নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

‘শৈশবের স্মৃতিচারণ’ বিষয়ক লেখা প্রতিযোগিতার বিচারকগণ

০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৯

প্রিয় ব্লগার,

‘শৈশবের স্মৃতিচারণ’ বিষয়ক লেখা প্রতিযোগিতার বিচারক হিসাবে ব্লগ টিম থেকে যাদেরকে নির্বাচন করা হয়েছে, তাঁরা হলেনঃ
ব্লগার জুলভার্ন, লেখক এবং এক্টিভিস্ট।
ব্লগার কাওসার চৌধুরী, লেখক।
ব্লগার শাহ আজিজ, ভাস্কর এবং লেখক।


বিনীত,
ব্লগ টিম।

মন্তব্য ৩৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার জুলভার্ন ভাইকে পেয়ে ভালো লাগছে। বাকিদের প্রতিও আস্থা পোষণ করছি।

২| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৭

কাছের-মানুষ বলেছেন: চমৎকার। অবশেষ সব জল্পনা কল্পনার অবসান হল! বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের প্রতি অগ্রিম শুভকামনা রইল।

৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জুল ভার্নকে পেয়ে সত্যিই ভালো লাগছে । বিচারক প্যানেলের প্রতি পূর্ণ আস্থা রইল । অভিনন্দন সবাইকে !!!

৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১২

গেঁয়ো ভূত বলেছেন: জুলভার্ন ভাই ফিরে আসছেন এমন একটা সুসংবাদ দেয়ার জন্য ব্লগ টিমকে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন সবাইকে

৬| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:২৪

মিরোরডডল বলেছেন:




জুল ভার্ন বিচারক হয়ে আসবে এটা সবচেয়ে ভালো নিউজ :)
আশা করি সেখান থেকে তার যাত্রা আবার শুরু হবে।
বিচারক সিলেকশন খুব ভালো হয়েছে কাভা।

৭| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার সিলেকশন।

৮| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই আয়োজন দেখে মনে হচ্ছে সামু আবার আগের মত জমে উঠেছে । শুভ কামনা রইল

৯| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: জুল ভার্ন আপনাকে ধন্যবাদ। ব্লগার শাহ্ আজিজ ও ব্লগার কাউসার চৌধুরী আপনাদের দুজনকেও ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: বাহ! দারুণ।

১১| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




বিচারক হিসেবে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন।
বিশেষ করে জুল ভার্ন এর হাজির হওয়া আশাব্যঞ্জক।

১২| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:১৭

একলব্য২১ বলেছেন: দারুণ প্যানেল। শুভ কামনা রইলো। কাভা ভাই দারুণ কাজ করেছেন।

১৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো সিলেকশন। অভিনন্দন।
লেখার সময় তো শেষ তাই না?

১৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:৩৪

জটিল ভাই বলেছেন:



প্যানেলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

১৫| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
‘শৈশবের স্মৃতিচারণ’ বিষয়ক লেখা প্রতিযোগিতার বিচারক প্যানেল
নির্বাচনের প্রক্রিয়াটি সুচারুভাবে সম্পন্নের জন্য ব্লগ টিমের প্রতি রইল
ধন্যবাদ।নির্বাচিত সন্মানিত বিচারক মন্ডলির প্রতি রইল অভিনন্দন।

১৬| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: মাননীয় কাভা ভাই একটা অসাধ্য সাধন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটা প্রতিযোগিতার সন্তোষজনক একটি অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। সাথে সাথে নবনিযুক্ত বিচারক মন্ডলীকে জানাই অভিনন্দন।

১৭| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: এখানে আমাদের অতি সম্মানিত চারজন ব্লগার বিচারিক প্যানেলে আসতে অপারগতা প্রকাশ করেছে। দুঃখের বিষয় তারা ব্লগের সবচেয়ে পুরনো,বিজ্ঞ ও ঋদ্ধ ব্লগার হওয়া সত্ত্বেও এম আলী ভাই ছাড়া আর কেউ শৈশবের স্মৃকথা লেখেননি। ব্লগারেরা নিশ্চিত কিছু ভাল লেখা থেকে বঞ্চিত হলেন!
ভবিষ্যতে আশা করি আপনারা এভাবে আমাদের আশাহত করবেন না।
আমি কাউকে আলাদাভাবে অভিনন্দন জানাব না এখানে- তাহলে পক্ষপাতিত্ব হবে।
আমার দৃঢ় বিশ্বাস স্মৃতিকথায় প্রথম আর দ্বিতীয় স্থান নির্ধারন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে মাত্র দুই জনের মধ্যে। শুধু তৃতীয় স্থান অধিকারের জন্য আমরা ৬০/৭০ জন ব্লগার লড়াই করব :)

১৮| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার কাউসার ভাই ও শাহ আজিজ ভাই অভিনন্দন প্যানেলে যুক্ত হওয়ায়। সকল প্রতিযোগির জন্য শুভকামনা।

১৯| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৪৪

শেরজা তপন বলেছেন: আমার মন্তব্যের অন্তর্নিহিত টপিক যদি কেউ না বুঝেন তো নির্বাচন শেষে আমি নিজ দায়িত্বে বুঝিয়ে দিব।
দয়া করে না বুঝে কেউ প্যাঁচাবেন না।

২০| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৫০

মোগল সম্রাট বলেছেন:

অভিনন্দন সন্মানিত বিচারকদের

২১| ০৯ ই জুন, ২০২৩ রাত ১:২৮

হাসান জামাল গোলাপ বলেছেন: অভিনন্দন বিচারকবৃন্দ।

২২| ০৯ ই জুন, ২০২৩ রাত ১:৫৮

শার্দূল ২২ বলেছেন: চমৎকার তিনজন মানুষকে তুলে এনেছেন ।


অভিনন্দন আপনাদের তিনজন কে।


শুভ কামনা

২৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ২:৩৪

চারাগাছ বলেছেন: জুল ভার্ন কে পেয়ে অনেকেই খুশি।

২৪| ০৯ ই জুন, ২০২৩ ভোর ৪:১২

নাজনীন১ বলেছেন: বিচারকগণকে অভিনন্দন!

কিন্তু কথা হলো স্মৃতিচারণ মূলক লেখাগুলো কি জমা হয়ে গেছে?

২৫| ০৯ ই জুন, ২০২৩ ভোর ৫:০০

কামাল১৮ বলেছেন: ব্লগ টিম যদি বিচারক ঠিক করবে তবে এতো জল গোলা করার দরকার কি ছিলো।

২৬| ০৯ ই জুন, ২০২৩ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: বাহ! জুলভার্ন ভাইয়া!
অনেক ভালো লাগছে ভাইয়াকে এইখানে দেখে।

সত্যিই খুব ভালো হয়েছে এই প্যানেল।

প্রক্রিয়াও মজার ছিলো।

যদিও এই রাজী গররাজীর মাঝে ব্লগ থেকেই কিন্তু শাহ আজিজ ভাইয়াকে পাওয়া গেছে। কাওসারভাইয়াকেও মনে হয়।

আর জুলভার্ন ভাইয়াকে আনা মনে হচ্ছে পুরোটাই কাভাভাইয়ার কৃতিত্ব!!!!!!!


গুড গুড গুড ভেরী গুড!!!


লাভ ইউ অল!!! :)

২৭| ০৯ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৯

মিরোরডডল বলেছেন:



শায়মাপু আমারও তাই মনে হয়।
লাস্ট কিছুদিন ব্লগারদের মন্তব্য প্রতিমন্তব্য এসবের মধ্যে দিয়ে শাহ আজিজ মনোনীত হয়েছে বলে মনে করি, যেটা ভালো সংবাদ এমনটাই হবার কথা ছিলো।
কাওসার চৌধুরী নন-পার্টিসিপেন্ট হিসেবে কিন্তু ইতিমধ্যে ব্লগারদের মনোনয়ন পেয়েছে।
অর্গানাইজার হিসেবে সিদ্ধান্ত সামু টিমের হলেও ব্লগারদের ইনভল্ভ করাটা কাজে দিয়েছে :)

জুল ভার্নকে বিচারক হতে ইনভাইট করার সিদ্ধান্তটা সম্ভবত ব্লগটিমের আগে থেকেই মাস্টারপ্ল্যানে ছিলো।
Because this is the perfect time and opportunity to reunite with him.
Good to see he accepted.

এখন পর্যন্ত যা হয়েছে ভালো হয়েছে।
আশা করি বাকিটা সুন্দর হবে।
সবার জন্য শুভকামনা।


২৮| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: মিররমনি একদম ঠিক ঠিক বলেছো।

শাহ আজিজ ভাইয়া আর কাওসার ভাইয়া ব্লগ ও ব্লগের মতামত ঐক্য থেকেই পাওয়া আর আরেকজন যোগ্য বিচারক হিসাবে জুলভার্ন ভাইয়াকে সসন্মানে ফিরিয়ে আনার জন্য একমাত্র কাভাভাইয়াকে ফুলের মালা দেওয়া হলো। :)

২৯| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে ৩ জন বিচারক পাওয়া গেল। বিশেষ করে জুলভার্নের আগমন ব্লগারদের জন্য দারুন আনন্দের বিষয়। দিন শেষে এইখানে আমরা সবাই ব্লগার । ব্লগকর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কাউসার চৌধুরী এখন ব্লগিং করেন কি না আমার জানা নেই। বিচারিক দায়িত্ব পালন করে তিনি নিয়মিত হলে ব্লগের জন্য ভালো হবে। ব্লগার শাহ আজিজ নিয়মিত ব্লগিং করেন। এক কথায় তিনি ব্লগ রত্ন । এইবার অপেক্ষার পালা কাদের ভাগ্যে পুরষ্কার জুটে। প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সকল ব্লগারদের জন্য অগ্রিম শুভকামনা।

৩০| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫১

জুন বলেছেন: বিচারকদের প্রতি সম্পুর্ন আস্থা রইলো

৩১| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৯

ঢাবিয়ান বলেছেন: EXCELLENT বিচারক প্যনেল সিলেক্টেড হয়েছে। অভিনন্দন সবাইকে ।

৩২| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৩৩| ০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অসাধারণ তিন ব্লগারকে সিলেকশন করার জন্যে ধন্যবাদ নিরন্তর।

তবে, শায়মা আপুনির নাম না দেখে মনটা একটু খারাপ হল।

৩৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:২৩

শাওন আহমাদ বলেছেন: জুলভার্ণ ভাইকে ব্লগে মিস করছিলাম, তাকে দেখতে পেয়ে ভালো বোধ করছি। বিচারকদের প্রতি ভালোবাসা রইলো, ব্লগবাসি সত্য-সুন্দর এক ফলাফলের অপেক্ষায়..

৩৫| ১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৩

আরাফআহনাফ বলেছেন: ৩ জন বিচারকের প্রতিই আস্থা পোষণ করছি।

৩৬| ১৪ ই জুন, ২০২৩ রাত ১১:২৪

নাজনীন১ বলেছেন: ভাই কোথায় হারালেন? কমেন্টের উত্তর দিচ্ছেন না যে!

৩৭| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:১৮

মুগ্ধ নয়নের আগন্তুক বলেছেন: আমার ইমেইল আইডি ও পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কোন ভাবে কি আমার ইমেইল চেঞ্জ করা বা আমার আইডি ফিরে পাওয়া সম্ভব ? আমি কি আমার ব্লগ টি ফিরে পাব না? আআমার শুধু ইউজার আইডি মনে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.