নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

একদিন তারা হব

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩


অনন্তকাল ভাসব নীল দরিয়ায়,
যেমন করে জাহাজ ভাসে নীল জলে;
ফিরব না আর তোমাদের দাওয়ায়-
মাগব না ভিখ তোমাদের ধরাতলে।
জাগতিক কুটিলতা থাকবে না কোনো,
আপনমনে সর্বদা করে যাব ধ্যান;
তোমাদের নিপীড়ন মাখব না, শোনো
নিবিড়-নিস্তব্ধতায় ঋদ্ধ হয় জ্ঞান।

একদিন তারা হব, আকাশের গায়
মিটিমিটি জ্বলে যাব সারা রাত ধরে;
এমন বিশালতায় আমাকে কে পায়?
ছিল যত আত্মগ্লানি পরিচ্ছন্ন করে
রচে যাব জেনো মুগ্ধতার ইতিহাস,
মর্ত্যবাসী তাই দেখে করবে উল্লাস।

১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ ----------

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: Thank you very much. Best of luck.

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


কখ কখ কখ কখ
কখ কখ কক!


দুর্দান্ত সনেট! অভিনন্দন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , আভিমানি কবিতা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অভিমান করলে লাভ হয় না। আমিও মাঝে মাঝে মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে তারা দেখি। তারারা বহুদূর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: যেখানে অভিমানের কোনো মর্যাদা নেই সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে।"

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয়ই আমরা তারা হবো একদিন। কেউ উজ্জ্বল কেউবা নিষ্প্রভ। শেষ পরিণতিকে ভেবে জাগতিক দুঃখ কষ্টকে বাঁধিয়ে কেন এমন মনে বিষাদসিন্ধু হে দাদা?
সনেটে মুগ্ধতা।
শুভকামনা জানবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ ভালোবেসেই প্রেমের খেলা খেলতে হয়,
ছিনিয়ে আনতে হয় বিজয়; অথচ ক'জন পারে এমন? বোধহয় ভবসিন্ধু পাড়ি দিতে পারলেই মুক্তি।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৯

শের শায়রী বলেছেন: নিশ্চয়ই এক দিন আমরা সবাই দূর আকাশের তারা হব, সবাই সবাই........ সনেটে মুগ্ধতা ব্রাদার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অফুরান।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতায় মুগ্ধ।
অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা
হয়ে জ্বলা খুবই ভাগ্যের বিষয় ।

শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা
হয়ে জ্বলা খুবই ভাগ্যের বিষয়।
নিঃসন্দেহে। এবং ওখানে কোনো জটিলতা বা কুটিলতা কোনোটাই নেই।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

মিরোরডডল বলেছেন: অনেক সুন্দর ।
একটা অভিমান থেকে লেখা ।
সেটাই পড়তে ভালো লেগেছে ।
বাংলা তারিখ এর ব্যাবহার দেখেও ভালো লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। ভালোবাসা জানবেন।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মানুষ মরে গেলে আকাশের তারা হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সে কথাই মনে উঁকি দিয়েছে বারবার।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: রূপক ভাই, এত অভিমান নিয়ে আছেন? দুনিয়া খুব কঠিন হয়ে গেছে। আজকাল কেউ কারও অভিমানে পরোয়াও করে না।
কে না হতে চায়-
অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়া খুব কঠিন হয়ে গেছে। আজকাল কেউ কারও অভিমানে পরোয়াও করে না।নির্মম হলেও এর চেয়ে বড় সত্য কমই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.