নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নাও, হারিয়ে যেও না: সুনীল গঙ্গোপাধ্যায়

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩

সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস ‘ভালোবাসা নাও, হারিয়ে যেও না’। অনেক বছর আগে পড়া। সুনীল প্রতিদিন বাজার করতে গিয়ে এক বৃদ্ধার দেখা পেতেন। তার সাথে গল্পসল্প করতেন। অনেকদিন হঠাৎ বৃদ্ধার দেখা নেই। তারপর সুনীল একদিন ওনার খুঁজে বেরিয়ে পড়লেন। মোটামুটি এমনই কাহিনি।

গতকাল জানতে পারলাম নাঈম জাহাঙ্গীর নয়ন নামের একজন, যিনি এই ব্লগে ব্লগিং করতেন, কবিতা লিখতেন, গান লিখতেন, তিনি মাস দুয়েক আগে মারা গেছেন। ঠিক কী কারণে মারা গেছেন জানি না। যদ্দুর জানলাম, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি সরকারি সেবা ৯৯৯ এর কল রিসিভার কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন।

নয়নের সাথে সংশ্লিষ্টতা ছিল না তেমন, তবে ওনার মৃত্যুসংবাদ জানার পর খুব খারাপ লাগল। যেকোনো মৃত্যুই তো শোকের।

কিছুদিন আগে আবু হেনা মো. আশরাফুল ইসলাম, যিনি হেনা নামে পরিচিত ছিলেন, তিনি মারা গেছেন। পুরোনো ব্লগার। ভালো গল্প লিখতেন।

ব্লগে সচল আছি মোটামুটি ৭-৮ বছর। গত বছর বাদে প্রতি বছরই কিছু না কিছু লেখা হয়েছে। লিখতে লিখতে পড়তে পড়তে অনেকের সাথে পরিচয় হয়েছে। পরিচিত হওয়া লোকেদের মধ্যে অনেককেই এখন দেখি না। জানি না বেঁচে আছে কি না মরে গেছে। যাদের মিস করছি, তাদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়। কল্লোল পথিক, সচেতনহ্যাপি, নীলপরি, গেম চেঞ্জার, রাজিয়া সুলতানা, জনমদাসী, শতদ্রু একটি নদী, মানুষ আজিজ, ফেলুদার তোপসের নাম উল্লেখযোগ্য।

কল্লোল পথিক ভালো কবিতা লিখতেন। সচেতনহ্যাপী প্রবাসী। জীবনের ঘটনা লিখতেন। নীলপরি কবিতা লিখতেন। তার সাথে কিছুদিন ইমেইলে যোগাযোগ হতো। গত দু’বছর খোঁজ নেই। গেম চেঞ্জার গল্প লিখতেন। রাজিয়া সুলতানা কবিতা লিখতেন। জনমদাসী তো একটা ইতিহাস। ওনাকে নিয়ে লিখলে অনেকে গোস্বা করতে পারে। তবে যদ্দুর জানি, ওনি দুঃখী একজন নারী ছিলেন। মধ্যবয়সি। হাজব্যান্ড প্রতারণা করেছিল। বহু কষ্টে সন্তানদের বড়ো করেছেন। ব্লগে থেকে ওনি মানসিক শান্তি খুঁজতেন। সেটা পাননি।

শতদ্রু একটি নদী খুব প্রিয় একটা নাম ছিল। ওনাকে ব্লগে একাধিক নামে দেখা গেছে। এখন ওনি ব্লগে নেই। অনেকদিন খুঁজে ফেসবুকে ওনাকে পেয়েছিলাম। আইডি হারিয়ে আর পাইনি। কিছুদিন আগে অবশ্য ওনাকে খুঁজে পেয়েছি কিন্তু একটিভ পাইনি।

মানুষ আজিজ অণুগল্প লিখতেন। ফেলুদার তোপসের লেখাও ভালো লাগত।

চাঁদগাজীকে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে বিতকিত মন্তব্য বা অন্য কোনো কারণে। অনেকেই দেখলাম খুশি। যাহোক, ওনার চাঁছাছোলা মন্তব্য মিস করব অনেক। আমি প্রথম যখন ব্লগে আসি, ওনার মন্তব্য পড়ে মর্মাহত হতাম। কিন্তু নিজের ভুল সংশোধন করে নিতাম। চিন্তা-ভাবনা শাণিত করার চেষ্টা করতাম। কাজেও দিয়েছে হয়তো। চাঁদগাজী তীর্যক মন্তব্য করলেও মনমানসিকতা সরল। চাকরি হারিয়ে যখন মানবেতন জীবন যাপন করছিলাম, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সরাসরি চেনা নেই, জানা নেই এমন একজন মানুষ আপনাকে বেঁচে থাকতে সাহায্য করেছে; এমন মানুষকে খারাপ বলব কী করে? নিজে বিপদে পড়ে দেখুন নিজের পরিবারের লোকজনই কেমন আচরণ করে।

এখানে মাত্র কয়েকজনের নামোল্লেখ করলাম। বাকিদের নাম অন্য সময় বলা যাবে। এই মানুষেরা যেন ভালো থাকে। ব্লগে থাকুক বা না থাকুক, হুট করে যেন ওপারে চলে না যায়। তাহলে তো বড্ড মিস করব।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৬

কলাবাগান১ বলেছেন: চাদগাজীর ফিরে আসার দরকার নাই।

উনাকে স্বমহিমায় না দেখলে খারাপ লাগবে। উনি যদি স্বভাবসুলুভ ব্লগিং না করতে পারেন, তাহলে শুধু ফিরার জন্য ফিরার কোন দরকার নাই। আপনি তো দুলকি/মুলকি ঘোড়ার গল্প জানেন...মুলকি ঘোড়া রা হারতে পারে না।

উনি আমাকেও কথা শুনিয়েছেন কিন্তু সেটা নিয়ে জোট বেধে নামি নাই ...কড়া কথা না শুনার কালচার আমাদের মাঝে বিদ্যমান...

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কড়া কথা না শুনার কালচার আমাদের মাঝে বিদ্যমান...
ঠিকই।

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: আমি অবশ্যই চাঁদগাজী ভাইকে মিস করবো। উনার মতো এরকম হার্ড নার্ভ এর মানুষ খুব কম। কখনই সহজে রাগতেন না। অপমান অপদস্থ কটু কথা কোন কিছুই উনি গায়ে মাখতেন না। এমন মানুষ বিরল।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দলবাজি পছন্দ করতেন না। যা বিশ্বাস করতেন তাই বলে দিতেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫০

জুল ভার্ন বলেছেন: ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন!

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: ফিরে আসুন লেখায় সাধু, ভালো লাগে পরিচিত মুখ দেখলে। আবার কবে যে চলে যাই কে।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়টা ভালো যাচ্ছে না, আপা। লেখালেখিতে ফিরতে পারব কি না জানি না, তবে মাঝেমধ্যে হুটহাট চলে আসব আপনাদের মাঝে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর আপনার আগমন সুস্বাগতম। হ্যাপী ব্লগিং।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের জীবনটাই এমন: "ক্ষণেক থাকি শূন্যের ওপর ক্ষণেক ভাসি নীরে"।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: গিয়েছিলাম বেড়াতে, পফিরে এসে প্রথমে কিছু টের পাইনি। এক দিনের মধ্যে টের পেলাম চাঁদগাজী আর রাজীব নুর ব্লগে নেই। সম্ভবতো নিষিদ্ধ বা জেনারেল আছেন।

নাঈম জাহাঙ্গীর নয়নকে আল্লাহ বেহস্ত দান করুন।

০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজীব নুরকে জেনারেল করা হয়েছে মনে হয়। পোস্ট আছে তার।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

মেহেদি_হাসান. বলেছেন: যে যেখানে আছে ভালো থাকুক, চাঁদগাজীকে মিস করবো।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদগাজীকে মিস করবো। সত্যি তাই।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

আখেনাটেন বলেছেন: জীবন বয়ে চলে জীবনের নিয়মে....নয়ন ভাইয়ের মৃত্যু আকস্মিক...কিছুটা ধাক্কার মতো.... জানা একজন ইয়াং মানুষ হঠাত নাই হয়ে গেলে অনুভূতিটা বেদনার....এভাবেই হয়ত আমাদেরকেও.....

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে!

৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: ভালো মন্দ নানা রকম দোষ ও গুনে ভরা মানুষের জীবন কিন্তু সব কিছু ছেড়েই একদিন চলে যেতে হয়।
নয়নভাইয়া এমনই কীর্তি রেখে গেছেন যে তার নামে মন্দ বা দোষ বলার কেউ নেই এই ব্লগে।

এটাই তার ব্লগ জীবনের সবচেয়ে বড় সার্থকতা।


আর এমন তরুণ তাজা প্রাণের অকস্মাৎ প্রয়ান সহ্য করাই কঠিন।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সংস্কৃতিমনা এবং রুচিশীল মানুষ ছিল।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি নয়ন ভাইয়ের সাথে আড্ডায় থাকতাম। ব্লগ থেকে ব্যাক্তিগত বন্ধত্ব হলো। ওনার জীবনের আন্তো প্রান্তো কিছু শিয়ার করতেন। হঠাৎ ওনি ঢাকাতে এসে ব্যাস্ত হয়ে পড়লেন। গত কয়েক বছর আগেও নয়ন ভাই তার এক ভাইকে হারিয়ে মূর্ছা গিয়েছিলেন। আজ ‍ওনার হারানোর খবর শুনে বিশ্বস করতে অনেক কষ্ট হয়েছে। নয়ন ভাইয়ের আত্নার শান্তি কামনা করছি।
এই ব্লগ বাড়িতে এসে যাদের সাথে দেখা হয়েছে কিংবার দেখা হয়নি সবাই যেন ভালো থাকেন। সবার জন্য রইল শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একই এলাকার আপনারা?

১১| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৫

রোকসানা লেইস বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম।
ণয়নের খবরটা সত্যি খুব কষ্টদায়ক।
ভালো থাকুন সবাই যে যেখানে আছেন।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা আপনার জন্যও।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: মানুষের সাথে চলার স্মৃতি আসলেই কখনো ভুলা যায় না। ভালো আচরণে ভালোবাসা পায় ,খারাপ আচরণে ঘৃণা অবধারিত । বগ্লার নয়নের অকাল মৃত্যু সত্যিই দুঃখজনক। তার পরিবারেরও অপূরণীয় ক্ষতি হলো, সবই বিধাতার ইচ্ছা।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের সাথে চলার স্মৃতি আসলেই কখনো ভোলা যায় না। সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.