নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যে বাঁশিতে আমার সুর ওঠল না

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪


হৃদয় উজাড় করে ভালোবাসলাম,
বিনিময়ে শেষে আমি কী আর পেলাম?
সহস্র লাঞ্ছনা, গঞ্জনা, কত বদনাম-
এক বুক কষ্ট নিয়ে হারিয়ে গেলাম।
এই যে ঘর-দুয়ার, বৈদ্যুতিক পাখা;
আঁকিবুকি করে রাখা ইটের দেয়াল-
চেয়ার, টেবিল, বেঞ্চি এলোমেলো রাখা;
করবে কি কেউ এগুলো আর খেয়াল।
কত শত কথা বলে ঘরটা মুখর,
আমার কন্ঠধ্বনি কি আর শোনা যাবে?
রৌদ্র যখন মাথার 'পর দ্বিপ্রহর
কেউ কি ভালোবাসার কাহিনী শোনাবে?
কাঠবাদাম লাগানো স্কুলের প্রাঙ্গণে,
কোন একদিন জানি বড়সড় হবে;
তারা ফুল-ফল-ছায়া দেবে পান্থজনে
মুগ্ধতায় চতুর্দিক ভরিয়ে তুলবে।
আমি আর থাকবো না রঙের খেলায়,
ফুরিয়ে গিয়েছে যে আমার প্রয়োজন;
তাতে কি কারও কোন কিছু আসে যায়?
আমার জন্য থামবে কোন আয়োজন?
থাকি কী না থাকি মনের মণিকোঠায়
সর্বদা জাগ্রত তুমি হে চিত্ত হরিণী,
তোমায় কখনো ভোলা অসম্ভব প্রায়;
হৃদয় মাঝে বিরাজে তোমার রাগিণী।

১৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর সদর।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৯

অপ্‌সরা বলেছেন: কেনো কেনো !!!

এত লাঞ্ছনা গঞ্জনা নিয়ে হারিয়ে যাওয়া কেনো????

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সে বড় করুণ কাহিনী!
কিছু বললাম, অনেকটাই বলিনি।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল। পৃথিবী কারো জন্য অপেক্ষা করে না, কেমন আছেন সাধু?

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন।

আমি আছি ভালোই। আপনি কেমন?

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ আমিও ভালো আছি ভাই

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা নিরন্তর।

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধ কথামালায়

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা সবসময়।

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো! হৃদ মাঝে বিরাজ যে রাগিণী, সে রাগিণী থেমে যাবে কেন? বরং রাগের ঝংকারে বিমুগ্ধ করুক ।


শুভকামনা রইল।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বরং রাগের ঝংকারে বিমুগ্ধ করুক ।'' এমন হলে কতো ভালোই না হতো ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

বিরহী কবিতা ভালো লিখেছেন!!!

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে ঘরদুয়ার বৈদ্যুতিক পাখা,
আঁকিবুকি করে রাখা ইটের দেয়াল
চেয়ার টেবিল বেঞ্চি এলোমেলো রাখা
---

এই তিন লাইন খুব ভালো হয়েছে।

করবে কি কেউ এগুলো আর খেয়াল- লাইনটা দুর্বল হয়েছে নির্মাণে।

এর পরের কথাগুলোও মোটামুটি সাবলীল।

শুভেচ্ছা রইল।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় সুযোগ করে ঠিক করে নেব। ভালো থাকুন।

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: কবিতাতেও রাগিণীর সুর শোনা গেলো ।
++
শুভকামনা

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগ-রাগিণীর চর্চাই চলছে ইদানীং।

৯| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আজকে কি কোনো বিশেষ দিন ?

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জানি না। কেন?

১০| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭

করুণাধারা বলেছেন: মন খারাপ করা কবিতা ভালো লেগেছে।

আপনার জন্য শুভকামনা রইল- সতত।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার মনের ছায়া অংকন করেছেন

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসঙ্গ জীবনে লেখালেখিকেই বাঁচার অবলম্বন হিসেবে নিচ্ছি।

১২| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিদায়ের সূর সবসময়ই বিষণ্ণ! কেন এই সূর কবি?
কবিতা ভালো লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চাকরি নেওয়া, সর্বস্ব উজার করে দিয়েও অবমূল্যায়িত হওয়া; অতঃপর বিদায়। নেপথ্যে আরও কারণ আছে।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

পবন সরকার বলেছেন: বেকারত্ব জীবনের অবসান ঘটাতে গিয়ে কত যে গাঞ্জনা সইতে হয় তারই চিত্র কবিতাটিতে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই বলেছেন।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



১২নং প্রতিমন্তব্যে বলা "সর্বস্ব উজার করে দিয়েও অবমূল্যায়িত হওয়া; অতঃপর বিদায়।" এর সুরটিই যেন কবিতায় মাখানো ।
আসলে , এ পৃথিবীতে কে কাহার ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ কারও নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.