| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম . এম ওবায়দুর রহমান
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
তোমার কাছে যেতে চাই
তোমার হাত ছুঁতে চাই
তোমার ঠোটে ঠোট রাখতে চাই
আরো কত কিছু যে আমার চাই!
তৃষ্ণান্ত পাখির মত
অস্থির হয়ে উড়ছি
ছটফট করছি ..
অসহ্য রকম একা আছি
ভীষণ একা আছি
কাউকে বোঝাতে পারিনা
কাউকে বলতে পারিনা
কেন ভোগ করছি যাতনা!
জানি বন্ধু
তুমিও এখন আর চাওনা আমায়
তারপরও তোমার কাছে যেতে চাই
তোমার চোখে চোখ রাখতে চাই
তোমার কপালে অধর ছোয়াতে চাই
উহঃ কত কিছু যে আমার চাই!
তোমার হাসির শব্দ পেলাম
সেদিন সন্ধায়
দেখলাম হাত ধরে আছো
তার
যাকে আমি প্রচণ্ড ঘৃর্না করি,
যাকে আমি খুন করতে গিয়েও
ফিরে এসে ছিলাম।
তোমার পাশে
ঐ দাড় কাকটা কে দেখার পর থেকেই
ছন্নছাড়া আমি
আরো বেশি ছন্নছাড়া হয়েছি
আমার এখন
শূন্যে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে
মরে যেতে ইচ্ছে করছে
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা।
ভাই আমি নিতান্তই একজন পাঠক। লেখক বা কবি নই। ভাল থাকবেন।
২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
সালমা শারমিন বলেছেন: হাঃ হাঃ হাঃ
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই তীব্র শীতে হাসছেন । দেখে ভাল লাগছে। অনেক শুভেচ্ছা রইল।
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
জাতির বিবেক বলেছেন: কবিতা । । । । ছ্যাকা কবিতা !!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বাংলা একাডেমিতে এই ধরণের কবিতা যুক্ত করা হোক।
কবিতা দুই প্রকার
১. সাধারণ কবিতা।
২. ছ্যাকা কবিতা।
৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
টুম্পা মনি বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কি ব্যাপার খুকি?
তুমি বড়দের কবিতা পড়ছো কেন?
৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাললাগলো ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।ভাল থাকবেন। শুভ শৈত্য প্রবাহ
৬|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
রিওমারে বলেছেন: কবিতার আজকাল যে কি বেহাল দশা হইছে ব্লগে না আসলে অজানা থাকত।।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিতার ময়না তদন্ত চলছে। কবিতার নাড়ি ভুড়ি বের করে পরীক্ষা করছি। দেখা যাক কি হয়!
পড়ার জন্য কৃতজ্ঞতা রইল। আজকাল ব্লগে কবিতার পাঠক পয়সা দিলেও পাওয়া যায়না।
৭|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: নিচেরটুকু চরম! মজা পাইছি
তোমার হাসির শব্দ পেলাম
সেদিন সন্ধায়
দেখলাম হাত ধরে আছো
তার
যাকে আমি প্রচণ্ড ঘৃর্না করি,
যাকে আমি খুন করতে গিয়েও
ফিরে এসে ছিলাম।
তোমার পাশে
ঐ দাড় কাকটা কে দেখার পর থেকেই
ছন্নছাড়া আমি
আরো বেশি ছন্নছাড়া হয়েছি
আমার এখন
শূন্যে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে
মরে যেতে ইচ্ছে করছে
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মত সিনিয়র ব্লগারের ভাল লাগছে, জেনে খুশি হলাম। ভাল থাকুন। দোয়া করবেন।
৮|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
সালমাহ্যাপী বলেছেন: ঐ দাড় কাকটা কে দেখার পর থেকেই
ছন্নছাড়া আমি
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই এইডা কিন্ত একটা সিরিয়াস কবিতা ছিল।
অন্তত ৫ নং কমেন্ট পযন্ত তাই মনে করেছে পাঠক।
ভালবাসার মানুষের পাশে হঠাৎ করে যারা দাড়ায় তাদের ভদ্রভাবে গালি দেওয়ার মত আর কোন বিশেষন পাইনি।
৯|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
সালমাহ্যাপী বলেছেন: রিওমারে বলেছেন: কবিতার আজকাল যে কি বেহাল দশা হইছে ব্লগে না আসলে অজানা থাকত।।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিতার ময়না তদন্ত চলছে। কবিতার নাড়ি ভুড়ি বের করে পরীক্ষা করছি। দেখা যাক কি হয়!
![]()
পড়ার জন্য কৃতজ্ঞতা রইল। আজকাল ব্লগে কবিতার পাঠক পয়সা দিলেও পাওয়া যায়না।
১০|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
শাহরিয়ার মামুন১ বলেছেন: দার কাকটা
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কে ভাই?
আপনি চিনছেন?
১১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
আমি বাঁধনহারা বলেছেন:
যে আছে হৃদয়ের আঙিনায়
সর্বদা ইচ্ছে করে তার কাছে ছুটে যাই।
যার নামটি লেখা আছে হৃদয়ের খাতায়
তার ছবি ভেসে আসে নিশীথ নিশায়।
ভালো লাগল+++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অবশ্যই মনে রাখবো। একটা উপন্যাস আর একটা গল্পের বই লেখার প্রেসারে আছি। শেষ করে আপনাদের পোষ্ট বেশি করে পড়বো
১২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
মাছিমারা কেরাণী বলেছেন: ধুর মিয়া।
তোমার ঠোটে ঠোট রাখতে চাই............(একটি সিরিয়াস প্রেমের কবিতা) কিসের সিরিয়াস কবিতা এটা????????/
কোনদিক থেকে সিরিয়াস????
ঠোটে ঠোট রাখতে চাই - এটা কোন কবিতার নাম হলো?? আজাইরা কিছু লিখলেই কবিতা হয়ে যায়??
এরকম কবিতা পড়ে প্রেমিকাও পালিয়ে যাবে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্লিজ পাগলামি করবেন না। শান্ত হয়ে বসুন।
সারাদিন মাছি মেরে আপনার মাথা পুরো গরম দেখছি।
প্যারাসিটামল দুই বেলা খান.............
১৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
প্রিয়তমেষূ বলেছেন: কবিতা ভালো লাগলো !!! আরো কবিতা চাই!!!
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। আমার খুব বেশি কবিতা নেই। আমি ঠিক কবিতা লিখতে পারিনা। লিখতে বসলে ভীষন ক্লান্ত লাগে। মনে হয় দুই মন ওজনের বস্তা মাথায় নিয়ে বসে আছি।
আপনার প্রেরণার জন্য অনেক কৃতজ্ঞা জানাই। ভাল থাকুন।
১৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
জনি_ইংলিশ বলেছেন: @কেরানি> তোমার মত সামান্য ৪র্থ শ্রেনির কেরানী কি ভাবে সামুর মত একটি ১ম শ্রেনির ব্লগে লিখতে সাহস পাও সেটা বুঝলাম না। ল্যাদানি বন্ধ করো
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই নীক নতুন হলেও গত দুই বছর লিখছি, পড়ছি অনেক ব্লগ। তাতে কেরানীদের মত ব্লগারদের দেখাও পেয়েছি।
মনে হয়না সে সিরিয়াস ভাবে আমাকে বকা দিয়েছে। যদি দেয়ও তাতে আমি রাগ করিনি।
কেননা আমি কবি নই।
ঐকর্ম আমাকে দিয়ে হবে না। তবে জীবনের নানা মুহূর্তে আমরা আবেগ দ্বারা আকান্ত হই, তখন মনে হয় কিছু লিখি।
সেই জন্য কিবোর্ডে বসি।
সেখানে বন্ধু ব্লগারদের যখন হৃদয়ের কথাগুলি শোনাতে পারি। মনটা হালকা হয় । ভাললাগে।
আমিও আরেক ব্লগারের জীবনটা শেয়ার করি। কারো সাহিত্য খারাপ লাগলে আমিও সমালোচনা করি। তবে কাউকে কষ্ট দিতে আমি পারিনা।
ভাল থাকুক সকল ব্লগার বন্ধুরা।
১৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
IN THE NAME OF INNOCENCE বলেছেন:
@ মাছিমারা কেরানি > তোমার মত সামান্য ৪র্থ শ্রেনির কেরানী কি ভাবে সামুর মত একটি ১ম শ্রেনির ব্লগে লিখতে সাহস পাও সেটা বুঝলাম না। ল্যাদানি বন্ধ করো
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
হাসান ফেরদৌস বলেছেন: @মাছিমারা কেরাণী
কবিতা হলো আবেগের জিনিস, আপনার ভালো না লাগলেই সেটা কবিতা হবেনা আপনার ভালো লাগলে কবিতা হবে এমন কোন ধরাবাধা নিয়ম নেই।
সমালোচনা করবেন করুন তবে তা হতে হবে অবশ্যই গঠনমুলক।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১৭|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
হাসান ফেরদৌস বলেছেন: ভালো লিখেছেন ওবায়েদ ভাই
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিতার কোন সজ্ঞা নেই।
লেখার কোন ফমুর্লাও নেই। যারা সমালোচনা করে তাদের লেখার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবো না। তবে সবিনয়ে বলতে চাই ভাইয়া তুমি একটা ভাল কবিতা লিখে জাতিকে ভারমুক্ত কর!
১৮|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
মৃন্ময় বলেছেন: ami kobita mone kore ja likci tai kobita............apnar valo laguk kiba karap laguk tathe kicu jai asena............mone hoi kothata askar wild bolecilen
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
সজিব তৌহিদ বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগলো কবি ভাই.............