নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রলয়শিখার মত জ্বলব আমি, তোমাতেই যাব নিভে।

প্রলয়শিখা

নিজের সীমাবদ্ধতা আবিষ্কার করছি প্রায় প্রতিদিন।

প্রলয়শিখা › বিস্তারিত পোস্টঃ

শরৎবাবু

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৩

আমার শরৎবাবু
০৬.০৪.১৪

একজন লেখককে সম্পূর্ণ কৃতিত্ত্ব তখনই দেওয়া যায় যখন লেখক তার লেখনির মাধ্যমে পাঠককে আলোড়িত করতে পারেন, আনন্দের জোয়ারে ভাসাতে পারেন অথবা কাঁদাতে পারেন। আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে শেষ পাতায় গিয়ে নিরবে মনের ভেতর কত যে চোখের জল ফেলেছি তার হিসেব নেই। শুনেছি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান অপরাধ। শরৎবাবুর লেখা পড়ে আমি প্রতিবারই কান্না করেছি, হয়ত আমার মন ভেঙ্গেছে। এই অপরাধের শাস্তি কি হবে? শরৎবাবুকে আমি কি শাস্তি দেব? শাস্তি হিসেবে শরৎবাবুকে আমার প্রিয় লেখক হিসেবে মনোনিত করা ছাড়া আর কোন কিছু মাথায় আসে না। হোকনা একটু কষ্টেভরা লেখা লেখেন উনি, কিন্তু উনার লেখা পড়ে আমি হাজার বার কাঁদতেও রাজি। প্রিয় লেখক বলে কথা।
উনার লেখা পড়ে আনন্দে উদ্ধেল হব। মনের ভেতর ছাই চাপা আগুন জালিয়ে দেব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: শরৎচন্দ্র চট্রোপাধ্যায় আমারও প্রিয় লেখক প্রিয় বন্ধু

২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০২

প্রলয়শিখা বলেছেন: শরতবাবু এক কথায় অসাধারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.