| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম জেছারত দেওয়ানী। সকাল বেলা শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। শ্বাশুড়ী তাকে যেতে নিষেধ করলেও নিষেধ উপেক্ষা করেই নিজের বাড়ির দিকে রওনা দেন।
সে সময় মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণে পাকসেনাদের দ্রুত পতন হচেছ। রাজাকাররাও বাঁচার জন্য পালানোর চেষ্টা করে রেহাই পাচ্ছে না। সাধারণ জনগণ অনেক সাহসী ভূমিকা পালন করছে। যেখানেই রাজাকার পাচ্ছে সেখানেই তাকে শায়েস্তা করছে। এমতোবস্থায় দুই তিন জন রাজাকার সকাল বেলা অস্ত্রসহ গুণভরি এলাকার পূর্বপাশের গ্রামে ঢুকে পড়লে গ্রামের লোকজন তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে রাজাকাররা জীবন বাঁচানোর জন্য গ্রামের রাস্তা ছেড়ে ওয়াপদা বাঁধের উপরে উঠে উত্তর দিকে দৌড়াতে থাকে। একই বাঁধ দিয়ে আফজাল হোসেনও উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে জনগণের ধর ধর শব্দ শুনে পিছন ফিরে তাকাতেই দেখে একজন রাজাকার তার দিকেই দৌড়ে আসতেছে। কিছু বুঝে উঠার আগেই রাজাকার তার বুক সোজা গুলি করে দেয়। গুলি খেয়ে মুহুর্তেই সে বাঁধের উপরে ঢলে পড়ে। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয় নাই।
আজ ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক দিন আগে আফজাল রাজাকারের হাতে নিহত হয়। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। প্রত্যেক বছর বিজয় দিবস আসে এবং বিজয় দিবস পালন হয়, কিন্তু আমার স্বচক্ষে দেখা আফজালের পরিবারের কান্নার যে চিত্র দেখেছিলাম তা আজো ভুলতে পারি নাই। আজো চোখের সামনে ভেসে উঠে সেই চিত্র।
১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
প্রামানিক বলেছেন: একাত্তরে কোন গ্রামে কত লোককে হত্যা করা হয়েছে সেই সংখ্যাটাও গ্রামগুলোর এখনকার প্রজন্ম জানে না
২|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্মৃতিচারণমূলক পোষ্টের জন্য।
আজকে বিজয় দিবসে বেশি বেশি মুক্তিযুদ্ধ ও ১৬ ডিসেম্বর উপর
বেশি বেশি পোষ্ট আশা করেছিলাম।
৩|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৯
কামাল১৮ বলেছেন: যুদ্ধ শেষ হয়নাই।এখন দেশ রাজাকারের দখলে।
৪|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
মাথা পাগলা বলেছেন: আপনার স্মৃতিচারণের লেখাগুলো বরাবরই ভালো লাগে। আগেও পড়েছি। ধন্যবাদ।
৫|
১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৫
শ্রাবণধারা বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগে আপনার পোস্টগুলো বিশু্দ্ধ বাতাসের মত। শহিদ আফজালের জন্য গভীর শ্রদ্ধা।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা । এরকম শত শত ঘটনার সাক্ষী একাত্তরের জেনারেশন !