নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই শীতে!

০৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫০



মানুষের আগে জমাটবদ্ধ হচ্ছে জল!
যতটুকু পাখির কিচিরমিচির অবশিষ্ট ছিলো-
সেখানে ভর করেছে মৌনতা!
বাতাসে সুই ফোটা ফণা;
দিনান্তের পুঁজির মানুষের জন্য শীত যেনবা অভিশাপ!

এই হচ্ছে নগরকেন্দ্রিক নিরন্ন মানুষের একচিলতে উপাখ্যান;
শুনেছি দেশব্যাপী শীতের আগুনে পুড়ছে মানুষ!
যেসব মহান জনগণের সেবক "নির্বাচন বাণিজ্য" মাঠে সক্রিয় আছেন,
তারা শীত উপলব্ধি করতে না পারলে শেষাবধি কিন্তু
নরমাংস দিয়ে সারতে হবে 'বারবিকিউ উৎসব!'

এই শীতে মানুষহানি হলেও সতেজ থাকবে অনেকক্ষণ!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

সৈয়দ কুতুব বলেছেন: শীতের আগুনে মানুষ কিভাবে পুড়ে ? কবিতা কি জোর করে না লিখলেই নয় ?

০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ''পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'' কিভাবে হয়?

০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: কুতুব সাহেব, কবিতা মূলত আবেগের খেলা।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বাকপ্রবাস বলেছেন: দেশে খুব শীত, এই শীত কেজি দরে বিক্রি করা গেলে মন্দ হতনা

০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা--
হ্যা গরমের দেশে বিক্রি করা যেতে পারে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

সৈয়দ কুতুব বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা হলেও আপনার কবিতায় আবেগ নেই। ভাত দে হারামজাদা পড়লেই অন্যরকম অনুভব হয়।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: এই যে ভালো পয়েন্ট ধরেছেন। গ্রেট।

কুতুব সাহেব আমি কবি নই। আমাদের বংশে কেউ কবি নেই। আসলে মাঝে মাঝে কবিতার মতো করে কিছু লিখতে ইচ্ছে করে। লিখি। আপনি ব্লগে নতুন। তাই জানেন না। পুরোনো ব্লগারেরা আমার এরকম কবিতার সাথে পরিচিত।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ না থাকলেও আমার মধ্যে অনেক আবেগ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.