নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম,কেমন আছেন??

নিশাচর গোয়েন্দা

নিশাচর গোয়েন্দা › বিস্তারিত পোস্টঃ

ভোর হত আর কত দেরি?

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

ভোর হতে কত দেরি?
,
মা ভোর হতে কত দেরি?ভিষণ ক্ষুদা
পেয়েছ, আর পারছি না। এইত বাবা
আর
একটু অপেক্ষা কর ভোর হতেই তর
বাবা তর জন্যে খাবার নিয়ে আসবে।
সবে রাত ১টা বাজে।ক্ষুদার্থ ছেলেটার
রাত যেন কাটেই না । বাবা দিনমজুর
আজ কাজ ও পাই নাই খাবার ও
জোগাড়
হয় নাই। ভোর হলে কাল যে কাজ
জোগাড় হবে তার ও কোনো নিশ্চিয়তা
নেই।
মা-বাবা কলসির পানি খেয়ে কোনোমতে
চালিয়ে দিচ্ছে। তাদের আদরের ছোট্র
কোকাটি ক্ষুদার জালায় কাতরাচ্ছে।মা
পাশেবসে মাথায় হাত বুলিয়ে দেয়,মায়ের
চোখের এক কোণে জল উঁকুঝুকি মারছে
;শত চেষ্টার পর ও চোখ বেয়ে নোনা
পানির জল আছড়ে পরে যাচ্ছে ছেলের
মাথায়। পাশে খাঁটে হেলান দিয়ে মাটিতে
বসা ছেলেটির বাবা নিঃস্তব্দতায়
চোখের চাহনিতে একপলক তাকিয়ে
আছে
পাথরের মত,নিজেকে খুবেই অকর্মক
ভাবতে বাকি রাখছে না।
,
এমন সময় ছেলেটি আবার ডেকে উঠল
মা ভোড় হতে আর কত দেরি?!!
এটি একটি কল্পনায় কল্পিত লেখা,
তবে
বাস্তবে এর মিল রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.