নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কে কী কারণে লেখালেখি করেন?

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৪

গতকাল এক বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে গেলাম (তমাল ভাই)। চমৎকার লিখতেন ব্লগে। কোনো কারণে চলে গেছেন। তো কথা প্রসঙ্গে জিগ্যেস করলাম, লেখালেখিতে থিতু হলেন না কেন? ওনি ব্যস্ততার কথা বললেন। কথা সত্য। আমি থাকা অবস্থায়ই ফোনের পর ফোন।

একাধিক নিক ছিল ওনার। বললাম, একটা নিকেই লিখলে ভালো হতো না? পরিচিতি পেতেন। ওনি জানালেন, পরিচিতির জন্য ব্লগে যাইনি। মনের খুশিতে সময় কাটাতে গেছি।

শায়মাকে একদিন জিগ্যেস করেছিলাম, সাহিত্য সংগঠন করেন না কেন? ভালো প্রকাশনী থেকে বই প্রকাশ করলে তো মনে হয় সুবিধে করতে পারতেন। ওনি উষ্মা প্রকাশ করলেন। ওনারও না কি এত প্রকাশ ভালো লাগে না। মনের খুশিতে লিখতে ভালো লাগে। কে পড়ল, কে পড়ল না সেটা বিবেচ্য বিষয় না।

আরও কয়েকজনের সঙ্গেই বিভিন্ন সময় কথা হয়েছে। কেন লেখেন জিগ্যেস করলে বেশিরভাগই সময় কাটানোর জন্য লেখেন- এমন কথা বলেছেন। সেটা অবশ্যই ওনাদের ব্যক্তিগত অভিরুচি। তবে এসব লিখিয়েরা যদি নিয়মিত লিখতেন, প্রকাশ করতেন, দেশ ও জাতির জন্য খারাপ হতো না।

আমি নিজে তেমন লিখি না, লিখতেও পারি না। তাই হয়তো যারা ভালো লেখেন তাদের উৎসাহ দিয়ে থাকি। যা টুকটাক লিখতে চেষ্টা করি, তা মনের অভিব্যক্তি প্রকাশ করতেই। লেখক হওয়ার উদ্দেশ্যে না।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৩

ইসিয়াক বলেছেন: আমি মনের টানেই লিখি । পড়তে আর লিখতে আমার ভালো লাগে আবার সময় ও কেটে যায়।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: লেখালেখি করা ছাড়া আপাতত আমার তেমন কোনো কাজ নাই-তাই লিখি। তবে সেটা এখন অভ্যাস হয়ে গিয়েছে। লেখা সোস্যাল মিডিয়ায় প্রকাশ করি কিম্বা না করি-আজাইড়া লেখালেখি করিই।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝা যাচ্ছে লেখালেখি করলে মনের অপ্রকাশিত কথাগুলো প্রকাশ করে হালকা হওয়া যায়।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

সোবুজ বলেছেন: জীবনের বিরাট একটা সময় লেখালেখির বাইরে থাকায় লেখালেখি হয়তো আর হবে না।তবে পড়ি ও মন্তব্য করি সময় পেলে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের বিরাট একটা সময় লেখালেখির বাইরে থাকায় লেখালেখি হয়তো আর হবে না। কেন?

৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৬

অধীতি বলেছেন: লেখালেখি যারা করে তাদের সেটা নেশা। কোন কাজ না থাকলেই লিখতে বসে। শব্দের খেলার মত নেশা অন্য নেশার থেকে বেশি প্রশান্তিদায়ক।

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: নেশা কেটে গেলে?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২০

জুন বলেছেন: আমি ভালোলাগা থেকে লেখালেখি করি। সারা দিনমানের অনেক ঝুট ঝামেলা পেরিয়ে আসি ব্লগে সাধু শুধু লেখার প্রতি ভালোবাসার টানে।

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা ঠিক আছে। কিন্তু অনেকের তো নেশাটা বেশিদিন থাকে না। কেন থাকে না?

৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি লেখি কম, ছবিদেই বেশী।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: Very good.

৭| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

প্রথমে লিখতে শুরু করেছিলাম আগ্রহ থেকে। নিজের আইডিয়াকে প্রকাশ করার আগ্রহ থেকে। এখন লিখি, নিজের চিন্তাকে বাস্তবে রুপ দেওয়ার জন্যে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাচ্ছে মোটামুটি অনেকেরই এমন চিন্তা ভাবনা।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:




লেখার আনন্দ আর আগ্রহটাই আমাদের লিখতে অনুপ্রেরণা যোগায়। সামাজিক মাধ্যম হচ্ছে মুক্তমনে নিজের কল্পনাকে মুক্ত বাতাসে উড়িয়ে দেওয়ার একটি সুন্দর মাধ্যম। কেউ এতেই খুশি। তবে, যারা ব্লগে লিখেন তারা লেখালেখিতে কিছুটা হলেও সিরিয়াস হন। চেষ্টা থাকে লেখার মানকে দিনকে দিন আরো উন্নত করা। একটা সময় হয়তো তার লেখনির গভীরতা বই হিসাবে প্রকাশিত হতে সাহায্য করে। এভানেই যুগের পর যুগ নতুন লেখকের জন্ম হয়েছে। লেখক হওয়ার জন্য কেউ লিখে না, লেখার গভীরতা আর বর্তমানকে যিনি গভীর মনোযোগে দৃষ্টিপাত করতে পারেন তিনিই একটা সময় ভালো লেখকের মর্যাদা পান।

আপনি ভালো লিখেন, ভালো লেখক হওয়ার সব যোগ্যতা আপনার আছে। লিখুন, মনের আনন্দে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যারা ব্লগে লিখেন তারা লেখালেখিতে কিছুটা হলেও সিরিয়াস হন। চেষ্টা থাকে লেখার মানকে দিনকে দিন আরো উন্নত করা। একটা সময় হয়তো তার লেখনির গভীরতা বই হিসাবে প্রকাশিত হতে সাহায্য করে। এভানেই যুগের পর যুগ নতুন লেখকের জন্ম হয়েছে। নিঃসন্দেহে। এবং এখানে সুযোগ থাকে নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার, নিজেকে সংশোধন করার।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বই প্রকাশ করা মানেই অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন বাস্তব হওয়া।
সফল লেখক হতে হলে ভাষাজ্ঞান অত্যন্ত জরুরি। মন চইলো আর লিখে ফেললাম, টাকা আছে আর প্রখকাশ করে ফেললাম এমন ক্রিয়াকর্ম সবার জন্য ক্ষতিকর, ভাষা এবং ভাবপ্রাকশের জন্য বেশি ক্ষতিকর।

১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কিন্তু উপর্যুক্ত ব্যক্তিগণ ভালো লেখেন। ওনাদের ভাষাজ্ঞানও সমৃদ্ধ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই লে তো ঠিকই আছে।



১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ওনাদের সবার নাম উল্লেখ করে একদিন পোস্ট দেব।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনারা যে কারণেই লেখালিখি করেন , লিখুন ।
বাংলায় লেখা পড়তে ভালো লাগে ।
বাংলায় লেখা দেখতেও ভালো লাগে ।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ দেখা যায় অনেকের লেখার দারুণ হাত থাকা সত্ত্বেও অবহেলা করে।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আমি পড়তে পড়তে লিখি;
মাঝে মাঝে না লিখে পারি না, লিখলে মন ভালো থাকে।
একেবারেই ভালোলাগা থেকে লিখি।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মাঝে মাঝে না লিখে পারি না, লিখলে মন ভালো থাকে। নিঃসঙ্গ মানুষের ভাষা প্রকাশের সবচেয়ে কার্যকর উপায় বোধহয় লেখালেখি।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫০

আখেনাটেন বলেছেন: গাইতে গাইতে গায়েন, লিখতে লিখতে লেখক....চালিয়ে যান....আপনি যথেষ্ট ভালো লেখেন....

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উৎসাহমূলক মন্তব্যে প্রীত হলাম।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: যারা সাহিত্য ভালোবাসে তারাই পড়বে এবং লিখবে

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা লিখতে পারেন তাদের লেখা উচিৎ ভবিষ্যত প্রজন্মের জন্য।

১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সে কথাই বলছি।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটা পড়ে মন্তব্য লিখতে গিয়ে অনেক কথাই লেখার ইচ্ছে হলো। ভেবে দেখলাম, মন্তব্য হিসেবে সেটা বেশি বড় হয়ে যাবে। তাই আমার কথাগুলোকে একটা পোস্ট আকারেই প্রকাশ করলামঃ
আমি কেন লিখি

এ বিষয়ে চিন্তার খোরাক যোগানোর জন্য আপনাকে ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়ছি।

১৭| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৫১

শায়মা বলেছেন: আমার সবচেয়ে ভালো লাগে ব্লগেই লিখতে।

লেখার পিঠে সেসব মন্তব্য সেসবের উত্তর দিতে আর মজা করতে।

সবাইকে যেন চিনি জানি এমনই মনে হয় আমার এখানে।

২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: It’s okay.

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একাডেমিক শিক্ষায় ফাকিঁবাজ ছিলাম। স্কুল কামাই , লেখাপড়ায় অনীহা এবং বুঝতামও কম।
লেখাপড়ায় সিরিয়াস এবং মেধাটা একটু ভালো হলে হয় হয়তো লেখা লেখি হতো না।

আসলে মেধাটা খুব জরুরি। কারণ আমার লেখার কোনো উন্নতি হয়নি। যদিও ব্লগটা লেখা লেখি , চিন্তাধারা উন্নত করার প্রতিক্রিয়াশীল একটি মাধ্যম ছিল। ব্যৰ্থতা।
তবে মন খারাপ কিংবা আক্ষেপ নেই। কারণ মেধায় আমার হাত নেয়। মেধাবী হয়ে জন্মাতে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: তাও খারাপ লেখেন না। স্মৃতিচারণাগুলো দুর্দান্ত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.