নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
অনন্তকাল ভাসব নীল দরিয়ায়,
যেমন করে জাহাজ ভাসে নীল জলে;
ফিরব না আর তোমাদের দাওয়ায়-
মাগব না ভিখ তোমাদের ধরাতলে।
জাগতিক কুটিলতা থাকবে না কোনো,
আপনমনে সর্বদা করে যাব ধ্যান;
তোমাদের নিপীড়ন মাখব না, শোনো
নিবিড়-নিস্তব্ধতায় ঋদ্ধ হয় জ্ঞান।
একদিন তারা হব, আকাশের গায়
মিটিমিটি জ্বলে যাব সারা রাত ধরে;
এমন বিশালতায় আমাকে কে পায়?
ছিল যত আত্মগ্লানি পরিচ্ছন্ন করে
রচে যাব জেনো মুগ্ধতার ইতিহাস,
মর্ত্যবাসী তাই দেখে করবে উল্লাস।
১৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: Thank you very much. Best of luck.
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
কখ কখ কখ কখ
কখ কখ কক!
দুর্দান্ত সনেট! অভিনন্দন!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , আভিমানি কবিতা ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অভিমান করলে লাভ হয় না। আমিও মাঝে মাঝে মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে তারা দেখি। তারারা বহুদূর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: যেখানে অভিমানের কোনো মর্যাদা নেই সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে।"
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয়ই আমরা তারা হবো একদিন। কেউ উজ্জ্বল কেউবা নিষ্প্রভ। শেষ পরিণতিকে ভেবে জাগতিক দুঃখ কষ্টকে বাঁধিয়ে কেন এমন মনে বিষাদসিন্ধু হে দাদা?
সনেটে মুগ্ধতা।
শুভকামনা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ ভালোবেসেই প্রেমের খেলা খেলতে হয়,
ছিনিয়ে আনতে হয় বিজয়; অথচ ক'জন পারে এমন? বোধহয় ভবসিন্ধু পাড়ি দিতে পারলেই মুক্তি।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৯
শের শায়রী বলেছেন: নিশ্চয়ই এক দিন আমরা সবাই দূর আকাশের তারা হব, সবাই সবাই........ সনেটে মুগ্ধতা ব্রাদার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অফুরান।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুগ্ধ।
অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা
হয়ে জ্বলা খুবই ভাগ্যের বিষয় ।
শুভেচ্ছা রইল
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা
হয়ে জ্বলা খুবই ভাগ্যের বিষয়।
নিঃসন্দেহে। এবং ওখানে কোনো জটিলতা বা কুটিলতা কোনোটাই নেই।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩
মিরোরডডল বলেছেন: অনেক সুন্দর ।
একটা অভিমান থেকে লেখা ।
সেটাই পড়তে ভালো লেগেছে ।
বাংলা তারিখ এর ব্যাবহার দেখেও ভালো লাগলো ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। ভালোবাসা জানবেন।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মানুষ মরে গেলে আকাশের তারা হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সে কথাই মনে উঁকি দিয়েছে বারবার।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৪
শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯
নীল আকাশ বলেছেন: রূপক ভাই, এত অভিমান নিয়ে আছেন? দুনিয়া খুব কঠিন হয়ে গেছে। আজকাল কেউ কারও অভিমানে পরোয়াও করে না।
কে না হতে চায়-
অনন্তকাল নীল জলে ভাসা আর
আকাশের গায়ে মিটি মিটি তারা
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়া খুব কঠিন হয়ে গেছে। আজকাল কেউ কারও অভিমানে পরোয়াও করে না।নির্মম হলেও এর চেয়ে বড় সত্য কমই আছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ ----------