নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
প্রতিবাদের সময় নেই বাকি, তাই
অবিলম্বে গড়ে তোলো তীব্র প্রতিরোধ;
অন্যায়ে রুখে দাঁড়াও একত্রে সবাই-
নিতে হবে সব অন্যায়ের প্রতিশোধ।
অবহেলিত সকল, যত নিপীড়িত
সয়ে যাচ্ছো জালিমের শত অত্যাচার;
তোমার দাবি-দাওয়া সব উপেক্ষিত-
দাম নেই দুনিয়ায় দুই পয়সার।
ঘুমে অচেতন থাকো যতদিন তুমি,
শুষে নেবে তারা তোমার শেষ সম্বল;
তোমার জীবন করে দেবে মরুভূমি-
হাড়-মাংস সকলই করে দেবে জল।
তেষ্টায়, ক্ষুধায় মৃত্যু হলেও তোমার
তারা ফিরিয়ে দেবে না প্রাপ্য অধিকার,
দয়া-মায়া নেই মনে- তারা তো সীমার,
তোমার মৃত্যুতে লভ্যাংশের ভাগিদার।
সময় থাকতে দিবানিদ্রা হতে জেগে
ওঠো তাড়াতাড়ি, যতটা সম্ভব হয়
জীবনের হিসেব মেলাও দ্রুতবেগে-
বুঝে নাও তোমার পাওনা সমুদয়।
৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।
২২ শে অক্টোবর, ২০২১ রাত ১০:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসন্দেহে।
২| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৮
শায়মা বলেছেন: প্রতিরোধ জরুরী।
কবিতায় ভালো লাগা।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই জানের ভয়ে থাকে। বুঝে না এমনেও মরা অমনেও মরা। মরলে বাঘের মতোই মরা উচিত।
৩| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিবাদ না করেই এই অবস্থা,প্রতিবাদ করলে খুঁজেই পাওয়া যাবে না।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: দলবদ্ধভাবে প্রতিরোধ গড়তে হবে। না হলে কয়েক বছরেই নিশ্চিহ্ন হয়ে যাবে।
৪| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। অতি সাধারণ ছবি- তবু ভালো লেগেছে।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৫| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৩
কুশন বলেছেন: জেগে উঠার জন্য প্রয়োজন শিক্ষা। সঠিক শিক্ষা।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: তা ঠিক। পাশাপাশি সাহসও দরকার, শিরদাঁড়া সোজা রাখার মুরোদ থাকা দরকার।
৬| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম ধর্মের লোকেরাই মুরোদ না দেখিয়ে বাঁচতে পারেনা।ধর্মের ভাইরাস বড় সাঙ্গাতিক।
২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা গোড়ায়। উগ্রবাদীদের প্রশ্রয় দিয়ে মাথায় তোলা হয়েছে। শুরু থেকেই শক্ত করে ধরলে প্রগতিশীল চিন্তার লোকদের ওপর চড়াও হতে পারত না, সংখ্যালঘুদের ওপর চড়াও হতে পারত না। অবশ্য এসব হামলার পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধনও থাকে।
৭| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৩১
নেওয়াজ আলি বলেছেন: কিন্তু কার হতে পাওনা বুঝে নিবে। হিন্দু থাকলেও লাভ চলে গেলেও লাভ কার।
২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: এজন্যই তো নিজেদের শক্ত অবস্থান তৈরি করা জরুরি অথচ ওদের কোনো ভ্রূক্ষেপ নেই।
৮| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৭
জ্যাকেল বলেছেন: ভারি বিপদ।
২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: জেগে ওঠতে হবে।
৯| ২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৩
অক্পটে বলেছেন: সাধু সাবধান!!
২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রগতিশীল মুসলিমরাই যেখানে ভয়ে নিশ্চুপ, সংখ্যালঘুদের তো দম নেওয়াই কঠিন হয়ে পড়েছে।
১০| ২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪২
রানার ব্লগ বলেছেন: হিন্দু মুসলমান বুঝি না মানুষ জেগে উঠুক এটাই প্রার্থনা !!!
২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অবশ্যই।
১১| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রশাসনের সদিচ্ছা ও জনগণের বিবেকের জাগরণ হতে পারে সর্বনাশা হানাহানি থেকে মানবজাতির মুক্তির একমাত্র উপায়।
আপনার কবিতা ভালো হয়েছে।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ছেয়ে গেছে সারা আকাশ। প্রশাসনও এর বাইরে নয়। সর্ষের মধ্যেই তো ভূত।
১২| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,
সাম্প্রতিক ধর্মীয় হানাহানির "প্রতিরোধ"ই শুধুই নয় আপনার কবিতাটি সকল শোষন আর অন্যায়ের বিরূদ্ধে সবল প্রতিরোধের আহ্বান সম্বলিত হয়েছে।
অন্যায়ের বিরূদ্ধে গর্জে উঠুক মানুষের সকল প্রতিবাদের ভাষা..........
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মজলুমদের অস্তিত্ব সঙ্কটে। টিকে থাকতে হলে প্রতিরোধ গড়া ছাড়া উপায় নেই। সময় থাকতেই ফুঁসে উঠতে হবে।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৬
ঢাবিয়ান বলেছেন: সাধু , আপনি সনাতন ধর্মাম্বলী কিনা জানি না, তবে এই মুহুর্তে তাদের সরব হওয়াটা সবচেয়ে বেশি জরুরী। ক্ষমতা পাকাপোক্ত করার নোংরা রাজনীতির খেলায় যেভাবে নিশৃংষভাবে ব্যবহ্রত হচ্ছে এদেশের সংখ্যালঘুরা তা প্রতিরোধে তাদেরকেই সরব হতে হবে সবচেয়ে বেশি।