নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

পুষ্পের হাসি

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭


যে হাসিতে মুক্তো ঝরে, চোখে লাগে ঘোর;
মনের সকল ক্লান্তি, দুঃখ হয় দূর;
নতুন উদ্দীপনায় প্রাণে জাগে সুর-
সে হাসি খুঁজতে যাবো সপ্ত সমুদ্দুর।
যে হাসি জাগায় দেহ, দ্বিধান্বিত করে;
আকাশ বাতাস কাঁপে সন্দিহান ঝড়ে,
অবোধ হৃদয় ভাবতে ভাবতে মরে;
সে হাসির জন্য জীবন দেবো অকাতরে!
সে হাসি পুষ্পের, বাড়ায় কেমন মোহ;
প্রকৃতিতে থাকে তার রুপ- সমারোহ,
বিরাজে সর্বত্র বেহেশতের আবহ-
দূরীভূত হয় মনের সকল অনাগ্রহ!
সে হাসি দেখার জন্য হয়েছি অধীর,
মনের যতো ভাবনা হয়ে গেছে স্থির!
ঘুমের ঘোরেও মুখ করে বিড়বিড়-
কামনার আকুতিতে ভন্ড হয় পীর!

২৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নীল মনি বলেছেন: ভীষণ সুন্দর শব্দ চয়ন ও লেখা। শুভ কামনা

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন!

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, কবিকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম! শুভেচ্ছা রইলো!

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:

নববর্ষের শুভেচ্ছা

সুন্দর বিষয়, আনেক আবেগ, সৌন্দয্যের প্রতি আকর্ষণ, সবই ভালো। তবে, ছন্দ মিলাতে গিয়ে কিছু লাইনকে কিছুটা মেকানিক্যাল মনে হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষদিকে তাল ঠিক রাখা যায় নি মনে হয়। সম্ভব হলে শুধরে নেওয়ার চেষ্টা করবো।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে ভালো লাগলো! শুভেচ্ছা জানবেন।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

কাছের-মানুষ বলেছেন: আমার মোটামুটিভাবে ভাল লাগল।

১৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা! আপনার মতামতে খুশি হলাম!

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: কামনার আকুতিতে ভণ্ড হয় পীর , মজা পেলাম এই লাইনে

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি!

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: কিছু হাসি অতি অমূল্য !

কবিতা ভালো লাগলো । +++++

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সেসব হাসির জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা থাকে না!

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: যে হাসির বর্ণনা দিয়ে গেলেন, তেমন হাসির দেখা পেলে "অবোধ হৃদয় ভাবতে ভাবতে মরে", এমনটা হওয়াই স্বাভাবিক। :)

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা পেয়েছিলাম। সে ইতিহাস বড় কষ্টের, অপমানের। ভুলতে পারলেই বাঁচি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.