নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

এম এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামে আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ায় পজেটিভ নিউজ প্রচার করতে সমস্যা কোথায়?

০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৪১









আমাদের সমাজের বেশির ভাগ মিডিয়ায় কেবলি খারাপ সংবাদ এ ভরা। ভাল নিউজ যেন নিউজ নয়। এডিটরগন খুন হত্যা ধর্ষন আর দুঃঘটনার নিউজ প্রতারণার নিউজ গুলিকেই বেশি কভারেজ দেয়। পাঠকরা নাকি খারাপ সংবাদ খায় বেশি!

সংবাদ মিডিয়া এখন ব্যবসায়িদের দখলে। প্রত্রিকা আর টিভির মালিকরা বলেন কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান দিয়ে লাভ পাচ্ছিনা।!

লাভের জন্য তারা যা খুশি তাই যেন করছে।



সেখানে ভাল খবর যখন পজেটিভ ভাবে হানিফ সংকেত তার ইত্যাদিতে দেখায় তখন আমার মত সাধারণ মানুষরা ভাল কাজের উৎসাহ পায়।



মানুষের সংগ্রাম দেখে চোখের জল ফেলি। প্রতিজ্ঞা করি আমাকেও সফল হতে হবে।। জয় করতে হবে। জয়ি হতে হবে। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে স্বপ্ন দেখি একদিন আমিও করবো জয়। মানুষের বুকে স্বপ্ন জাগাতে হলে হানিফ সংকেতের মত খুজে খুজে ভাল খবর গুলি ছড়িয়ে দিতে হবে যাতে অন্যরাও পারে জয় করতে।

আনোয়ার হোসেন লেবু যেভাবে তার গ্রামকে সন্ত্রাসমুক্ত করলো আর দৃষ্টিহিন ফজলুর রহমান দোতরা বাজিয়ে সংসার চালানোর যে ছবি সংকেত দেখালেন তাতে অনেকের হৃদয় এই ভরে গিয়েছে। মনেপড়ে সংকেত সাহেবের আরেকটি প্রগামে তালগাছ লাগানো এক ভিক্ষুক ব্যাক্তির কথা। সমাজ বদলানোর জন্য এরকম নিউজের কভারেজ দরকার।



সেই সাথে আজ চ্যানেল আইতে একজন সাংবাদিকের উপর প্রগাম দেখলাম । একজন সাংবাদিক যার দুটি পা হারিয়ে গেলেও তিনি এখনও লিখছেন। প্লাষ্টিকের পা লাগিয়ে তিনি এখনও ছুটে চলছেন....। জীবন যুদ্ধে এধরনের মানুষের সংগ্রাম আমাকে পুলকিত করে। আমি জানি অন্যদেরকেও পুলকিত করে তাই মিডিয়ার উচিৎ ভালকাজকে বেশি কভারেজ দেওয়া।









মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:২০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একমত, খালি নেগেটিভ নিউজ, পজিটিভ নিউজ তৈরি করার মত মানসিকতার অভাব। যা মানুষের মাঝে ও নেগেটিভ চিন্তার সূচনা করে।

০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: ব্লগের সাংবাদিক ভাইদের পজেটিভ নিউজ তৈরীর জন্য অনুরোধ করছি।

২| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১৩

নিরবতা বলেছেন: পজেটিভ ????? :D :D :D :D :D :D এই দেশ এ পজেটিভ কিছু কি হইতেছে ??????

০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: দেশকে ভালবাসুন পজেটিভ অনেক কিছুই পাবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
সমস্যা হইল মাল পানিতে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.