দলগুলোকে সাগরে ছুরে ফেলত।
১৬|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সুত্র: আনন্দবাজার পত্রিকা।
ভাষা আন্দোলনে যুক্ত "আবদুল মতিন" বিএনপির নিকট ৫০ হাজার টাকা দক্ষিণা পাইয়া ২০১১ সালে মিডিয়াতে বলেছিল " দেশের জনগন এখন ক্ষুব্ধ, তারা মধ্যবর্তী নির্বাচন চায়"। এখন দেখেন নজরুলের উওরসুরীরা কত রুপির বিনিময়ে এই স্টেটমেন্ট দিলো?
হাদি ৭১ স্কেম মনে করে, সে উগ্রবাদি আর নিঝুম মজুমদার ভারতীয় চ্যানেলে বাংলাদেশে সেনা অভিযান করতে বলে, সে ৭১ চেতনায় উজ্জীবিত সাচ্চা দেশপ্রেমিক। নিঝুম মজুমদারের গালাগালি নিয়ে কোন সুশীল ব্লগার কখনো প্রতিবাদ করেছিল বলে মনে পড়ে না।
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৪
মাথা পাগলা বলেছেন: রুপির বিনিময়ে যদি স্টেটমেন্ট দেয়ও, যথেষ্ট যুক্তিসঙ্গততা আছে।
নিঝুম কি এমন ব্যক্তিত্ব যে তাকে নিয়ে আলোচনা হবে? সুশীল সমাজ বলতে যদি বেশীরভাগ লোক ৭১ এর পক্ষের লোক হয় তাহলে নিঝুমের অপকর্ম নিয়ে কথা কম হবে। আর তারে নিয়া তো হাদির মতো এতো উন্মাদনা ছড়ায় নাই। ভিডিওতে প্রায়ই দেখি নিঝুম কান্না কান্না ভাব নিয়ে প্রমিজ করে নতুন ভাবনা নিয়ে লীগ গঠন করে দেশের উন্নতি ঘটাবে।
আম্রা প্রধনমন্ত্রীর লোক - নিয়ে চটি পিয়াল আর হারপিক মজুমদারের সাথে অনেক তর্ক করেছিলাম। ভারতের নিউজ রিলে শুনলাম দিপু দাসের হত্যার প্রতিশোধ নিবে কিন্তু দিপু দাসের মতো ভারতে ২০১৯ এ সংখ্যালঘু মুসলিম আফরাজুলকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিলো।
১৭|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@শুধু নিঝুম কেন ? গোলাম মাওলা রনিও চায় ভারত বাংলাদেশ এটাক করুক , আপনার শামিম হায়দার পাটোয়ারি মনে করে ভারত এটাক করতে পারে।
হারপিক মজুমদার পিনাকি-ইলিয়াসের আওয়ামি ভারশন ।
১৮|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৬
শ্রাবণধারা বলেছেন: এটাকে এভাবে না দেখে পজিটিভলি দেখা যেতে পারে!
এমনও তো হতে পারে, মৃত্যু-পরবর্তী জীবনে হাদির "বিদ্রোহী" কবিতা আবৃত্তি শুনে নজরুল খুশি হয়ে হাদিকে তাঁর লেখা শ্যামা সংগীতে তালিম দিচ্ছেন!
![]()
১৯|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
হাদির মাথায় গুলি নিয়ে দেশের আইনশৃঙ্খলা অবনতি এবং তার মৃত্যুকে কেন্দ্র করে সংগঠনটি মব সন্ত্রাস, সহিংসতা এবং সর্বশেষ সুকৌশলে তার মৃত্যুর আবেগ কে ভারতীয় আধিপত্যবাদ এবং নজরুল ইসলামের পাশে কবরস্থ করার রাজনীতি নিয়ে সমালোচনা হতে পারে? কিন্তু আপনি আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়ে ভারতে বসবাসকারী নজরুলের উওরসুরীদের বয়ান দ্বারা হাদিকে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর ট্যাগ দিয়ে দিলেন। আওয়ামী লীগের পেইজ এবং তাদের মুখপাত্ররা একদম এই কথাগুলো ই বলছে।
বাংলাদেশ বসবাসরত নজরুলের উওরসুরীরা যদি এখন বলে "আমরা গর্বিত! নজরুল ভক্ত বিপ্লবী হাদিরকে কবরস্থ করায়" তখন কি বললেন?
@কুতুব: আমার মতো নিরপেক্ষ দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীকে আপনি সুকৌশলে জাপা লাভার ট্যাগ দিয়ে ব্লগে প্রতিষ্ঠিত করেছেন; বিকাশ নুরু ঠিক একই কাজ করতো। আমি এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে গেলাম। :p
২০|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@নুরু ভাইকে যখন পেটানো হয়েছিলো সবাই যদি সিরিয়াস হতো তবে হাদিকে মারা যেতে হতো না ।
২১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ৩টা সেরা বেয়াদবের ১ টা সে।
২২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
দফাদার@নুরু ভাইকে যখন পেটানো হয়েছিলো সবাই যদি সিরিয়াস হতো তবে হাদিকে মারা যেতে হতো না । কুতুব: নুরু একটা স্বীকৃত বাটপার। গরুর রক্ত মেখে নুরুর মাইর খাওয়ার অভিনয় দেখে দেশবাসী প্রতিক্রিয়া দেখাইনি বরং খুশিই হয়েছে।
লীগ তারে একাউন্টে কিছু টাকা দিলে কালকে জয় বাংলা বলে স্লোগান দিবে এই বাটপার।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৬
এনামেল হউক বলেছেন: ছাগলের বাচ্চারা হুদাই চেঁচায়।
"নজরুল-হাদির পাশে আরো শায়িত আছেন যারা" (না থাকলেও কিছু আসত-যেত না)
https://www.kalerkantho.com/online/campus-online/2025/12/20/1622579