| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রলয় সাহা
আমি ঠিক গল্পের মত কিন্তু গল্পটা শেষ হতে-না হতেই হঠাৎ কবিতা হয়ে যায়।

বনের শহর
নতুন না বহু পুরাতন
থালা ভর্তি বিষ কিংবা অমিয়
স্বাদের কথা বাদ
চেয়ে থাকি দূর থেকে দূরে
আগাছা পরা বিপরীত লিঙ্গ
চেতনা ভাসে প্লাস্টিকের নদীতে
মুখ আছে ,
ফাটা বাঁশিতে সুর নেই
কানে বাজে অনবরত খাঁখাঁ হুইসেল
বাম দেয়ালে ঘড়ি ঝুলে
কইতরের কিচিরমিচির
অসহ্য সব
জন্ম-মৃত্যু দু'টোই সমান
বেঁচে থাকাটা বড্ড বেমানা...
©somewhere in net ltd.