নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাম: আমানউল্লাহ রিয়াজ বয়স:সতের (চলিতেছে) ফেবু: অগ্নি কল্লোল।

অগ্নি কল্লোল

অগ্নি কল্লোল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের কাব্য-১

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

অন্ধকার কক্ষ
যেন এক খন্ড কবরের টুকরো
অলস দেহ বিছানায়
ডেথ্ বডির মত পড়ে আছে।
আত্মার ক্লান্তিহীন ভাবনা
ভালবাসা,তোমায় নিয়ে
তোমার পদ্ম ফোঁটা হাসি
আমায় জীবিত করে তোলে অগণন
বার।
তোমার বকুলের সুবাস ছড়ানো
কথামালাগুলো
সাজিয়ে:মালা গেঁথে রেখেছি
হৃদয় গহ্বরে।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

কবীর বলেছেন: তোমার বকুলের সুবাস ছড়ানো
কথামালাগুলো
সাজিয়ে:মাল গেঁথে রেখেছি
হৃদয় গহ্বরে।


ভাল লাগা নিয়ে গেলাম। ধন্যবাদ
+++++++++

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ!!

২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

সাহসী সন্তান বলেছেন: ফেসবুক কাব্য মোটামুটি ভাল লাগলো! লিখতে থাকুন এমন সব কাব্য, কম বুঝলেও পড়তে বেশ লাগে!

শুভ কামনা রইলো।

একটা টাইপো আছে, ঠিক করে নিয়েনঃ
সাজিয়ে: মাল গেঁথে রেখেছি < মালা

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

অগ্নি কল্লোল বলেছেন: অনেক ধন্যবাদ!!!

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বিজন রয় বলেছেন: ক্লান্তি আর চাই না।
কবিতায় ভাললাগা।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

অগ্নি কল্লোল বলেছেন: শুনে প্রিত হলুম!

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চালিয়ে যান........ ভালোই লাগলো!

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

অগ্নি কল্লোল বলেছেন: চালাবো। পাশে থাকিয়েন।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে।

৫ নং লাইনের পর ৬ এসেছে, ৬-এর পর ৫ হলে আমার কাছে বেশি ভাল লাগতো।

অনেক শুভকামনা।

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮

অগ্নি কল্লোল বলেছেন: জ্বি,ধন্যবাদ!!

৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

রিপি বলেছেন: +++

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ!!

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১

মিজানুর রহমান মিরান বলেছেন: শিরোনামের সাথে মিল কি বুঝিনি।
কাব্য বেশ হয়েছে!

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ!!
ফেবুতে চ্যাটিং করার সময় এই কাব্যগুলো লেখা তাই এর নাম দিয়েছি,ফেসবুকের কাব্য।

৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

অগ্নি কল্লোল বলেছেন: হুম!!

৯| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

বাউল আলমগী সরকার বলেছেন: খুব ভাল লাগল

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ বাউল দা!

১০| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আমিই মিসির আলী বলেছেন: শুধু কি কবরের টুকরোই অন্ধকার হয়.!!!

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২

অগ্নি কল্লোল বলেছেন: আপনি কথাটা কোন দৃষ্টি থেকে বলেছেন জানি না । তবে আমি উপমাটা অন্ধকার কক্ষ বোঝাতে ব্যবহার করছি । হ্যা আরো এরকম হাজাড় হাজাড় উপমা থাকতে পারে। যেমন:মায়ের গর্ভ। আমার একটা উপমা দরকার ছিল একটাই ব্যবহার করেছি। ধন্যবাদ। কবিতা কেমন লাগলো জানাবেন।

১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

আমিই মিসির আলী বলেছেন: কবিতায় + দিয়েছি।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ!!!

১২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

নীলপরি বলেছেন: ভালো

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ পরী।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.