নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
দূরত্ব ব্যস এক পদক্ষেপের ছিল,
কিন্তু সেটা তো আর পার করা গেল না।
তুমি দাঁড়িয়ে রইলে অন্যদিক চেয়ে,
আমিও যে হয়ে রইলাম আনমনা।
মাঝখানে কেটে গেল সহস্র জনম,
বয়ে গেল কত শত তটিনীর ধারা।
কত ট্রেন চলে গেল ঝকঝকাঝক,
আমাদের নীরবতা হয় নি তো সারা।
ছোটোখাটো অভিমান আকাশ সমান
উচ্চ হয়ে কাঁদাল নিশ্চুপে দু জনায়,
দখিনা পবন ভেসে থাকা কালো মেঘ
ভাসিয়ে নিয়ে গেল সুদূর অজানায়।
তবুও ভাঙেনি কারো মান-অভিমান,
দুঃখে জর্জরিত কাঁদিয়েছে দিনমান।
২৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
আহা বিরহ..... কবিতায় +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে জীবন, আহা জীবন; জলে ভাসা পদ্ম যেমন।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দূরত্ব যতই হউক থাকবো কাছাকাছি। ছাড়াছাড়ি যতই হউক হবো পরোকীয়ার সামিল।।।
হাহা ভাই... এই শ্লোগান অন্তরে ধারণ করেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: যে যাওয়ার তাকে ছেড়ে দেওয়াই ভালো। আমার হলে অভিমান একদিন নিশ্চয়ই ভাঙবে।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সামিয়া বলেছেন: তবুও কেউ কেন কারো মান-অভিমান ভাঙ্গান নাই!? আপনাদের এত বেশি ইগো!! শোনেন ভালোবাসায় ইগো থাকতে হয় না! ভালো লিখেছেন কবি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ইগোই হয়েছে কাল!
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
করুণাধারা বলেছেন: ছোটখাটো অভিমান আকাশ সমান........
প্রার্থনা করি সব অভিমান মিটে যাক......
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: তবে তাই হোক।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। তবুও ভাঙেনি.... লাইনটায় মাত্রায় বোধহয় গরমিল আছে, নাকি?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক করে নিয়েছি।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
অভিমানের দেয়াল যাদের ভাংগে না, তারা জেদী, এদের ভালোবাসার মুল্য নেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ ভালোবাসাতেই বোধকরি জেদ, মান-অভিমান থাকে।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
অভিমানের একটি পদক্ষেপের দুরত্ব আসলেই পার হওয়া যায়না ।
বেশ সুন্দর হয়েছে অভিমানী কবিতা ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মান-অভিমান বোধকরি জীবনেরই একটা অনুষঙ্গ।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮
টুটুল বলেছেন: অকারণ অলংকার পরাতে চাইনা; শুধু সংক্ষেপে বলে যাই 'সুন্দর হয়েছে'।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: আর আমি সংক্ষেপে বুঝে নিলাম।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা রইলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এতটুকু পথ পারি দিতে হায়
জনমজনমও বুঝি কম পরে যায়
হায় অভিমান! হায়
দু:খটুকু ছুঁয়ে গেল কবি
+++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিমানের পথ সুদীর্ঘই হয়।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
সনেট কবি বলেছেন: বেশ সুন্দর হয়েছে অভিমানী কবিতা ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান।
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: মন খারাপ করা কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম।
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
নীলপরি বলেছেন: এক কথায় অসাধারণ হয়েছে কবি । এক কথায় অসাধারণ হয়েছে কবি ।
শুভকামনা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সম্ভব হলে এই ছবিটাই ব্যবহার করতাম।
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১
শিখা রহমান বলেছেন: অভিমানের কবিতা ভালো লেগেছে। অভিমান আসলেই কখনো কখনো অনতিক্রম্য দূরত্ব তৈরী করে।
ভালো থাকবেন অভিমানী কবি। শুভকামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিমান আসলেই কখনো কখনো অনতিক্রম্য দূরত্ব তৈরী করে।" যথার্থই বলেছেন।
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
তারেক_মাহমুদ বলেছেন: ছোটখাটো অভিমান আকাশ সমান ঠিকই বলেছেন ছোট অভিমান আকাশ সমান হতে দেওয়া উচিত নয়, তার আগেই সমাধান করা উচিত। সুন্দর।+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কেবলই ভুল হয়ে যায়। পরে আর শোধরানোর সুযোগ থাকে না।
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
সাদা মনের মানুষ বলেছেন: এতোটা অভিমানী হওয়া উচিৎ নয়, পরে সারা জনম কাঁদতে হয়। ছবিটা কেমন যেন ভৌতিক লাগছে, শুভ কামনা জানবেন সাধু।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তর্দাহ।
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর বিরহের সনেট। ++
মুগ্ধতা রেখেগেলাম।
শুভেচ্ছা নিয়েন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
ওমেরা বলেছেন: ছোট খাট অভিমান যখন আকাশ সমান হয়ে যায় সেটা আর অভিমান থাকে না হয়ে অভিশাপ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: বুকের ভেতর তুষের অনলের মতো জ্বলতে থাকে।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সনেট উপহার দিয়েছেন ভাই, ভালো লাগলো।