নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

খিলখিল কাজীর আবদার ইজ মোর ডেনজারাস দ্যান এরশাদ, খালেদা বা হাসিনার নাম রাখারাখি

২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৫২

"পদ্মা সেতুটি যেন দাদুর নামে হয়"

- খিলখিল কাজী

(২৫/৫/২০১৪, বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম )



: )



যারা গণতন্ত্রের ইজারা নেন বা দেশ দখল করেন তারা যখন কোনো কিছুর নাম রাখেন নিজের বা পরিবারের কারো নামে--সেইটা জবরদখল। ব্যাড, বাট দেশ দখলের চাইতে গৌণ প্রবলেম।



দেশ আমরা ফিরা পাইলে রাস্তা, নদী, গ্রাম আর বিবিধ স্থাপনাগুলারে নিজ নিজ নাম ফিরাইয়া দিতে পারব, নিঃসন্দেহে। দেশনেতাদের নামের দখল সাময়িক।



কিন্তু খিলখিল কাজীর আবদার ইজ মোর ডেনজারাস দ্যান এরশাদ, খালেদা বা হাসিনার নাম রাখারাখি।



একবার দেশবাসীর ভক্তি আছে এমন কোনো কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক ইত্যাদি সংস্কৃতিকর্মীর নামে কোনো কিছুর নামকরণ হইলে তা বদলানো সহজ কর্ম নয়।



দেশের ভোটার জনসাধারণ সহজ, সরল, বোকা, ভয়ঙ্কর! তারা মুগ্ধতারে অধিকার ভাইবা বইসা আছে।



তাই যাদেরকে তাদের ভালো লাগে তাদের তাদের গোয়ামারা দিতে তারা খুব রাজি। ভোট দিয়া তারা পদ্মা নদীরে নজরুল নদী অবলীলায় বানাইয়া দিতে পারে!



এই জনসাধারণ বা খিলখিল কাজীরা এরশাদ, খালেদা বা হাসিনার চাইতে অনেক ভয়ঙ্কর। এদের নামের আবদার তাই শুরুতেই নাকচ কইরা দিলাম। আমরা পদ্মা নদী বা পদ্মা সেতুর নাম নজরুলের নামে রাখতে রাজি না। ফুটেন।



২৬/৫/২০১৪



লিংক: http://bit.ly/1ox0fhy

মন্তব্য ৩ টি রেটিং +০/-১

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০০

কানা দাজ্জাল বলেছেন: খিলখিল করে হেসে নেই। দেশে বঙ্গবন্ধু আর বিদেশে জয় থাকতে, নজরুল???? হ্যায় কেডা?? B:-/

২| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের জাতীয় কবি তিনি। এর বেশি সম্মান কি সেতুর নাম রাখলে হবে? কবির নাত্নি কি না ভাইব্যাই বলছেন?

৩| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের জাতীয় কবি তিনি। এর বেশি সম্মান কি সেতুর নাম রাখলে হবে? কবির নাত্নি কী কইলেন এইটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.