নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের মাথায় এমনই বুদ্ধি আসে =p~ =p~ =p~

২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৩১

মৌচাক মার্কেটের পাশে যে ওভার ব্রীজটা আছে তন্নী ঠিক তার নিচে দাড়িয়ে আছে । ময়লায় ডাস্টবিন থেকে একটু দুর্গন্ধ নাকে এসে লাগছে । একটু যে দুরে সরে যাবে সেটা ও করতে পারছে না । তার প্রধান কারনটা হল তন্নী পথ হারিয়েছে ।

এই এলাকায় ও আগে কখনও আসে নি । আজকেই প্রথম এসেছে । ওর একটু ভয় ভয় করছে ।

কিন্তু ভালও লাগছে খুব । তন্নী খুব ভাল করেই জানে কিছুক্ষনের মধ্যেই অপু এখানে চলে আসবে । ও যতবারই পথ হারায় ততবারই অপু ওকে খুজে বের করে হোস্টেলে পৌছে যায় ।

একটু আগেই ও বাসায় ফোন করেছে । বলেছে যে ও আবার পথ হারিয়ে ফেলেছে । তন্নীর মা খানিকক্ষন বকাবকী করল । তারপর বলল

-যেখানে দাড়িয়ে আছিস যেখানেই দাড়িয়ে থাক । আমি অপুকে ফোন করছি ।

তন্নী এই কথাটা শোনার জন্যই ওয়েট করছিল ।

অপু ওকে নিতে আসবে । অপুর সাথে রিক্সা কিংবা সিএনজিতে চড়তে পারবে এটা ভাবতেই তন্নীর মনটা একেবারে ভাল হয়ে গেল ।

এমন সময় তন্নীর মোবাইলটা বেজে উঠল । অপু ফোন করেছে ।

-হ্যালো ।

-কোথায় আছো তুমি ? লোকেশনটা বলতে পারবে ?

-আমিতো ঠিক বলতে পারবো না ভাইয়া তবে মনে হয এটা মৌচাক মার্কেট । একটা ওভার ব্রীজ আছে । ওটার নিচে দাড়িয়ে আছি ।

-তুমি থাকো ফার্ম গেট । মৌচাকে গেলে কিভাবে ?

তন্নী কোন জবাব দিলো না । অপু আবার বলল

-আচ্ছা তুমি দাড়িয়ে থাকো আমি আসতেছি ।

-আচ্ছা ।

ফোনের লাইন কেটে গেল ।

ইস !

তন্নী ভাবল ।

ছেলেটা এমন কেন ? প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না । ফোনে আর দুচারতে কথা বললে কি এমন ক্ষতি হয় ! তন্নীর সব সময় একটু ছটফটে টাইপের ।

একাই এদিগ ও দিক চলে যায় । ওর সাথে কোচিং করতে আসা অন্য মেয়েরা যখন বিকেল বেলা বারান্দায় কিংবা হোস্টেলের ছাদে ঘুরে বেড়াতো তন্নী তখন আসেপাশের সব এলাকা ঘুরে বেড়িয়েছে ।

এমনই ঘুরতে ঘুরতে গ্রীন রোডের এক গলিতে ও প্রথম পথ হারিয়ে ফেলে ।

সেদিন কি ভয় ই না পেয়েছিল । বাসায় ফোন করে কান্না জুরে দিল । এমন একটা ভাব যেন ও মরে যাচ্ছে ।

তন্নীর মা তখনই অপুকে ফোন দেয় । অপু সম্পরকে তন্নীর মামানীর ভাগনে হয় ।

ঢাকাতেই পড়াশুনা করে । অপু সেই গলির মধ্যে থেকেই তন্নীকে খুজে বের করে ।

তারপর আরো কয়েকবার তন্নী এরকম পথ হারিয়েছে । প্রত্যেকবার অপু ওকে হোস্টেলে পৌছে দিয়েছে ।

প্রথম দুবার তন্নী আসলেই রাস্তা হারিয়ে ফেলেছিল । কিন্তু তার পরের গুলো সে ইচ্ছা করেই এমন টা করে ।

কেবল মাত্র অপুকে একটা বার দেখার জন্য । চাইলেই তো আর অপুর সাথে দেখা করা যায় না । অপু কি ভেবে বসতে পারে !

ভাবতে পারে কি নির্লজ্জ মেয়েরে বাবা ! তাই দেখা করা এই অভিনব পদ্ধতি সে বের করেছে ।

আর যদিও অপুর নাম্বার ওর কাছে আছে তন্নী সরাসরী অপুর কাছে কখনও ফোন করে না ।

প্রথমে ওর আম্মুর কাছে করে তারপর উনি করে অপুর কাছে ।

তন্নীদের আর কোন আত্মীয় নেই ঢাকায় । সুতরাং অপু ছাড়া আর কোন গতি নাই ।

আধা ঘন্টার মধ্যে অপু চলে আসল মৌচাক মার্কেটের কাছে । তন্নীকে দেখে এগিয়ে এল । বলল

-এতো দিন ঢাকায় থাকো এখনও পথ ঘাট চিনলে না ?

-বাসে উঠে ঘুমিয়ে পরেছিলাম । তাই বুঝতে পারি নি ।

-আচ্ছা ঠিক আছে ! এবার থেকে সাবধান থেকো । খেয়েছ কিছু ?

তন্নী মাথা নাড়াল ।

-চল আগে কিছু খেয়ে নেওয়া যাক ! এখানে মৌচাকের বিখ্যাত জিলাপী পাওয়া যায় ।

খাওয়া শেষে অপু যখন যাওয়ার কথা বলল তন্নীর মনটা খারাপ হয়ে গেল ।

অপুর সাথে সময় গুলো কেমন দ্রুত কেটে যায় ! আর একটু থাকা যেত ওর সাথে !

-ভাইয়া এই ভিড়ের মধ্যে বাসে উঠতে ভাল লাগছে না । রিক্সায় যাওয়া যাবে না ?

অপু কি যেন ভাবল ।

-হুম এখনতো বাসে ভিড়ই থাকবে । আচ্ছা চল রিক্সায়ই যাই ।

মৌচাক থেকে ফার্মগেট রিক্সায় আসতে বেশ সময় লেগে গেল ।

তন্নী তো তাই চাচ্ছিল । যত সময় লাগে লাগুক । ওর তো খুব ভাল লাগছিল । অপুর পাশা পাশি বসে এতো দুর আসা ! অপুর সাথে টুকটাক কথা বলছিল । হাসছিল ।

মাঝেসাঝে ওর হাতের সাথে হাত লেগে যাচ্ছিল । সব কিছুই যেন তন্নীর ভাল লাগছিল ।

ইস! প্রত্যেক দিনই যদি এমন হত ! তাহলে কতই না ভাল হত !

যখন অপু ওকে হোস্টেলের গেটে নামিয়ে দিল তখন দুপুর গড়িয়ে গেছে । অপু বলল

-এবার থেকে একটু সাবধানে থেকো , কেমন ?

তন্নী হাসল ।

প্রত্যেকবার অপু এই কথাটাই বলে যাবার সময় ।

-আচ্ছা ভাইয়া ।

-আর এবার থেকে আমার সাথে দেখা করতে ইচ্ছা হল এতো কিছু করার দরকার নেই । সরাসরি আমাকে ফোন দিও কেমন ?

এই কথাটা বলে অপু হাসল একটু ।

তারপর পেছন ঘুরে হাটা দিল ।

হায় হায়!! অপু তারমানে ওর চালাকী ধরে ফেলেছে!! কি লজ্জা !!

অপু এখন কি ভাববে!! লজ্জার ওর গাল দুটো লাল হয়ে এল !!

কিন্তু মনটাতে অসম্ভব এক ভাল লাগার অনুভুতি বয়ে গেল । অপু ওর মনের কথা বুঝতে পেরেছে!! এর থেকে আনন্দের আর কি হতে পারে !!











ফেবু লিংক





মন্তব্য ৫৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৮

কাঁচামরিচ বলেছেন: আমি ফার্স্ট ... :#>

২৮ শে জুন, ২০১২ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: আমিও !!

২| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সাকিব বলেছেন: পিলাচ ্‌অনেক সুন্দর হইছে :) :)

২৮ শে জুন, ২০১২ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

৩| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৪১

আহসান২০২০ বলেছেন: মৌচাক থেকে ফার্মগেট পর্যন্ত কোন রাস্তায় রিকশা চলে বিকালে? জানালে একটু ভালো হতো। ব্লগের সবাই নতুন কিছু শিখতে পারত।

৪| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৪

tarek.enamul বলেছেন: apnar hater lekha to besh shundor..chaliye jan..

@ahsan2020: mia vai golper moddhe pech dhoren ken?

২৮ শে জুন, ২০১২ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আর কিছু কিছু লোকের কাজই প্যাচ লাগানো !!! /:) /:) /:)

৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৫

চিরতার রস বলেছেন: ফডুর এই মাইয়াডারে খুব ভাল্লাগছে। বিয়া হইছেনি ? নাইলে প্রস্তাব পাডাইতাম। B-))

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: পাঠাইয়া দিলাম .............

৬| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৮

আহসান২০২০ বলেছেন: না মানে। ২০০৭ এ যখন ইস্কাটনে থাকতাম তখন সকালে কারওয়ান বাজার থেকে বাজার করে ইস্কাটনে রিকশায় আসতে চাইছিলাম। কোনু মামু আইলো না। বলল ভিআইপি রোডে রিকশা নিয়া যাওয়া যায় না। ইতি উতি অনেক রাস্তা দেখাইলাম, কাজ হল না। বাজার কইরা ফ্যাসাদে পইড়া গেলাম। আর কোন বুদ্ধি পাই না কি যে করি। একবার মনে হইল অনেকেই তো ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল পাড়ি দেয়, আমি না হয় হাতির ঝিল পাড়ি দেই। আবার ভাবলাম ময়ূরি, পলি এদের বাজার ভালো। এদের ঘাড়ে উঠায়া দেই। পরে সকাল সাড়ে দশটায় বুদ্ধি করে সিএনজি নিয়ে বাজার নিয়ে আসি। হালার সিএনজি এই স্বল্প দুরত্বে যেতে চায় না। তাই মনে হইল এইটা তো ২০১২ সাল। এখন কি ভিআইপি রোডে রিকশা চলতে দেয় কিনা? দিলে দিতেও পারে।

৭| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:০১

গ্য।গটেম্প বলেছেন: সুন্দর

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: :) :)

৮| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:০৫

মদন বলেছেন: নিশি কই???

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১১

অপু তানভীর বলেছেন: আছে!!!

৯| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১১

মারুফ মুনজির বলেছেন: ভালো লেগেছে দারুন লেগেছে.............................কবে শিরোনাম ভালো লাগেনি এই গল্পটা পরে.......এতো সুন্দর অনুভুতি...........শিরোনাম কেমন জানি নেগেটিভ মনে হলো

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: আমার শিরোনাম গুলো একটু এরকমই হয় !!

১০| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১২

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আর এবার থেকে আমার সাথে দেখা করতে ইচ্ছা হলে এতো কিছু করার দরকার নেই । সরাসরি আমাকে ফোন দিও কেমন ?

ভাল লেগেছে ।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১১| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১৬

ইঞ্জিনীয়ার নাহিদ বলেছেন: Awesome, chaliye jan vai

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৩

অপু তানভীর বলেছেন: চালিয়ে যাচ্ছি !!

১২| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯

জাহাজী পোলা বলেছেন: :D

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: :) :)

১৩| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০

সুদীপ্ত কর বলেছেন: আহা.. কি সুন্দর। কি সুন্দর :)

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: :) :)

১৪| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:১৬

রিমঝিম বর্ষা বলেছেন:

আমার ভিতরে গল্পের শানে নযুলের জন্য একটা অপেক্ষা কাজ করছিলো। :)

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: শানে নযুল অবশ্য একটা আছে !!
আসলে এরকম একটা আত্মীয় কিন্তু সত্যিই আমার আছে ! আর সে কিন্তু সত্যিই আমাকে খুব পছন্দ করে ! আর তার উপরে সে এবার কোচিং করতে ঢাকায় এসেছে !! ;) ;) ;)

১৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২৬

সৌরভ১৫ বলেছেন: ভালো লাগলো। প্লাস।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

১৬| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৬

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আর এমন গল্পের প্লট ও খালি তানভির ভাইয়েরই মাথায় আসে। =p~ =p~ =p~

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

১৭| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: এখন নিশির কি হপে গো

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: কিছু হবে না গো........

১৮| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

জনদরদী বলেছেন: এ গল্পের শানে নযুল, জানতে চাই ?

গল্প ভাল হয়েছে ।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: একটু আগের কমান্ট লক্ষ্য করুন জানতে পারবেন!

১৯| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালৈছে ! :D
++++++++

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: :) :)

২০| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:০১

কবিরাজমশাই বলেছেন: আজ থেকে প্রায় পাচ বছর আগে মৌচাকে ছিলাম । খুব ভলো সময় কেটেছিল আমার মৌচাকে।

মৌচাকের জিলাপীর কথা মনে করে দিলেন।মৌচাকের ফুচকা+পিয়াজু ও অনেক মজার।

anyway, গল্প অনেক সুন্দর হয়েছে।
++++++++++++++++++++++++++

চালিয়ে যান আপনার পাশেই আছি।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: থাকুন ...... :) :) :)

২১| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:২৮

হিবিজিবি বলেছেন: মৌচাক থেকে ফার্মগেট পর্যন্ত কোন রাস্তায় রিকশা চলে?? ;) ;)

গল্প ভাল হয়েছে ।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: আমার গল্পের রাস্তায়.........

২২| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:০৬

ডিএন বলেছেন: ++++++++++++++++++ দিলাম দিল থেইকা আমার সাথে
কবে হবে .................. ইরাম .........।। অপু ভাই আমার জন্য দিল
থেকে দয়া করবেন আমি এর সিঙ্গেল থাকতে চাই না ...... :(( :(( :(( :(( :(( :(( :((

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: দুয়া দিলাম............।

২৩| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
মজারু গল্প :)

২৮ শে জুন, ২০১২ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: :) :)

২৪| ২৮ শে জুন, ২০১২ রাত ১২:৩১

আর.হক বলেছেন: সুমনরে আই লাভ ইউ বলতে পাঠাইছেন কুয়াকাটা.............. আর আপনে মৌচাক আর ফার্মগেটে বইসা ......................???????/



ত্বন্নী ফার্মগেটের কোন হোস্টেলে থাকে ঠিকানা কন ........... প্যাজগি লাগাইয়া আসি

২৮ শে জুন, ২০১২ রাত ১২:৪৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫| ২৮ শে জুন, ২০১২ রাত ১২:৩৫

আইআইচকিবরিয়া বলেছেন: মৌচাক মার্কেটের পাশে যে ওভার ব্রীজটা আছে তন্নী ঠিক তার নিচে দাড়িয়ে আছে । ময়লায় ডাস্টবিন থেকে একটু দুর্গন্ধ নাকে এসে লাগছ........

ওই হানে ডাস্টবিন পান কই মিয়া? X( X( X( X( X(

২৮ শে জুন, ২০১২ রাত ১২:৪৫

অপু তানভীর বলেছেন: মিয়া আমার গল্প মানে আমার পৃথিবী । একখনে আমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা আনবো । কয়দিন পরে দেখবে ঢাকার ঠিক মাঝ খানে আমি একটা সমুদ্র বসিয়ে দিয়েছি....... :P :P :P

২৬| ২৮ শে জুন, ২০১২ রাত ১২:৩৯

সাকিন উল আলম ইভান বলেছেন: পেইজে লাইকাইলাম ।

২৮ শে জুন, ২০১২ রাত ১২:৪৩

অপু তানভীর বলেছেন: :) :) :)

২৭| ২৮ শে জুন, ২০১২ রাত ৩:৩১

আমি তুমি আমরা বলেছেন: এখন থেকে আমিও নিয়মিত পথ হারাব।

ভালা বুদ্ধি দিলেন মিয়া ভাই ;) ;)

২৮ শে জুন, ২০১২ সকাল ৮:৫৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

২৮| ২৮ শে জুন, ২০১২ সকাল ৯:১১

তানিম,বরগুনা বলেছেন: আসাধারন একটা গল্প...+

২৮ শে জুন, ২০১২ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

২৯| ২৮ শে জুন, ২০১২ সকাল ৯:২৭

মুনসী১৬১২ বলেছেন: /:)

২৮ শে জুন, ২০১২ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: কি হইলো ভাইজান??

৩০| ২৮ শে জুন, ২০১২ সকাল ৯:৩০

রিমঝিম বর্ষা বলেছেন:

ওরে রে .... সে বুঝি আপনার ব্লগ পড়ে? ;)

২৮ শে জুন, ২০১২ রাত ৯:৫০

অপু তানভীর বলেছেন: নাহ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.