নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর ! তাই সত্যের কথা বলি ।

পালবিহীন জাহাজ

ছাত্র, কবি, ব্লগার, মানবাধিকার কর্মী ।

পালবিহীন জাহাজ › বিস্তারিত পোস্টঃ

পিলার তত্ত্ব, অত:পর রোড তত্ত্ব

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

মহিউদ্দিন খান আলমগীর এম.পি। কে না চিনি আমরা এই বিজ্ঞ লোকটিকে। "পিলার তত্ত্ব" দিয়ে যিনি স্মরণীয় হয়ে আছেন বাংলাদেশের বুকে।

এবার নতুন করে আলোচনায় এসেছেন তার আবিষ্কৃত নতুন তত্ত্বের জন্য।
আর তা হল "রোড তত্ত্ব"। তিনি এই তত্ত্বে বলেন, " তোরা আমারে ভোট দিয়া এমপি বানাস নাই। আমি বারবার এমপি হয়েছি পরাজয়ের পরও। আর তাছাড়া গত দুইবারই বিনা প্রতিদ্বন্দ্বিতা আর বিনা ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমি তোদের রোডের সংস্কার কাজ করতে পারমুনা। কচুয়া এলাকার উন্নয়ন আমি কোনদিনও করুমনা " ।

এই তত্ত্ব উঠে এসেছে কচুয়া উপজেলা আওয়ামীলীগ এর একজন প্রতাপশালী নেতার বিজ্ঞপ্তির মাধ্যমে।

এখন আসি আসল কথায়।

গত কয়েক বছর ধরেই কচুয়া উপজেলার গৌরিপুর-সাচার, সাচার-কচুয়া রোডটির অবস্থা এতটাই নাজুক যে, যে কেউই এই রাস্তা দেখলে বলে, " ভাই এই এলাকার এমপি কে? উনি কি এর রাস্তাটা ঠিক করতে পারেন না?
রাস্তার অবস্থা এমন যে, পুরোটাই গর্ত আর খাল। মাছ চাষ করলে আশা করি লোকসান হবেনা।
গাড়ি, সিএনজি, রিক্সা যেকোন সময় উল্টিয়ে যেয়ে মারাত্মক দূর্ঘটনায় পতিত হতে পারে। এই পর্যন্ত অনেক এক্সিডেন্ট হয়েছে এ যাতীয়।

এমপি সাহেবের "রোড তত্ত্ব" হেতু স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা "গর্ভবতী" বোধ করছেন। এমনকি স্বয়ং মখা আলমগীর এমপিও নিজেকে ৮০বছর বয়সী ৪মাসের "গর্ভবতী" মনে করছেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.