নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
মালিবাগ থেকে গাড়িতে উঠেছি বাংলামোটর যাব। সেখান থেকে শাহবাগ। হঠাৎ অফিস থেকে স্যার ফোন দিলেন। জিগ্যেস করলেন, “কোথায় তুমি?”
“গাড়িতে।” সালাম দিয়ে বললাম আমি।
“নূর মোহাম্মদ কী করেছে জানো কিছু?” স্যার জিগ্যেস করলেন।
“না তো স্যার।” অবাক হয়ে প্রত্যুত্তর করলাম।
স্যার বললেন, “ও বাসায় গাঁজা সেবন করে। ব্যবসা করে।”
অবাক হয়ে বললাম, “কী বলেন স্যার?”
প্রসঙ্গত, নূর মোহাম্মদ অফিসের একজন কর্মী। এখানে ফুট-ফরমায়েশ খাটে।
স্যার তাড়াতাড়ি অফিসে যেতে বললেন। আমি বললাম, “একটা কাজে যাচ্ছি ঘণ্টাখানেক সময় লাগবে।” স্যার বললেন, “ঠিক আছে।”
বাংলামোটর যেতে না যেতেই স্যার আরও কয়েকবার ফোন দিলেন। ধরতে পারিনি। মেজাজ চরমে উঠে গেল। “এরা কি বোঝে না আমিও একজন মানুষ? আমারও কাজকর্ম থাকতে পারে?” স্বগতোক্তি করলাম।
নেট অন করে দেখি ম্যাডাম (স্যারের মা) হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন। ম্যাডামকে মেসেজে বলে দিলাম ঘণ্টা দুই পর ফ্রি হব। তখন কথা বলব। এরমধ্যেই স্যার দিলেন আবার ফোন। বললেন, “ঘর চেক করো। তারপর ওকে চলে যেতে বলো।”
“স্যার, যাচাই-বাছাই না করেই বিদায় দেব?” আমি বললাম।
নিজের কাজ শেষে অফিসে যাচ্ছি। এরমধ্যে স্যার ৮-১০ বার ফোন দিয়েছেন। বিরক্ত হয়ে ধরিনি। রিকশা জ্যামে আটকা। স্যার আবার ফোন দিয়েছেন। ধরতেই স্যার বললেন, “কোথায়?”
“এই তো প্রায় চলে এসেছি।” আমি বললাম।
“গিয়ে ফোন দিও।” স্যার বললেন।
১৫ মিনিট লাগল। কথা বললাম স্যারের সাথে, ম্যাডামের সাথে। ম্যাডাম তল্পিতল্পাসহ নূর মোহাম্মদকে চলে যেতে বললেন। আমি বললাম, “ম্যাডাম, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে হতো না?” ওনি কথা শুনলেন না। স্যারও চলে যেতে বললেন।
“এদেরকে পয়সার লোভ দেখিয়ে সব কাজ করানো যায়।” ম্যাডাম বললেন।
আমি বলতে পারলাম না, “ম্যাডাম, বেতন বাড়িয়ে দিলে হয়তো এ পথে যেত না।”
নূর মোহাম্মদ চলে গেল।
নিরাপত্তাকর্মীর কাছে ভিডিও ছিল। চেক করলাম। ঘটনা সত্যি। নূর মোহাম্মদ তার এক বন্ধুকে নিয়ে ঘরে গাঁজা সেবন করেছে, ব্যবসাও করে। নিরাপত্তারক্ষীকে বললাম, “আমাকে আগে বলো নি কেন?”
সে বলল, “স্যার বলেছিলেন কোনো ঝামেলা হলে তাকে যেন জানাই।”
কিছু বললাম না।
পরদিন স্যার বললেন, “সিকিউরিটি কি তোমাকে কিছু জানায়নি আগে?”
“না।” আমি বললাম।
“ও বেশি পেকে গেছে। ওকে বদলি করো।” স্যার বললেন।
স্যার জানালেন যে সিকিউরিটির সাথে নূর মোহাম্মদের একটা ঝামেলা আছে। তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিয়েছে। আমি যেন পুনরায় নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করি। ফোন দিলাম নূর মোহাম্মদকে। ওর নম্বর বন্ধ।
১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।
২| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ হলো না তো!!
১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: অনুগল্প টাইপ। একটু ধোঁয়াশায় রাখা আর কী!
৩| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: সব জায়গায় পানি নীচের দিকে গড়ায় আর দোষ ছোট (পেশার) মানুষেরই হয়।
১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।
৪| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫২
ফুয়াদের বাপ বলেছেন: গল্প ভালো হয়েছে। উর্ধ্বতন কর্তার আচরন সুন্দর ফুটিয়েছেন। ফোনের উপরে থাকে। বুঝতে চায়না যাকে বারবার বলছি সেও আমার মতোই মানুষ। গল্পের গাঁজা সেবনকারী তথা বিক্রেতাকে অপসারন করার সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে। বেতন বৃদ্ধিতে স্বভাব পরিবর্তন হবে কিনা সন্ধিহান।
১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: জানপ্রাণ দিয়ে দিলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন মজানো যায় না।
৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ফ্রান্সে থাকেন, নাকি বাংলাদেশে?
১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
রূপক বিধৌত সাধু বলেছেন:
৬| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০
জুল ভার্ন বলেছেন: ঘটনা শেষ হলো না!
১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: ইচ্ছাকৃত। পাঠকের জন্য একটু রহস্য রাখা আর কী।
৭| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
মালিক পক্ষের ফোন যতবার আসে ধরবেন; বিরক্তি প্রকাশ করবেন না; আমেরিকাতে চাকুরী রেগুলার হতে ৯ মাস সময় লাগে; নিজের অবস্হা ভালোর দিকে গেলে অনেক চয়েস থাকে।
১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: বিরক্তিকর অবস্থা! ইতোমধ্যে একাধিকবার ছাড়ার চিন্তা করেছি। বিকল্প পাচ্ছি না বলে ছাড়তে পারছি না।
৮| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩
ইসিয়াক বলেছেন:
সব জায়গায় অধীনস্থকে চাপে রাখার একটা প্রবনতা থাকে যা আমার একেবারে সহ্য হয় না। সেই সাথে অন্যকে ফাঁসিয়ে নিজের কাজ হাসিল করা এটাও একটা সাধারণ ব্যপার কিছু কিছু মানুষের কাছে। সময় সব সময় একরকম যায় না একথা বেশির ভাগ মানুষ মনে রাখে না।
#অকারণ খবরদারি আমার সহ্য হয় না কোন দিন। এজন্য অফিস টাইম বাদে ফোন বন্ধ রাখি। শিক্ষকতা পেশা বেছে নেওয়া এটাও একটা কারণ।
ভালো লাগলো...
১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এখানে এসেও মনে হচ্ছে শিক্ষকতা পেশাটাই ভালো ছিল আমার জন্য। যদিও ওখানে দলাদলি ছিল। কিন্তু এসবের মতো না।
৯| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: পড়তে পড়তে ভাবছিলুম আপনার আবার কী হলো চাকরি কেন গেল। পড়ে দেখি না একটা গল্প তা গল্প বেশ হয়েছে পাঠকরা থাকুক না একটু অপেক্ষায় ধোঁয়াশায় কুয়াশায় শেষের চমকটা এমনই হোক।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: চাকরি আমার না গেলেও একজনের গেছে অবশ্য। এবং এখানে পুরোটাই সত্যি। অনুগল্পে রুপ দেওয়ার জন্যই মূলত পাঠকদের ধোঁয়াশায় রাখা হলো। সব তুলে ধরা হলো না।
১০| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: বিরক্তিকর অবস্থা! ইতোমধ্যে একাধিকবার ছাড়ার চিন্তা করেছি। বিকল্প পাচ্ছি না বলে ছাড়তে পারছি না।
-আপনি বেশ ইমোশানেল মানুষ; দেশের অবস্হা বুঝুন, আপনাকে নিজ পায়ে দাঁড়াতে হবে। চাকুরী ছেড়ে দেয়া সমাধান নয়, চাকুরী পাওয়াটা কিছুটা সমাধান।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: খাপখাওয়ার চেষ্টা করছি।
১১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো মালিবাগ থেকে বাংলামটর হেঁটেই যাওয়া যায়। সব্বোর্চ ৩০ মিনিট সময় লাগবে। তাছাড়া বাসে গেলে লম্বা সিগনালে পড়তে হবে। বহু বছর আমি নিজেই মালিবাগ থেকে বাংলামটর হেঁটে গিয়েছি।
১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মালিবাগ থেকে বাংলামোটর। সেখান থেকে শাহবাগ। শাহবাগ থেকে টিএসসি। টিএসসি থেকে শহিদ মিনার। শহিদ মিনার থেকে বকশিবাজার পর্যন্ত পুরোটা রাস্তাই হেঁটে যাই। সময় লাগে ঘন্টাখানেক। ফিরেও আসি হেঁটে। ওদিন তারা থাকায় বাসে উঠেছিলাম।
১২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে (কানাডায়) গাজা খাওয়া হালাল।মনে হয় মাকরূহ হবে
১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: যদ্দুর জানি যাবতীয় নেশাদ্রব্য হারাম।
১৩| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৪
প্রামানিক বলেছেন: ঘটনা তাহলে কোনদিকে গেল
১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: স্যার বললেন নূর মোহাম্মদকে খুঁজে বের করতে। ওনার সাথে কথা বলবেন। কিন্তু ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। কারণ, নাম্বার বন্ধ। আর আমরা তার বাসাও চিনি না।
স্যার সম্ভবত বুঝতে পারছিলেন সিদ্ধান্ত টা তাড়াতাড়ি নেওয়া হয়েছে। নূর মোহাম্মদের এমন কিছু গুণাবলী ছিল, যা স্যারকে ভাবিয়েছে যে লোকটাকে বুঝিয়েশুনিয়ে রাখলে ওনারই লাভ।
যদিও সেটা সম্ভব হয় নি।
১৪| ১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিরক্ত লাগলেও চোখ বুঝে সহ্য করে যান যতদিন না আরেকটি অপেক্ষাকৃত ভালো চাকুরী পান। চাকুরী ছেড়ে দেয়া সমাধান নয় |
১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: চাকুরী ছেড়ে দেয়া সমাধান নয় সত্যিই। এই বাজারে একটা চাকরি জুটানো কঠিন। দাঁত কামড়ে পড়ে থাকতে হবে।
১৫| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৯
প্রত্যাবর্তন@ বলেছেন: তারপর কী হল?
২২ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: নূর মোহাম্মদের খোঁজ নেই। ওনি সম্ভবত গ্রামে চলে গেছেন। সিকিউরিটিকে বদলি করা হয়।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম.... গাঁজা সেবনকারী বা ব্যবসাকারীদের বিদায় জানানাই উচিত।