নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

নাম খুঁজতে সাহায্য করুন।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

প্রিয় ব্লগারবৃন্দ,

ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য একটি সুন্দর অর্থবহ নাম খুঁজতে সাহায্য করুন।

বিনীত,
ব্লগ টিম।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

মঈনউদ্দিন বলেছেন: একটি ম্যাগাজিনের জন্য একটি সুন্দর এবং আকর্ষণীয় নাম বেছে নেওয়া কিছুটা কঠিন হতে পারে, কারণ এটি ম্যাগাজিনের বিষয়বস্তুর মোটামুটি আবার তার লেখকদের শখের প্রতি মোটামুটি মনোনিবেশ করে। একটি সুচারু এবং প্রতিস্থানে প্রকাশিত হওয়া এবং প্রস্তুত করা ম্যাগাজিনের জন্য নাম চয়ন করার জন্য কিছু অভিজ্ঞান হতে পারে:

কথারচোর: এটি একটি আকর্ষণীয় ও স্বদেশী নাম হতে পারে, যা উপনিবেশী এবং লেখকদের কথা বলার জন্য উপযোগী হতে পারে।

সমৃদ্ধি: এটি একটি সুন্দর ও সংক্ষেপভাবে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়বস্তুতে উপনিবেশী হতে পারে।

বিচিত্র: এই নামটি ম্যাগাজিনের বিভিন্ন ধরণের রচনা, চিত্র, এবং সৃজনশীল ক্ষেত্রে সমৃদ্ধ এবং ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহী হতে পারে।

অভিভাষণ: এটি একটি বিচারপ্রদ এবং উদার নাম হতে পারে, যা ম্যাগাজিনের প্রতি প্রকারের প্রতিষ্ঠান এবং ইঙ্গিতগুলি নির্ভর করে।

কথা-মতি: এই নামটি উপনিবেশী, প্রতিবেশী এবং ভাষা নিয়ে একটি প্রধান বিষয়বস্তুর ম্যাগাজিনের জন্য উপযোগী হতে পারে।

কলমচারা: এটি একটি সাহিত্যিক ও সাহিত্যিক ম্যাগাজিনের জন্য একটি সুন্দর নাম হতে পারে, যা লেখকদের ও পাঠকদের মধ্যে একটি সংবাদমূলক প্রতিষ্ঠান করতে সাহায্য করতে পারে।

আলোকিত: এটি সৃজনশীল এবং আধুনিক বিষয়বস্তুতে কেন্দ্রিত হওয়ার জন্য একটি ম্যাগাজিনের নাম হতে পারে, যা বিভিন্ন আলোকিত বিষয়গুলি আলোচনা করতে সাহায্য করতে পারে।

সৃষ্টির সম্প্রসারণ: এটি বিভিন্ন সৃষ্টির দিকে মুখোমুখি হওয়ার জন্য উপযোগী হতে পারে, যা নানান রকমের সৃষ্টিশীল ক্ষেত্রে রচনা করতে সাহায্য করতে পারে।

বৃদ্ধি: এটি ম্যাগাজিনের বিভিন্ন দিকে পৌঁছাতে সাহায্য করতে পারে, এবং এটি একটি প্রদানকারী এবং বৃদ্ধির ভাষা প্রবর্তন করতে সাহায্য করতে পারে।

আপনি চাইলে এই নামগুলির মধ্যে কোনটি বেশি পছন্দ করতেন, বা এটি আপনার ম্যাগাজিনের আত্মবিশ্বাসের সাথে সঙ্গতি পান তা নির্ভর করে।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: "বাঁধ ভাঙার আওয়াজ" ও তো হতে পারতো।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

মৃতের সহিত কথোপকথন বলেছেন: তাহাদের কথা

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৪

বিজন রয় বলেছেন: একটি সুন্দর আহ্বান!
এ আগে যেসব ম্যাগাজিন বের হয়েছিল তার কয়েকটির নাম জানতে পারলে ভাল হতো।
যদিও প্রয়োজনের সময় সুন্দর নাম খুঁজে পাওয়া মুশকিল।
তবুও আমি চেষ্টা করছি.............
০৪টি নাম দিলাম.......
.
০১. সূর্যঘ্রাণ
০২. সূর্যযাত্রা
০৩. অমৃত ও জল
০৪. সংক্রামিত পান্ডুলিপি
.

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শাণিত চিন্তন

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৯

বাকপ্রবাস বলেছেন: বিষয়বস্তুর উল্লেখ না থাকলে নামকরণটা একটু কঠিনই হয়ে যায়, কমেন্ট এ ভাল কিছু নাম আসছে,

পিদিম
চেরাগ
বিচ্ছুরণ

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: চিত্ত সরোবর

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

গেঁয়ো ভূত বলেছেন: প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য প্রস্তাবিত নাম সমূহঃ

খেয়া, প্রভাকর, দহন, ঝটিকা, ঝঞ্ঝা, প্লাবন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

গেঁয়ো ভূত বলেছেন: কালের খেয়া নামটাও মন্দ না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। চেতনার উদ্ভাস
২। দুর্বার স্রোতস্বিনী
৩। ভাবুকের কথামালা
৪। অন্তহীন ঝর্ণাধারা

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খায়রুল আহসান স্যারের প্রস্তাবটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগলো।


বাঁধ ভাঙ্গার আওয়াজ (বড়ো ফন্টে)
সামহোয়্যারইন ব্লগ সংকলন (নীচে ছোটো ফন্টে)
ব্যাকগ্রাউন্ডে ব্লগ কভারের শ্যাডো থাকবে মূল কভারের সাথে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৬

আরোগ্য বলেছেন: ১. "বাঁধ ভাঙার আওয়াজ"
২. "দ্যুতি"
৩. আলোকরশ্মিগুচ্ছ

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০১

পাজী-পোলা বলেছেন: চর্চিত
সাময়িক
বিরুদ্ধ
আওয়াজ
ব্লগজিন

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

করুণাধারা বলেছেন: অর্থ বোঝা যায় না এমন একটা ঘূর্ণিঝড়ের নাম দিলে কেমন হয়!! B-)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮

কাছের-মানুষ বলেছেন: কি ধরনের লেখা বাছাই করা হয়েছে বা কবে হয়েছে সেগুলো বিস্তারিত দিলে নাম সাজেষ্ট করতে সুবিধা হত।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫৪

স্প্যানকড বলেছেন: বিষয়টা কিমুন হইল? সেই কৌতুকের মতো একজন ফেসবুকে স্ট্যাটাস দিল " ক্ষমা " এখন কি সে ক্ষমা চাইল? না, করল বোঝা গেল না। হা হা হা :) বিষয় বস্তু কি সেটার উপর নির্ভর করে নাম। যাই হোক আনন্দ নিয়ে থাকবেন :)

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৮

সামরিন হক বলেছেন: বাকপ্রবাসের পরামর্শগুলো ভালো লেগেছে।

বিচ্ছুরণ ---এর সাথে ব্লগ বা ব্লগার যোগ দেওয়া যেতে পারে।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন:




পরশমনি - সামুর পরশমনির স্পর্শ পেলে লেখক হওয়ার বাসনাকারী সুলেখক হয়ে যায়
কবি হওয়ার বাসনাকারী গুণী কবি হয়ে যায়, সামুর পরম মমতায় আর নিয়মচারিতায় লেখালেখি করে
পরশমনি শ্পর্শের মত সকলেই সোনা ফলায় । এসব বিবেচনায় ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিতব্য
ম্যগাজিনটির নাম পরশমনি প্রস্তাব করলাম ।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: নিচের কিছু শব্দ ছাড়া তেমন কিছু মনে পড়ছে না।

উন্মেষ, দীপশিখা, বর্ণবীথি, প্রচ্ছাস (প্রকাশ + উচ্ছ্বাস). পাঁচকথা, তথাপি।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

নূর আলম হিরণ বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ। এই নামে আগে কোনো ম্যাগাজিন প্রকাশিত না হলে এটাই ভালো হবে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

রানার ব্লগ বলেছেন: বাংগালীর কন্ঠস্বর। বাধ ভাংগার আওয়াজ, দ্বীপশিখা।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ নামে আগে কোনো ম্যাগাজিন প্রকাশিত হয়ে থাকলে "ধূসর কিশলয়" নামটি বিবেচনা করা যেতে পারে। ধূসর রঙটি প্রজ্ঞা, মর্যাদা ও অভিজ্ঞতারও প্রতীক; কিশলয় নবজীবনের প্রতীক। এই দুয়ের সংমিশ্রণ ও সামঞ্জস্যেই গত আঠার বছর ধরে বয়ে চলেছে সামহোয়্যরইনব্লগ এর শান্ত স্রোতধারা।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: খায়রুল আহসান বলেছেন: "বাঁধ ভাঙার আওয়াজ" ও তো হতে পারতো। এটা আমার কাছে ভাল লেগেছে।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আমার যুক্তিতে এভাবে প্রতিবার ম্যাগাজিন সংখ্যার জন্য পৃথক পৃথক নাম পছন্দ না করে একটা নির্দিষ্ট নাম ব্যবহার করে সংখ্যা উল্লেখ করে করে ছাপানো যেতে পারে। ইতিমধ্যে উল্লেখিত 'বাঁধ ভাঙার আওয়াজ' নামটি শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যার বা সোনাবীজ ভাই উল্লেখ করেছেন।বস্তুত সামহোয়্যার ইন ব্লগের হৃদ স্পন্দন 'বাঁধ ভাঙার আওয়াজ' নামটি আমার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে হয়েছে।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ

সকল সামু ব্লগারের পছন্দের একটা লাইন।

আর এটা একটা চমতকার অর্থও বহন করে।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ নামটিই সবচেয়ে সুন্দর হবে।

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

জুন বলেছেন: ১. বাধ ভাংগার আওয়াজ
২. কলতান

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১

ঢাবিয়ান বলেছেন: খায়রুল আহসান বলেছেন: "বাঁধ ভাঙার আওয়াজ"

আমিও একমত

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: #স্প্যানকড
সব ধরণের লেখাই থাকবে। ব্লগে তো শুধু কবি না
লেখক উপন্যাসিকও আছেন

কমন ধারণা

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগবীক্ষণ
শতদল
আলোকের ঝর্ণাধারা

৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ - নামটি আমার মনে হয় সবচেয়ে গ্রহনযোগ্য এবং সুন্দর।

৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ - নামটি আমার মনে হয় সবচেয়ে গ্রহনযোগ্য এবং সুন্দর।

রাইট।

৩৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

গেঁয়ো ভূত বলেছেন: "বাঁধ ভাঙ্গার আওয়াজ"

ওকে।

৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:২০

ডঃ এম এ আলী বলেছেন:


‍‍
@কাল্পনিক_ভালোবাসা
গত ২০২০ এ ব্লগ দিবসের বিশেষ ম্যাগাজিন এর নাম ছিল বাঁধ ভাঙার আওয়াজ

তাই এখন মনে এ নামটিই প্রস্তাবিত ম্যাগাজিনের নাম হিসাবে দিতে/রাখতে চাইলে
এর সাথে প্রকাশের বছর ২০২৩ বা ম্যাগাজিন সংখ্যা -২ উল্লেখ করে দিতে হবে।
তা না হলে ম্যাগাজিনটিকে অন্তর্জালে খুঁজে নেয়ার লক্ষ্যে শুধু নাম দিয়ে ইন্টারনেটে
অনুসন্ধানে সহজেই সঠিক করে বুঝা যাবেনা কোনটি কোন বছরের ম্যাগাজিন ।
এমতাবস্থায় উপরের ২৩ নং মন্তব্যে ব্লগার খায়রুল আহসানের প্রস্তাবটি বিবেচনা করা যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.