নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

সব ধরনের গণপিটুনিকে না বলুন

১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬

কেউ কি ভাবছেন সব উত্তেজনা কেন কিশোর শেখ সামিউল আলম রাজন হত্যায়? আর সব গণপিটুনি নিয়া কোনো রা নাই। আগে নাইলে ছিল না নাই। কিন্তু এখন তো সব জাইগা উঠছিলেন। সব জাগনারা আবার একে একে ঘুমাইয়া পড়লেন কি?

গণপিটুনির যত ভিডিও ইত্যাদি পাওয়া যাবে তার ভিত্তিতে দোষীদের (দর্শকদেরও) অবিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কেবল শিশু বা কিশোর বা মহিলা নয় সকল গণপিটুনি আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ান। আইন হাতে তুলে নিতে দিবেন না।

ঘটে যাওয়া গণপিটুনির জন্যে প্রতি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অফিসারের জবাবদিহিতা নিশ্চিত করুন। সেই অফিসার গণপিটুনির লোকদের গ্রেফতার করল না কেন বা খোঁজ নিল না কেন ইত্যাদি বিষয়ে ফাঁকি দেওয়ার জায়গা রাখবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইগলু বেশী ঘটে যখন মানুষ আইনের প্রতি আস্থা হারায়, বা বিচার নিশ্চয় নয় জেনে যায় ( আবার আদালত অবমাননা হবে নাতো ;) )
আর যখন অনির্বাচিত প্রশাসন থাকে তখন তারা প্রতিরক্ষা বাহিনীর উপর নির্ভারশীল থাকে বলে তাদের কিছূ বলতেও পারেনা। এই সুযোগে বাহিণী গুলোও স্বেচ্ছাচার চালায় মহোৎসবে!
সাথে থাকে দলীয় লেবেলাইজড দের স্বেচ্ছাচারিতা- যেকানে প্রশাসনও নিরব ভুমিকাই থাকে অধিকাংশ!!!

ফলে গোড়া থেকে ঠিক করতে হবে।

জনতার রায় নিয়ে জনতার শাসক নির্বাচিত হলে তার দায় যেমন বেশি থাকে- জনতারও দায় বেড়ে যায়!

২| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমিও সহমত আপনার সাথে।
গণপিটুনির লোকদের আইন নিজ হাতে তুলে নেওয়ার জন্য ও
উনাদের বিচার হয়া উচিত।

৩| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

সজিব্90 বলেছেন: আইনের শাসন যখন দূর আকাশের তারা হয় তখন এমন পৈশাচিক হত্যা কান্ড ঘটতেই থাকে।

৪| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশে গণপিটুনি দেওয়া হয় মূলত চোর-ডাকাত, কিংবা ছিনতাইকারী সন্দেহের বশে । যা কখনোই হওয়া উচিত নয় । আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় । আসামীকে আত্মপক্ষ সমর্পনের সুযোগ দেয়া উচিত । অনেকসময় এমন হয়, ভুল সন্দেহে নিরপরাধ মানুষকেও হত্যা করা হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.